সুপার মিনি কম্পিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি সুপারমিনিকম্পিউটার (ইন্টারডেটা ৭/৩২) একটি যাদুঘরে সংরক্ষিত।
DEC VAX-11/780 সুপারমিনিকম্পিউটার

একটি সুপার মিনি কম্পিউটার বা সুপার মিনি হল একটি মিনি কম্পিউটার যার উচ্চ ক্ষমতার কার্যক্ষমতা রয়েছে সাধারণ মিনি কম্পিউটারের তুলনায়। সংজ্ঞাটি এসেছে ১৯৭০ দশকের[১] মধ্যভাগে ৩২ বিটের মিনিগুলোকে ১৬ বিটের মিনি কম্পিউটার[২] থেকে আলাদা করার প্রয়াস থেকে। এই সংজ্ঞাটি বর্তমানে অব্যবহৃত কিন্তু কম্পিউটার ইতিহাসের ছাত্র, শিক্ষক ও গবেষকরা এখনো ব্যবহৃত হয়।

গুরুত্বপূর্ণ সুপার মিনি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Koudela, J., Jr. (নভে ১৯৭৩), "The past, present, and future of minicomputers: A scenario", Proceedings of the IEEE, 61 (11): 1526–1534, ডিওআই:10.1109/PROC.1973.9322 
  2. Flowers, Jeff (ফেব্রু ১৯৮২), "The Use of the 32-Bit Minicomputer for Data Acquisition", IEEE Transactions on Nuclear Science, 29 (1): 927–931, ডিওআই:10.1109/TNS.1982.4335992 

টেমপ্লেট:Mini-compu-stub