সিটিগ্রুপ সেন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিটিগ্রুপ সেন্টার
মানচিত্র
সাধারণ তথ্য
ধরনবাণিজ্যিক
অবস্থানসিডনি, নিউ সাউথ ওয়েলস
নির্মাণকাজের সমাপ্তি২০০০
উচ্চতা
শুঙ্গ বা শিখর পর্যন্ত২৪৩ মি (৭৯৭ ফু)
ছাদ পর্যন্ত২০৬ মি (৬৭৬ ফু)
কারিগরী বিবরণ
তলার সংখ্যা৫০

সিটিগ্রুপ সেন্টার হল একটি ২৪৩ মি (৭৯৭ ফু) সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া অবস্থিত আকাশচুম্বী ভবন। ভবনটি অস্ট্রেলিয়ার একটি উচ্চতম ভবন, ২০০০ সালে সমাপ্তির সময়ে ৮ম উচ্চতম ছিল। এছাড়াও এটির চূড়া থেকে মাপা হলে সিটিগ্রুপ সেন্টার শহরের মধ্যে শহরের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। স্থপতি ছিলেন ক্রন এন্ড এ্যাসোসিয়েশন, নেতৃত্বে ছিলেন আলবার্ট স্পির

ভবনটির অফিসে স্থান ৪১ তলা, ভূগর্ভস্থ পার্কিং এর ৫ তলা এবং "দ্যা গ্যালারী" নামে পরিচিত বাণিজ্যিক স্থান ৪ তলা জুরে রয়েছে।[১] ভূগর্ভস্থ আর্কেড টাউন হল রেলওয়ে স্টেশন থেকে নিম্নে একতলা এবং কুইন ভিক্টোরিয়া ভবন সংযোগস্থল রয়েছে।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.thegaleries.com/about
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]