সা-ব্জাং-মা-তি-পান-ছেন-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সা-ব্জাং-মা-তি-পান-ছেন-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: ས་བཟང་མ་ཏི་པཎ་ཆེན་བློ་གྲོས་རྒྱལ་མཚན།ওয়াইলি: sa bzang ma ti paN chen blo gros rgyal mtshan) (১২৯৪-১৩৭৬) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের চৌদ্দজন প্রধান শিষ্যের একজন ছিলেন যিনি বিমলপ্রভা সম্বন্ধে পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

সা-ব্জাং-মা-তি-পান-ছেন-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান ১২৯৪ খ্রিষ্টাব্দে ম্ঙ্গা'-রিস (ওয়াইলি: mnga' ris) অঞ্চলে জন্মগ্রহণ করেন। পনেরো বছর বয়সে তাকে স্ন্যে-থাং (ওয়াইলি: snye thang) বৌদ্ধবিহারের প্রধান ব্ক্রা-শিস-সেং-গে (ওয়াইলি: bkra shis seng ge) দীক্ষাদান করেন। তিনি রা-লুং বৌদ্ধবিহারে অভিধর্ম ও বোধিসত্ত্বচর্যাবতার এবং সা-স্ক্যা বৌদ্ধবিহারে 'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'jam dbyangs chos kyi rgyal mtshan) নামক বৌদ্ধ পণ্ডিতের নিকট হেবজ্র তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের নিকট কালচক্র, বিমলপ্রভা টীকাভাষ্য ও প্রজ্ঞাপারমিতা সম্বন্ধে শিক্ষালাভ করেন। এছাড়া তিনি কুন-স্পাংস-ছোস-গ্রাগ্স-দ্পাল-ব্জাংজো-নাং-লো-ত্সা-বা-ব্লো-গ্রোস-দ্পাল নামক দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের অন্যতম দুই প্রধান শিষ্যের নিকট শিক্ষালাভ করেন। দ্পাং-লো-ত্সা-বা-ব্লো-গ্রোস-ব্র্তান-পা নামক বিখ্যাত তিব্বতী অনুবাদকের নিকট তিনি সংস্কৃত অধ্যয়ন করেন। জ্লা-বা-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: zla ba rgyal mtshan) নামক বৌদ্ধ পণ্ডিতের অনুরোধে তিনি সা-ব্জাং-দ্গা'-ল্দান (ওয়াইলি: sa bzang dga' ldan) বৌদ্ধবিহারে বিমলপ্রভা সম্বন্ধে শিক্ষাদান করেন এবং পরবর্তীকালে ঐ বিহারের প্রধান হিসেবে নির্বাচিত হন সা-ব্জাং-মা-তি-পান-ছেন উপাধি লাভ করেন। ১৩৩৪ খ্রিষ্টাব্দে তিনি ও জো-নাং-লো-ত্সা-বা-ব্লো-গ্রোস-দ্পাল কালচক্র তন্ত্রবিমলপ্রভা টীকাভাষ্যের তিব্বতী অনুবাদকে নতুন করে সম্পাদনা করেন যা নব্য জো-নাং ঐতিহ্য নামে বিখ্যাত হয়। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Sabzang Mati Paṇchen Lodro Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১০