সালমা আক্তার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালমা আরিফ
প্রাথমিক তথ্য
উপনামক্লোজআপ১ ২০০৬
জন্ম (1991-01-01) ১ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
উদ্ভবদৌলতপুর উপজেলা,কুষ্টিয়া
ধরনলালন গীতি, পল্লী গীতি
পেশাগায়িকা
কার্যকাল২০০৬-বর্তমান
লেবেলএনটিভি
নাগরিকত্ব বাংলাদেশ
সন্তানস্নেহা, সাইফা
পিতা-মাতা
  • ফজলুল হক (পিতা)
  • মালেকা খাতুন (মাতা)

সালমা আক্তার (জন্মঃ ১ জানুয়ারি ১৯৯১) হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ - তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্ৰামে জন্মগ্ৰহণ করেন।[১] সাধারণভাবে তিনি ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করেন। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন।

ক্লোজআপ১ প্রতিযোগিতার একজন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে নিয়ে বলেন "সে ছিল আসলেই একজন প্রাকৃতিক গায়িকা। আমি সব সময় তার কন্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কার পাওয়ার পর"।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১২ 

বহিসংযোগ[সম্পাদনা]