সংগঠন ও বাঙালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংগঠন ও বাঙালি
লেখকআবদুলাহ আবু সায়ীদ
প্রচ্ছদ শিল্পীকাইয়ুম চৌধুরী
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রকাশকদিব্যপ্রকাশ
প্রকাশনার তারিখ
ফেব্রুয়ারি ২০০৩
পৃষ্ঠাসংখ্যা৮০
আইএসবিএন৯৮৪-৪৮৩-১৪০-৭

সংগঠন ও বাঙালি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ রচিত একটি আলোচনাধর্মী গ্রন্থ। এটি লেখকের অনেকগুলো প্রবন্ধ সংকলনে প্রবন্ধ। এ বইয়ে লেখক বাঙালির সাংগঠনিক প্রতিভা নিয়ে আলোচনা করেছেন।[১]

বিষয়বস্তু[সম্পাদনা]

এই বইতে জাতিগতভাবে বাঙ্গালি কেন কোনো সংগঠন গড়ে তুলতে এতটা অক্ষম তা খুজেছেন, ইতিহাসের দিকে ফিরে যেয়ে দেখিয়েছে, এই জাতি সারাজীবন শাসিত হয়ে এসেছে। নিজেরা কোনদিন শাসন করতে পারেনি। পরাধীন থাকার মানসিকতা রক্তে মিশে গেছে। জাতি হিসেবে আমরা কতটা আত্নকেন্দ্রিক ও স্বার্থপর তুলে এনেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'সংগঠন ও বাঙালি': বাঙালিমানসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন।। শেখ সুজন আলী"চাতাল (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৪