র্গ্যাল-স্রাস-থোগ্স-মেদ-দ্পাল-ব্জাং-পো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

র্গ্যাল-স্রাস-থোগ্স-মেদ-দ্পাল-ব্জাং-পো (ওয়াইলি: rgyal sras thogs med bzang po) (১২৯৫-১৩৬৯) সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের একজন তিব্বতী বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

জন্ম[সম্পাদনা]

র্গ্যাল-স্রাস-থোগ্স-মেদ-দ্পাল-ব্জাং-পো ১২৯৫ খ্রিষ্টাব্দে তিব্বতের ফুল-ব্যুং-ব্রাগ-স্ক্যা (ওয়াইলি: phul byung brag skya) নামক একটি ক্ষুদ্র লোকালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা দ্কোন-ম্ছোগ-দ্পাল (ওয়াইলি: dkon mchog dpal) এবং মাতা 'বুম-স্গ্রোন (ওয়াইলি: 'bum sgron) জন্মের পর তার নাম রাখেন দ্কোন-ম্ছোগ-ব্জাং-পো (ওয়াইলি: dkon mchog bzang po)। তিন বছর বয়সে তার মাতা ও আরো দুই বছর পরে তার পিতার মৃত্যু হলে তার আত্মীয়রা তার দেখাশোনা করেন।[১]

শিক্ষা[সম্পাদনা]

নয় বছর বয়সে তিনি ব্সাম-গ্লিং বৌদ্ধবিহারে গেলে স্তোন-পা-রিন-ছেন-ব্ক্রা-শিস (ওয়াইলি: ston pa rin chen bkra shis) নামক এক বৌদ্ধভিক্ষু তাকে লেখাপড়া শেখান। ১৩০৮ খ্রিষ্টাব্দে ম্খান-পো-রিন-ছেন-'দ্পাল-ব্জাং (ওয়াইলি: mkhan po rin chen 'dpal bzang) ও স্লোব-দ্পোন-রিন-ছেন-র্দো-র্জে (ওয়াইলি: slob dpon rin chen rdo rje) নামক দুই বৌদ্ধভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ দান করেন। ১৩০৯ খ্রিষ্টাব্দে তিনি বে-দোং-এ-বাম-গ্লিং-গি-ছোস-দ্র্বা-ছেন-মো (ওয়াইলি: bo dong e wam gling gi chos drwa chen po) নামক ধর্মচর্চাকেন্দ্রে কুন-দ্গা'-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: kun dga' rgyal mtshan) নামক বৌদ্ধভিক্ষুর নিকট অভিধর্মসমুচ্চয়, বোধিসত্ত্বচর্যাবতারমধ্যমক সম্বন্ধে শিক্ষালাভ করেন। তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে গ্ঝোন-র্গ্যাল (ওয়াইলি: gzhon rgyal) নামক বৌদ্ধভিক্ষুর নিকট প্রমাণ সম্বন্ধে অধ্যায়ন করেন। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বু-স্তোন-রিন-ছেন-গ্রুব তাকে শিক্ষাদান করেন। ১৩২৪ খ্রিষ্টাব্দে তিনি ম্খান-পো-ব্যাং-সেম্স-রিন-ছেন-ম্গোন (ওয়াইলি: mkhan po byang sems rin chen mgon) ও নাম-ম্খা'-সাংস-র্গ্যাস (ওয়াইলি: nam mkha' sangs rgyas) নামক বৌদ্ধ ভিক্ষুদের নিকট দীক্ষাগ্রহণ করেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

১৩২৬ খ্রিষ্টাব্দে বত্রিশ বছর বয়সে সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের ত্রয়োদশ সা-স্ক্যা-খ্রি-'দ্জিন 'জাম-দ্ব্যাংস-দোন-য়োদ-র্গ্যাল-ম্ত্শানের অনুরোধে বো-দোং-এ বৌদ্ধবিহারের প্রধান লামার দায়িত্ব গ্রহণ করে নয় বছর সেই পদে থাকেন। ১৩৩৭ খ্রিষ্টাব্দে দ্ঙ্গুল-ছু-ছোস-র্দ্জোং (ওয়াইলি: dngul chu chos rdzong) নামক স্থানে পরবর্তী কুড়ি বছর নিভৃতে সাধনা করেন। তিনি রেদ-ম্দা'-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোসকে বোধিসত্ত্বচর্যাবতার, লাম-রিমব্লো-স্ব্যোং সম্বন্ধে শিক্ষাদান করেন।[১]

রচনা[সম্পাদনা]

তিনি ব্লো-স্ব্যোং-দোন-ব্দুন-মা'ই-খ্রিদ-য়িগ (ওয়াইলি: blo sbyong don bdun ma’i khrid yig), র্গ্যাল-স্রাস-লাগ-লেন-সো-ব্দুন-মা (ওয়াইলি: rgyal sras lag len so bdun ma) প্রভৃতি গ্রন্থ ছাড়াও এবং লেগ্স-পার-ব্শাদ-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: legs par bshad pa'i rgya mtsho) নামক বোধিসত্ত্বচর্যাবতারের ওপর টীকাভাষ্য রচনা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (2011-08)। "Gyelse Tokme Zangpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-01-08  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন[সম্পাদনা]

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas.