র্গোদ-ত্শাং-পা-ম্গোন-পো-র্দো-র্জে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
র্গোদ-ত্শাং-পা-ম্গোন-পো-র্দো-র্জে

র্গোদ-ত্শাং-পা-ম্গোন-পো-র্দো-র্জে (ওয়াইলি: rgod tshang pa mgon po rdo rje) (১১৮৯-১২৫৮) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর এক বিখ্যাত বৌদ্ধপন্ডিত ছিলেন।

শৈশব[সম্পাদনা]

র্গোদ-ত্শাং-পা-ম্গোন-পো-র্দো-র্জে দক্ষিণ তিব্বতের ল্হো-ব্রাগ অঞ্চলে ১১৮৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম রাখা হয় ম্গোন-পো-দ্পাল (ওয়াইলি: mgon po dpal)। তার জন্মের পর আর্থিক অনটনের কারণে তার পিতা ও মাতা মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে তার মাতা এক ধনী চিকিৎসকের সঙ্গে নতুন করে সংসার বাঁধেন ও তাকে তার পিতার দায়িত্বে রেখে যান। কিন্তু কিছুদিনের মধ্যে তার পিতা অপুষ্টিজনিত কারণে রোগ ভোগের পর মৃত্যুবরণ করেন। ফলে ম্গোন-পো-দ্পালকে খুব অল্প বয়সে জীবিকার সন্ধান শুরু করতে হয়।[১]

শিক্ষা ও সাধনা[সম্পাদনা]

ষোল বছর বয়সে তিনি লাসা শহরে যাত্রা করে জাগতিক বিষয়ের ওপর বিতৃষ্ণার ফলে বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি র্বা-লুং বৌদ্ধবিহারে গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-শেস-র্দো-র্জে নামক 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রথম র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পার নিকট শিক্ষালাভ করেন। ১২১১ খ্রিষ্টাব্দে গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-শেস-র্দো-র্জের মৃত্যু হলে তিনি ম্খার-ছু অঞ্চলে তিন বছর সাধনা করেন। এরপর তিনি বহু প্রতিকূলতা অতিক্রম করে জলন্ধর পৌঁছন। এই স্থানে বেশ কিছু দিন সাধনার পর তিনি লাহুলের মধ্য দিয়ে তিব্বত ফিরে আসেন। এরপর তিনি ফোম-ল্হা-খাব (ওয়াইলি: phom lha khab) নামক স্থানে তিন বছর ও নেপাল সীমান্তে র্গোদ-ত্শাং (ওয়াইলি: rgod tshang) নামক স্থানে সাত বছর সাধনা করেন।[১]

শেষ জীবন[সম্পাদনা]

র্গোদ-ত্শাং-পা-ম্গোন-পো-র্দো-র্জে শেষ জীবনে বেশ কয়েকটি বৌদ্ধবিহার নির্মাণ করেন। তিনি স্তোদ-'ব্রুগ নামক এক প্রথার প্রচলন করেন। এছাড়া তিনি তার অনুগামীদের উপদেশ দেন যাতে তারা বৌদ্ধ বিহারের সজ্জার জন্য অর্থ সংগ্রহ না করে সেই সময়ে একাকী সাধনায় মনোনিবেশ করেন। তার অন্যতম প্রধান শিষ্য ছিলেন ও-র্গ্যান-পা-রিন-ছেন-দ্পাল[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Martin, Dan (2008-08)। "Gotsangpa Gonpo Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-12-29  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরও পড়ুন[সম্পাদনা]

  • The crystal mirror of philosophical systems: A Tibetan study of Asian religious thought / Thuken Losang Chökyi Nyima; translated by Geshé Lhundub Sopa with E. Ann Chávez and Roger R. Jackson; special contributions by Michael Sweet and Leonard Zwilling; edited by Roger R. Jackson. Boston: Wisdom Publicatiaons; [Montreal]: In association with the Institute of Tibetan Classics, 2009. (web)
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 680–87.
  • Tucci, Giuseppe. 1971. “Travels of Tibetan Pilgrims in the Swat Valley.” In Opera Minora. Rome: Giovanni Bardi, pp. 373–83.
  • 唐景福: 中国藏传佛教名僧录: 甘肃民族出版社, ১৯৯১ (অনলাইন পড়ুন) (চীনা)
  • 拉科•益西多杰: 藏传佛教高僧传略, 青海人民出版社, ২০০৭ (অনলাইন) (চীনা)