রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಬೆಂಗಳೂರು
কর্মীবৃন্দ
অধিনায়কদক্ষিণ আফ্রিকা ফাফ দু প্লেসিস
কোচজিম্বাবুয়ে অ্যান্ডি ফ্লাওয়ার
মালিকইউনাইটেড স্পিরিটস
দলের তথ্য
শহরবেঙ্গালুরু, কর্ণাটক, ভারত
রংলালনীল
         
প্রতিষ্ঠা২০০৮ (2008)
স্বাগতিক মাঠএম. চিন্নাস্বামী স্টেডিয়াম
(ধারণক্ষমতা: ৩৬,৭৬০)
দাপ্তরিক ওয়েবসাইটroyalchallengers.com

রেগুলার কিট

গো গ্রিন ইনিশিয়েটিভ কিট

২০২৪-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (কন্নড়: ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಬೆಂಗಳೂರು; পূর্বতন নাম: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেঙ্গালুরু, কর্ণাটক ভিত্তিক ক্রিকেট প্রতিনিধিত্বকারী একটি দল। দলটি এখন পর্যন্ত তিন বার ফাইনাল খেলতে পেরেছে, যেখানে যথাক্রমে ২০০৯ ডেকান চার্জার্সের কাছে ২০১১ সালে চেন্নাই সুপার কিংস এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পরাজিত হয়। এছাড়াও দলটি ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি২০ প্রতিযোগীতায় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ হল বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম

বর্তমানে দলটির অধিনায়ক হিসেবে ফাফ দু প্লেসিস এবং সঞ্জয় বাঙ্গার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজয় মালিয়া দলটির মালিক।[১] এছাড়াও দলটির পরিচালক হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালিয়া।[২]

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম লোগো

মৌসুম[সম্পাদনা]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ[সম্পাদনা]

বছর চূড়ান্ত অবস্থান নোট
২০০৮ গ্রুপ পর্ব
২০০৯ রানার্স-আপ
২০১০ প্লে-অফ
২০১১ রানার্স-আপ
২০১২ গ্রুপ পর্ব
২০১৩ গ্রুপ পর্ব
২০১৪ গ্রুপ পর্ব
২০১৫ গ্রুপ পর্ব
২০১৬ রানার্স-আপ দলের পক্ষে মোট ৫টি শতরান হয় এই মৌসুমে।

কোহলি একাই ৪টি শতরান করেন।

২০১৭ গ্রুপ পর্ব
২০১৮ গ্রুপ পর্ব
২০১৯ গ্রুপ পর্ব
২০২০ প্লে-অফ
২০২১ প্লে-অফ
২০২২ প্লে-অফ
২০২৩ গ্রুপ পর্ব

প্রধান কোচ[সম্পাদনা]

অধিনায়ক[সম্পাদনা]

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক [৩]
খেলোয়াড় জাতীয়তা প্রথম শেষ খেলা বিজয়ী পরাজিত টাই নেরে জয়%
রাহুল দ্রাবিড়  ভারত ২০০৮ ২০০৮ ১৪ ১০ ২৮.৫৭
কেভিন পিটারসন  ইংল্যান্ড ২০০৯ ২০০৯ ৩৩.৩৩
অনিল কুম্বলে  ভারত ২০০৯ ২০১০ ৩৫ ১৯ ১৬ ৫৪.২৮
ড্যানিয়েল ভেট্টোরি  নিউজিল্যান্ড ২০১১ ২০১২ ২৮ ১৫ ১৩ ৫৩.৫৭
বিরাট কোহলি  ভারত ২০১২ ২০১৫ ৪০ ২১ ১৬ ৫২.৫০
শেন ওয়াটসন  অস্ট্রেলিয়া ২০১৭ ২০১৭

বর্তমান স্কোয়াড[সম্পাদনা]

অধিনায়ক[সম্পাদনা]

  1. ফাফ দু প্লেসিস

ভারতীয় খেলোয়াড়[সম্পাদনা]

ব্যাটসম্যান[সম্পাদনা]

  1. বিরাট কোহলি (দলের সবচেয়ে মূল্যবান ব্যাট্সমেন)
  2. দিনেশ কার্তিক
  3. উইল জ্যাকস
  4. সুয়াস প্রভুদেশাই
  5. রজত পাতিদার (দলের সবচেয়ে সুলভ ও নিয়মিত খেলোয়াড়)

উইকেট রক্ষক[সম্পাদনা]

  1. অনুজ রাউত

অল রাউন্ডার[সম্পাদনা]

  1. ক্যামেরন গ্রীন (দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়)
  2. গ্লেন ম্যাক্সওয়েল
  3. মহীপাল লোমরো
  4. মনোজ ভানডাযী
  5. উইল জ্যাকস্
  6. শনু যাদব

বোলার[সম্পাদনা]

  1. আলজারি জোসেফ (দলের সবচেয়ে মূল্যবান বোলার)
  2. মোহাম্মদ সিরাজ
  3. যশ দয়াল
  4. লকি ফার্গুসন
  5. কর্ণ শর্মা
  6. সিদ্ধার্থ কৌল
  7. আকাশ দীপ
  8. রিস টপলি
  9. রাজন কুমার
  10. অভিনাষ সিং
  11. হিমাংশু শর্মা

সম্ভাব্য প্রথম একাদশ[সম্পাদনা]

ক্রম নাম ভূমিকা বদলি অনুপস্থিতে
ফাফ দু প্লেসিস ওপেনিং বাটসমেন
বিরাট কোহলি বাটসমেন
রজত পাতিদার বাটসমেন
গ্লেন ম্যাক্সওয়েল অলরাউন্ডার
ক্যামেরন গ্রীন অলরাউন্ডার
অনুজ রাউত ব্যাট্সমেন উইকেটকিপার
দিনেশ কার্তিক ব্যাট্সমেন যশ দয়াল
মহিপাল লোমরর ব্যাট্সমেন যশ দয়াল কর্ণ শর্মা
আলজারি জোসেফ পেসার লকি ফার্গুসন / রিস টপলি
১০ মায়াঙ্ক ডাগর স্পিনার
১১ মোহাম্মদ সিরাজ পেসার

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুম[সম্পাদনা]

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর অগ্রসর
মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১৮ +১.১০৭ বাছাই ১-এ অগ্রসর
দিল্লি ক্যাপিটালস ১৪ ১৬ −০.১০৯
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১৪ +০.৬০৮ এলিমিনেটর-পর্বে অগ্রসর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪ ১৪ −০.১৭২
কলকাতা নাইট রাইডার্স ১৪ ১৪ −০.২১৪ বাতিল
কিংস এলেভেন পাঞ্জাব ১৪ ১২ −০.১৬২
চেন্নাই সুপার কিংস ১৪ ১২ −০.৪৫৫
রাজস্থান রয়্যালস ১৪ ১২ −০.৫৬৯
উৎস: আইপিএল২০
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট;

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ দলের সদস্যের প্রদর্শন[সম্পাদনা]

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাটিতে ম্যাচ[সম্পাদনা]

খেলোয়াড় মূল্য ক্রম মুম্বই ইন্ডিয়ান্স দুবাই রাজস্থান রয়্যালস আবুধাবি দিল্লি ক্যাপিটালস দুবাই কলকাতা নাইট রাইডার্স শারজা
দেবদূত পাদিক্কাল ০.২ কোটি ৫৪(৪০)-বোল্ট ৬৩(৪৫)-জোফরা ৪(৬)-অশ্বিন ৩২(২৩)-রাসেল
অ্যারন ফিঞ্চ ১ কোটি ৫২(৩৫)-বোল্ট ৮(৭)-গোপাল ১৩(১৪)-আক্সার ৪৭(৩৭)-কৃষ্ণা
বিরাট কোহলি ১৭ কোটি ৩(১১)-রাহুল ৭২(৫৩) ৪৩(৩৯)-রাবাডা ৩৩(২৮)
এবি ডি ভিলিয়ার্স ১১ কোটি ৫৫(২৪) ১২(১০) ৯(৬)-নোটজে ৭৩(৩৩)
মঈন আলী ১.৭ কোটি - - ১১(১৩)-আক্সার ও ১০.৫-শ্রেয়াস
শিবম দুবে ৫ কোটি ৫,৭ ২৭(১০) ১১(১২)-রাবাডা
ওয়াশিংটন সুন্দর ৩.২ কোটি ৩-রোহিত ১৭(১১)-রাবাডা ও ৫-রানা,মরগ্যান
ইসুরু উদানা ০.৫ কোটি ১১.২৫-সূর্য,ঈশান ১০.২৫-স্মিথ ,রায়ান ১(৩)-রাবাডা ও ১০-শিখর ৯.৫-রাসেল
নভদীপ সাইনি ৩ কোটি ১০.৭৫ ৯.২৫-বাটলার ১২(১২) ও ১৬ ৫.৬৭-বণ্টন
মোহাম্মদ সিরাজ ২.৬ কোটি ১০ - - ৫(৪)-নর্টেজে ও ৮.৫-পৃথিবী,রিষব ৮-ত্রিপাঠি
যুজবেন্দ্র চাহাল ৬ কোটি ১১ ১২-দে কক ৬-সানজু,উথাপ্পা,মহিপাল ০(০) ও ৯.৬৭ ৩-কার্তিক
ক্রিস মরিস ১০ কোটি - - - ৪.২৫-কামিন্স,নাগারকোটি
অ্যাডাম জাম্পা ১.৫ কোটি ১৩.২৫-হার্দিক -
গুরকীরাত সিং ০.৫ কোটি -
উমেশ যাদব ৪.২ কোটি

বিরোধী মাটিতে ম্যাচ[সম্পাদনা]

খেলোয়াড় মূল্য ক্রম সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাই কিংস এলেভেন পাঞ্জাব দুবাই/শারজা চেন্নাই সুপার কিংস দুবাই
দেবদূত পাদিক্কাল ০.২ কোটি ৫৬(৪২)-বিজয় ১(২)-কট্রেল ৩৩(৩৪)-ঠাকুর
অ্যারন ফিঞ্চ ১ কোটি ২৯(২৭)-অভিষেক ২০(২১)-বিষ্ণই ২(৯)-দীপক
বিরাট কোহলি ১৭ কোটি ৩,৪ ১৪(১৩)-নটরাজন ১(৫)-কটেল ৯০(৫২)
এবি ডি ভিলিয়ার্স ১১ কোটি ৪,৫ ৫১(৩০) ২৮(১৮)-মুরুগণ ০(২)-শার্দুল
জোস ফিলিপে ০.২ কোটি ৩,৬ ১(২) ০(৩)-শামি -
ওয়াশিংটন সুন্দর ৩.২ কোটি ৫,৬ ৩০(২৭)-বিষ্ণই ও ৬.৫ ১০(১০)-স্যাম ও ৫.৩৩-ওয়াটসন,ফাফ
শিবম দুবে ৫ কোটি ৫,৬,৭ ৭(৮) ও ৫-প্রিয়াম,মিচেল ১২(১২)-ম্যাক্সওয়েল ও ১১-পূরণ,ম্যাক্সওয়েল ২২(১৪) ও ১৪
উমেশ যাদব ৪.২ কোটি ১২ ০(২)-বিষ্ণই ও ১১.৬৭ -
নভদীপ সাইনি ৩ কোটি ৬.২৫-রাশিদ,ভুবনেশ্বর ৬(৭)-মুরুগণ ও ৯.২৫ ৪.৫
ডেল স্টেইন ২ কোটি ১০ ৯-সন্দ্বীপ ১(২) ও ১৪.২৫ -
যুজবেন্দ্র চাহাল ৬ কোটি ১১ ৪.৫-বিয়েরস্তো, মনীষ , বিজয় ১(৩)-মুরুগণ ও ৬.২৫-মায়াঙ্ক ৮.৭৫-ধোনি
ক্রিস মরিস ১০ কোটি - - ৪.৭৫-স্যাম,জাদেজা,ব্রাভো
ইসুরু উদানা ০.৫ কোটি - - ৭.৫-রায়ুডু
পার্থিব প্যাটেল ১.৭ কোটি
মনদীপ সিং ১.৪ কোটি
টিম সাউদি ১ কোটি
মোহাম্মদ সিরাজ ২.৬ কোটি

২০২১ আইপিএল[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
দিল্লি ক্যাপিটালস (৩য়) ১৪ ১০ ২০ +০.৪৮১ বাছাই ১-এ অগ্রসর।
চেন্নাই সুপার কিংস (চ্যা) ১৪ ১৮ +০.৪৫৫
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪র্থ) ১৪ ১৮ −০.১৪০ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
কলকাতা নাইট রাইডার্স (রা) ১৪ ১৪ +০.৫৮৭
মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১৪ +০.১১৬ বাতিল
পাঞ্জাব কিংস ১৪ ১২ −০.০০১
রাজস্থান রয়্যালস ১৪ ১০ −০.৯৯৩
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১১ −০.৫৪৫


২০২২ আইপিএল[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব গ্রুপ দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
বি গুজরাত টাইটান্স (চ্যা) ১৪ ১০ ২০ +০.৩১৬ বাছাই ১-এ অগ্রসর।
রাজস্থান রয়্যালস (রা) ১৪ ১৮ +০.২৯৮
লখনউ সুপার জায়ান্টস (৪র্থ) ১৪ ১৮ +০.২৫১ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩য়) ১৪ ১৬ −০.২৫৩
দিল্লি ক্যাপিটালস ১৪ ১৪ +০.২০৪
বি পাঞ্জাব কিংস ১৪ ১৪ +০.১২৬
কলকাতা নাইট রাইডার্স ১৪ ১২ +০.১৪৬
বি সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১২ −০.৩৭৯
বি চেন্নাই সুপার কিংস ১৪ ১০ −০.২০৩
১০ মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১০ −০.৫০৬
উৎস: IPLT20.com

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. G. Krishnan (২০ ফেব্রুয়ারি ২০০৮)। "Bangalore team named 'Royal Challengers'"Hindustan Times। India। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Jadeja hits it big in closely fought IPL 5 auction"The Hindu Business Line। ২৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫ 
  3. RCB Captains

বহিঃসংযোগ[সম্পাদনা]