মোহাম্মদ নুরুল কাদের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ নুরুল কাদের
জন্ম২ ডিসেম্বর ১৯৩৫
মৃত্যু১৩ সেপ্টেম্বর ১৯৯৮(1998-09-13) (বয়স ৬২)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামঝিলু
নাগরিকত্ব বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণউদ্যোক্তা এবং বাংলাদেশে শতভাগ-রপ্তানীমুখী গার্মেন্টস শিল্পের জনক
দাম্পত্য সঙ্গীরোকেয়া কাদের
সন্তান
পিতা-মাতা
  • আবদুল লতিফ খান (পিতা)
  • কুলসুম বেগম (মাতা)

মোহাম্মদ নুরুল কাদের (২ ডিসেম্বর, ১৯৩৫ - ১৩ সেপ্টেম্বর, ১৯৯৮) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশ সরকারের প্রথম সচিব, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম সংস্থাপন সচিব, উদ্যোক্তা এবং বাংলাদেশে শতভাগ-রপ্তানীমুখী গার্মেন্টস শিল্পের জনক ছিলেন। তিনি ব্যাক-টু-ব্যাক লেটার অব ক্রেডিট নামের আর্থিক সরঞ্জামের উদ্ভাবক ছিলেন।[১][২][৩][৪] ১৯৭৬ সালে তিনি উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম শতভাগ-রপ্তানীমুখী গার্মেন্টস "দেশ গার্মেন্টস"।[৫][৬][৭][৮][৯][১০]

জন্ম ও শৈশব[সম্পাদনা]

নুরুল কাদের খানের জন্ম তৎকালীন ঢাকা জেলার (এখনকার মুন্সীগঞ্জ জেলা) বিক্রমপুর মহকুমার টঙ্গিবাড়িতে। তার বাবার নাম আবদুল লতিফ খান এবং মায়ের নাম কুলসুম বেগম। জন্মের পর তার নাম রাখা হয় মোহাম্মদ নুরুল কাদের খান। ডাক নাম ছিল ঝিলু। ১৯৭১ সালে ঘাতক পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের কারণে ঘৃণাবশত নিজের নামের শেষাংশ খান নিজেই ছেঁটে দেন এবং তারপর থেকে মোহাম্মদ নুরুল কাদের এবং সংক্ষেপে নুরুল কাদের নামেই পরিচিতি পান।[৩] ছয় ভাইবোনের মধ্যে নুরুল কাদের ছিলেন সবার ছোট।[১১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

১৯৫০ সালে ঢাকার আরমানিটোলা সরকারি হাইস্কুল থেকে মেট্রিক (এখনকার এসএসসি) পাশ করেন নুরুল কাদের । এরপর ভর্তি হোন ঢাকা কলেজে। ঢাকা কলেজ থেকে ইন্টারিডিয়েট পাশ করে ১৯৫২ সালে নুরুল কাদের পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন। কিন্তু স্বাস্থ্যগত কারণে বিমান বাহিনী থেকে চলে আসেন। পরে ১৯৫৪ সালে সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকম ক্লাসে ভর্তি হোন।[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আবাসিক হল হয় ফজলুল হক মুসলিম হল

কর্মজীবন[সম্পাদনা]

নুরুল কাদের ১৯৬০ সালে তদানীন্তন পাকিস্তান সরকারের সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদানের পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হোন এবং ১৯৬১ সালে সরকারী কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে তিনি চাঁদপুরের মহকুমা প্রশাসক (এসডিও) হিসাবে যোগ দেন। চাঁদপুরে মহকুমা প্রশাসক হিসাবে তার কাজ অনেকেরই দৃষ্টিগোচর হয়। মহকুমা প্রশাসকের পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (রাজনৈতিক) হিসাবে বদলি হন। এরপর একটি বৃত্তি নিয়ে বিদেশ যান এবং ফিরে এসে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭০ সালে তাকে পাবনার জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রথম চেয়ারম্যান ছিলেন, যার আগে নাম ছিল ট্যুরিজম ব্যুরো। তিনি একে করপোরেশনে রূপান্তর করেন। তার নেতৃত্বেই কালিদাস কর্মকারের দ্বারা করপোরেশনের লোগোটি নকশা করা হয়।[১২]

স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ[সম্পাদনা]

১৯৭০ সালের শেষ দিকে নুরুল কাদের পাবনা জেলার জেলা প্রশাসক ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা পাবনা জেলা আক্রান্ত হওয়ার পর নুরুল কাদেরের নেতৃত্বে পাবনাকে বেশ কিছুদিন শত্রুমুক্ত রাখা হয়। ১৯৭১ সনে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শুকদেব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে নাইন মান্থস টু ফ্রিডম: দ্য স্টোরি অফ বাংলাদেশ (স্বাধীনতার নয় মাস: বাংলাদেশের গল্প) একটি তথ্য চিত্র নির্মাণ করেন। সেই তথ্যচিত্রের শুরুতেই রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধা নুরুল কাদেরের একটি সাক্ষাৎকার রয়েছে।[১৩] স্বাধীনতার পর নুরুল কাদের বাংলাদেশ সরকারের প্রথম সংস্থাপন সচিব হোন। পরে চাকরি ছেড়ে দিয়ে স্বেচ্ছা নির্বাসনে যান।

দেশ গ্রুপ প্রতিষ্ঠা[সম্পাদনা]

নূরুল কাদের ১৯৭৪ সালে দেশ গ্রুপ প্রতিষ্ঠা করেন। পরে, ১৯৭৭ সালের ২৭ ডিসেম্বর তিনি দেশ গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে কোরিয়ার দাইয়ু করপোরেশন বাংলাদেশ সরকারের কাছে উচ্চাভিলাসী জয়েন্ট ভেঞ্চারের কার্যক্রমের প্রস্তাব করে। তাদের প্রস্তাবিত সেক্টরগুলোর মধ্যে ছিল চাকা, চামড়াজাত পণ্য, সিমেন্ট ও তৈরি পোশাক (গার্মেন্টস)। বাংলাদেশ সরকার এর মধ্যে গার্মেন্টসকে সামনে রাখে। সেই সময় সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগ নিয়ে আলাপ হলেও শেষ পর্যন্ত নুরুল কাদেরের প্রস্তাব সরকার গ্রহণ করে।[১৪] সরকারে থাকার সময় বৈদেশিক ব্যবসার ধরন ধারণ সম্পর্কে নুরুল কাদেরের অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে বলে মনে করা হয়।[১৫] পরে ১৯৭৮ সালের ৪ জুলাই দেশ গার্মেন্টস ও দাইয়ু কর্পোরেশনের মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষরিত হয়।[১১] দেশ গার্মেন্টস ছিল বাংলাদেশের প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা এবং বাংলাদেশের বস্ত্রশিল্পের পথিকৃৎ। ১৯৮০-এর দশকের শুরুতে কারখানাটি দাইয়ু কর্পোরেশনে কাছ থেকে পোশাক বাণিজ্য সম্পর্কে জানতে দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণ করে। দেশ এজেন্সিস লিমিটেড, ১৯৭৮ সালে একটি ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং এজেন্সি হিসাবে প্রতিষ্ঠিত হয়।

দেশ রিয়েল এস্টেট লিমিটেড ১৯৮০ সালে ঢাকা ও চট্টগ্রামে শিল্প ভূমি বিকাশকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

জেঙ্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৯৮৮ সালে কার্ডবোর্ড বাক্সপ্রস্তুতকারক হিসাবে প্রতিষ্ঠিত হয়।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

১৯৭৩ সালে নুরুল কাদের বিবাহবন্ধনে আবদ্ধ হোন। নুরুল কাদের ও রোকেয়া কাদের দম্পতির এক ছেলে ও এক মেয়ে।

প্রকাশিত গ্রন্থসমূহ[সম্পাদনা]

ক্রমিক বইয়ের নাম প্রকাশকাল প্রকাশনা সংস্থা
একাত্তর আমার ১৯৯৯ সাহিত্য প্রকাশ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একাত্তর আমার", মোহাম্মাদ নুরুল কাদের (অনুলিখন : মোস্তফা হোসেইন), সাহিত্য প্রকাশ, ঢাকা, আগস্ট ১৯৯৯. সংস্করণ, কভার ফ্ল্যাপ
  2. "Entrepreneurs and Economic Development", মুনির কুদ্দুস এবং সেলিম রশিদ, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ২০০০, পৃ. ৬৬-৮০
  3. "শ্রদ্ধাঞ্জলি:নূরুল কাদের", আনিসুজ্জামান, দৈনিক প্রথম আলো সেপ্টেম্বর ১২, ২০১৩
  4. "নুরুল কাদের :এক অসাধারণ মানুষ", সালাহ্উদ্দিন আহেমদ, দৈনিক ইত্তেফাক, ১৩ সেপ্টেম্বর ২০১৩
  5. বাংলাদেশে তৈরি প্রথম শার্টের ইতিহাস। History of the first Made in Bangladesh Shirt, যমুনা টিভি, সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৫ – ইউটিউব-এর মাধ্যমে 
  6. "Remembering the pioneer of Bangladesh's Garment Industry"bgmea.com.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭ 
  7. "নুরুল কাদের :এক অসাধারণ মানুষ"archive.ittefaq.com.bd। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭ 
  8. প্রতিবেদক, নিজস্ব। "নূরুল কাদের"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৭ 
  9. "নূরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার পেলেন চার গুণী" 
  10. "বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পথিকৃৎ" 
  11. বিদিয়া অমৃত খান (১২ মার্চ ২০১৫)। "Desh Garments – A pioneer's gift to his country"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২০ 
  12. "Noorul Quader: Pioneer of Bangladesh's readymade garments"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৫ 
  13. "Nine Months to Freedom: The Story of Bangladesh [স্বাধীনতার নয় মাস: বাংলাদেশের গল্প]", এস. সুখদেব পরিচালিত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি তথ্যচিত্র।
  14. "Founder's Story"www.deshgroup.com। ২০২১-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৮ 
  15. "INDUSTRIAL STRATEGY AND ECONOMIC TRANSFORMATION: Lessons of five outstanding cases", আকিও হোসোনো ১, গবেষণা ইনস্টিটিউট, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, জাইকা / আইপিডি আফ্রিকা টাস্কফোর্স ইউকোহোমা সভার জন্য ওয়ার্কিং পেপার প্রস্তুতি, জাপান, ২-৩ জুন, ২০১৩

বহিঃসংযোগ[সম্পাদনা]