মুকুটমণিপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুকুটমণিপুর
মুকুটমণিপুর
স্থানাঙ্ক: ২২°৫৪′ উত্তর ৮৬°৪৮′ পূর্ব / ২২.৯° উত্তর ৮৬.৮° পূর্ব / 22.9; 86.8
ওয়েবসাইটbankura.gov.in/
মুকুটমণিপুরে কংসাবতী প্রকল্প

মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ও পর্যটনকেন্দ্র। ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামটি অবস্থিত।

কংসাবতী প্রকল্প[সম্পাদনা]

১৯৫৬ সালে, খাতড়া শহর থেকে ১২ কিলোমিটার দূরে মুকুটমণিপুরে একটি বিশালাকার জলাধার প্রকল্প গৃহীত হয়। এই জল প্রকল্প পশ্চিমবঙ্গের তদনীন্তন মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরহুগলি জেলার প্রায় ৮,০০০ বর্গকিলোমিটার এলাকায় জলসেচের জন্য এই প্রকল্প গৃহীত হয়।[১] জলাধার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বনগোপালপুর সংরক্ষিত বনাঞ্চল একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র।

পরিবহন[সম্পাদনা]

রেলপথে[সম্পাদনা]

নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বাঁকুড়া জংশন । যা ৫০ কিমি উত্তরে অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Statesman 7 September 2006"। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]