মির্জাপুর উপজেলা

স্থানাঙ্ক: ২৪°৬′৪৩″ উত্তর ৯০°৫′২৪″ পূর্ব / ২৪.১১১৯৪° উত্তর ৯০.০৯০০০° পূর্ব / 24.11194; 90.09000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মির্জাপুর
উপজেলা
মানচিত্রে মির্জাপুর উপজেলা
মানচিত্রে মির্জাপুর উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৬′৪৩″ উত্তর ৯০°৫′২৪″ পূর্ব / ২৪.১১১৯৪° উত্তর ৯০.০৯০০০° পূর্ব / 24.11194; 90.09000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাটাঙ্গাইল জেলা
এমপি
সরকার
 • সংসদ সদস্যখান আহমেদ শুভ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৩৭৩.৮৮ বর্গকিমি (১৪৪.৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৪,২৩,৭০৮
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৯৩ ৬৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মির্জাপুর বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা[২]

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

ঢাকা থেকে ৬৮ কিলোমিটার দূরে এবং টাংগাইল সদর থেকে ২৭ কিলোমিটার পূর্ব দিকে এ উপজেলাটির অবস্থান ২৪°০৬′৩০″ উত্তর ৯০°০৫′৩০″ পূর্ব / ২৪.১০৮৩° উত্তর ৯০.০৯১৭° পূর্ব / 24.1083; 90.0917। মির্জাপুর উপজেলার উত্তরে সখিপুর উপজেলা, দক্ষিণে ঢাকা জেলার ধামরাই উপজেলা, পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, পশ্চিমে দেলদুয়ার উপজেলা। মির্জাপুরকে বলা হয় উত্তরবংগের দরজা। ঢাকা থেকে টাংগাইল এর যে কোন উপজেলায় যাবার একমাত্র রাস্তাটি মির্জাপুরের উপর দিয়ে চলে গেছে। মির্জাপুরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী এবং দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা (মির্জাপুর নিয়ে মির্জাপুর উপজেলা গঠিত।

  1. গোড়াই ইউনিয়ন
  2. ফতেপুর ইউনিয়ন
  3. জামুর্কী ইউনিয়ন
  4. বানাইল ইউনিয়ন
  5. আনাইতারা ইউনিয়ন
  6. ভাতগ্রাম ইউনিয়ন
  7. ওয়ার্শী ইউনিয়ন
  8. বহুরিয়া ইউনিয়ন
  9. মহেড়া ইউনিয়ন
  10. তরফপুর ইউনিয়ন
  11. আজগানা ইউনিয়ন
  12. বাঁশতৈল ইউনিয়ন
  13. লতিফপুর ইউনিয়ন
  14. ভাওড়া ইউনিয়ন
  15. মির্জাপুর পৌরসভা

ইতিহাস[সম্পাদনা]

১৯৮২ সালে বাংলাদেশের প্রথম ‘‘উন্নীত থানা’’ হিসেবে তৎকালীন রাষ্ট্রপ্রধান এটি উদ্বোধন করেন।

শিক্ষা[সম্পাদনা]

মির্জাপুর শিক্ষার দিক দিয়ে শুধু টাংগাইল নয় বাংলাদেশের অন্যতম উপজেলা। এই উপজেলার সাক্ষরতার হার ৯১%ও শিক্ষার হার ৮৭%।

  • এটি দেশের এ ক্যাটাগরির উপজেলা

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ -

  • শাহীন ক্যাডেট স্কুল
  • গেড়ামারা সবুজ সেনা উচ্চ বিদ্যালয়
  • মা ফাতেম স্কুল এন্ড কলেজ
  • মির্জাপুর ক্যাডেট কলেজ
  • কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ
  • ভারতেশ্বরী হোমস্ (সারা বাংলাদেশে ১ টি)
  • মির্জাপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
  • মহিলা কলেজ
  • নতুন কহেলা কলেজ
  • বাঁশতৈল কলেজ
  • সারিয়াচড়া কলেজ
  • টেকনিক্যাল কলেজ
  • বানাইল উচ্চ বিদ্যালয়
  • হাড়িয়া উচ্চ বিদ্যালয়,
  • বানিয়ারা উচ্চ বিদ্যালয়,
  • মসদই উচ্চ বিদ্যালয়,
  • মির্জাপুর এস.কে পাইলট বালক উচ্চ বিদ্যালয়,
  • মির্জাপুর এস.কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
  • দেওহাটা এ, জে উচ্চ বিদ্যালয়,
  • মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়,
  • বন্দ্য কাওয়ালজানী খাদেম আলী উচ্চ বিদ্যালয় আরও অনেক ।
  • উয়ার্শী পাইক পাড়া এম ইয়াছিন এন্ড ইউনুছ খান উচ্চবিদ্যালয়।
  • উয়ার্শী বালিকা উচ্চবিদ্যালয়।
  • সিয়াম একাডেমী স্কুল উয়ার্শী।

অর্থনীতি[সম্পাদনা]

গত দুই দশক ধরে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে বেশ কিছু ভারি শিল্প কারখানা গড়ে উঠেছে।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মির্জাপুর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. মির্জাপুর পরিচিতি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]