মার্টিন স্কোরসেজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্টিন স্কোরসেজি
২০১০ সালে কান চলচ্চিত্র উৎসব এ স্কোরসেজি
জন্ম (1942-11-17) ১৭ নভেম্বর ১৯৪২ (বয়স ৮১)
মাতৃশিক্ষায়তননিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৬৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীলারাইনে মারি ব্রেনান (১৯৬৫–১৯৭১)
জুলিয়া ক্যামেরুন (১৯৭৬-১৯৭৭)
ইসাবেলা রোসেলিনি (১৯৭৯–১৯৮২)
বারবারা ডি ফিনা (১৯৮৫–১৯৯১)
হেলেন শ্চের্মের্হন মরিস (১৯৯৯–বর্তমান)
সন্তান
পিতা-মাতাচার্লস স্কোরসেজি (পিতা)
ক্যাথরিন স্কোরসেজি (মাতা)

মার্টিন স্কোরসেজি[১] (পূর্ণ নাম: Martin Marcantonio Luciano Scorsese ইংরেজি উচ্চারণ: মার্টিন মার্ক্যান্টোনিও লুচিয়নো স্করসেসি,[২] ইতালীয় উচ্চারণ: মার্তিন মার্কান্তোনিও লুচানো স্কোরসেজি)[ক] (জন্ম নভেম্বর ১৭ ১৯৪২)[৩][৪][৫][৬] একজন জনপ্রিয় ও বিখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্দেশক। স্কোরসেজির কাজের ধারা মূলত ইতালীয়-মার্কিন অস্তিত্ব, পাপবোধ আর মুক্তির ক্যাথলিক ধারণা, পৌরষবোধ আর আমেরিকার সমাজব্যবস্থায় সন্ত্রাসের প্রভাব সংশ্লিষ্ট। তিনি সমালোচকদের মাঝে তার চলচ্চিত্র নির্দেশনার জন্য প্রশংসিত।

অস্কারজয়ী এই বিখ্যাত চলচ্চিত্র নির্দেশককে বিশ্বযুদ্ধ-পরবর্তি সব চলচ্চিত্র নির্দেশকদের মাঝে একজন অন্যতম প্রধান ও প্রভাবশালী নির্দেশক হিসেবে গণ্য করা হয়। তিনি ২০০৬ সালে একাডেমি পুরস্কার লাভ করেন। সবচেয়ে বেশি একাডেমি পুরস্কারে মনোনীত জীবিত পরিচালকদের মধ্যে তিনি প্রথম এবং সামগ্রিক ভাবে পরিচালকদের মধ্যে মনোনয়ন জন্য বিলি ওয়াইল্ডার এর সাথে তিনি দ্বিতীয়।

বন্ধু জর্জ লুকাস, ফ্রান্সিস ফোর্ড কপোলা, স্টিভেন স্পিলবার্গব্রায়ান ডি পালমাদের সাথে হলিউড নিউ ওয়েব সিনেমার সৃষ্টির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের একজন মার্টিন স্কোরসেজি। ১৯৯০ সালে তিনি চলচ্চিত্র ফাউন্ডেশন, একটি অলাভজনক চলচ্চিত্র সংরক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং ২০০৭ সালে তিনি বিশ্ব চলচ্চিত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই) আজীবন সম্মাননা পুরস্কার, শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার (অস্কার), কান চলচ্চিত্র উৎসবস্বর্ণপাম এবং শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার, সিলভার লায়ন, গ্র্যামি পুরস্কার, এমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার এবং ডিরেক্টর গিল্ড অব আমেরিকা পুরস্কার লাভ করেছেন।

বন্ধু রবার্ট ডি নিরো এর সাথে ভালো বোঝা-পড়া থাকায় শিল্পগুণে সমৃদ্ধ বহু চলচ্চিত্র উপহার দিয়েছে এই পরিচালক-অভিনেতা জুটি। সিনেমা ইতিহাসের অন্যতম সেরা চলচ্চিত্র ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী চরম অস্থির সময় নিয়ে ট্যাক্সি ড্রাইভার এবং ১৯৮০ সালের আমেরিকান সাদাকালো জীবনী নির্ভর স্পোর্টস ড্রামা রেজিং বুল

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

২০০৫ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে (বাম থেকে) সালভো কুসিয়া, স্কোরসেজি এবং ভিত্তোরিও দে সেতা

স্কোরসেজি ১৯৪২ সালের ১৭ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের নিউ ইয়র্ক সিটির কুইন্স শহরে জন্মগ্রহণ করেন। তার স্কুলে যাওয়ার পূর্বে তার পরিবার ম্যানহাটনের লিটল ইতালিতে চলে যায়।[৭] তার পিতা চার্লস স্কোরসেজি এবং মাতা ক্যাথরিন স্কোরসেজি (জন্ম কাপ্পা) দুজনেই নিউ ইয়র্কের ম্যানহাটনের গার্মেন্ট জেলায় কাজ করতেন। তার পিতা অভিনেতা এবং মাতা অভিনেত্রী ছিলেন।[৮] মার্টিনের পিতার পিতা-মাতাগণ সিসিলির পালের্মো অঙ্গরাজ্যের পলিজ্জি জেনেরোসা থেকে অভিবাসিত হয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং তার মায়ের পিতা-মাতাগণও পালের্মো থেকে বা আরও নির্দিষ্ট করে সিমিন্না থেকে আসেন। মার্টিন ক্যাথলিক পরিবেশে বড় হয়ে উঠেন।[৩] বাল্যকালে তার শ্বাসকষ্ট থাকায় তিনি অন্য বাচ্চাদের সাথে কোন খেলায় বা অন্য কোন কাজে অংশ নিতে পারতেন না। এজন্য তার পিতা-মাতা এবং তার বড় ভাই তাকে চলচ্চিত্র দেখতে নিয়ে যেতেন। এই সময়ে তার চলচ্চিত্রের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। কৈশোরে ব্রোক্সে থাকাকালীন তিনি একটি দোকান থেকে পাওয়েল ও প্রেসবার্গার পরিচালিত দ্য টেলস অব হফম্যান চলচ্চিত্রের রিল ভাড়া নিতেন। ঐ দোকানে এই ছবির একটি রিলই ছিল। স্কোরসেজি ঐ দোকান থেকে এই ছবির রিল ভাড়া নেওয়া দু'জনে একজন। এছাড়া তিনি পরে জর্জ এ রোমেরোর নাইট অব দ্য লিভিং ডেড ছবির রিল ভাড়া নিতেন।[৯]

ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব এ স্কোরসেজি, ২০০৭।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

স্কোরসেজি পাঁচ বার বিবাহ করেন। তার প্রথম স্ত্রী লারাইনে মারি ব্রেনান, তাদের এক কন্যা ক্যাথরিন। ১৯৭৬ সালে তিনি লেখিকা জুলিয়া ক্যামেরনকে বিয়ে করেন, তাদের এক কন্যা ডোমেনিকা ক্যামেরন স্করসেসি। ডোমেনিকা একজন অভিনেত্রী এবং তিনি দি এজ অব ইনোসেন্স চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ক্যামেরনের সাথে তার বৈবাহিক সম্পর্ক ঠিকে মাত্র এক বছর। তাদের কন্যা কেপ ফেয়ার চলচ্চিত্রে ডোমেনিকা স্করসেসি নামে অভিনয় করেন এবং পরবর্তীতে অভিনয় করা, লেখা, পরিচালনা করা ও প্রযোজনা করা চালিয়ে যান।[১০] স্কোরসেজি ১৯৭৯ সালে অভিনেত্রী ইসাবেলা রোজেলিনিকে বিয়ে করেন এবং ১৯৮৩ সালের তাদের বিচ্ছেদ হয়।[১১] তিনি পরে ১৯৮৫ সালে প্রযোজক বারবারা দে ফিনাকে বিয়ে করেন। তাদের বিচ্ছেদ হয় ১৯৯১ সালে। স্কোরসেজি পরে ১৯৯৯ সালে হেলেন শ্চের্মের্হর্ন মরিসকে বিয়ে করেন। তাদের এক কন্যা ফ্রান্সেস্কা। তিনি দ্য ডিপার্টেডদি অ্যাভিয়েটর চলচ্চিত্রে অভিনয় করেন।

স্কোরসেজি নিউ ইয়র্ক সিটিতে বাস করেন। তিনি বলেন, "আমি বিচ্যুত ক্যাথলিক। কিন্তু আমি রোমান ক্যাথলিক, এ থেকে বের হওয়ার কোন উপায় নেই।"[১২] ২০১০ সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করে যে স্কোরসেজি ডেভিড লিঞ্চ ফাউন্ডেশনের উদ্যোগে ১০,০০০ বয়োজ্যেষ্ঠ সৈন্যকে অতীন্দ্রিয় ধ্যানের মাধ্যমে পোস্টট্রমেটিক স্ট্রস ডিজঅর্ডার থেকে মুক্তি পেতে সাহায্য করবেন,[১৩] এবং স্কোরসেজি গণমাধ্যমকে জানান যে তিনি নিজেও অতীন্দ্রিয় ধ্যানের অনুশীলন করেন।[১৪]

প্রিয় চলচ্চিত্র[সম্পাদনা]

২০১২ সালের সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের জরিপে সমসাময়িক চলচ্চিত্র পরিচালকদের তাদের প্রিয় ১০টি চলচ্চিত্র নির্বাচন করতে বলা হয়। এই জরিপে স্কোরসেজির পছন্দের ১২টি চলচ্চিত্র হল:[১৫]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্রের শিরোনাম ভূমিকা টীকা রটেন টম্যাটোস[১৬]
১৯৬৭ হুজ দ্যাট নকিং অ্যাট মাই ডোর পরিচালক/লেখক ৭১%
১৯৭২ বক্সকার বার্থা পরিচালক ৪৫%
১৯৭৩ মিন স্ট্রিট পরিচালক/লেখক/প্রযোজক ৯৮%
১৯৭৪ অ্যালিস ডাজন্ট লিভ হিয়ার অ্যানিমোর পরিচালক মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার ৯১%
১৯৭৬ ট্যাক্সি ড্রাইভার পরিচালক/অভিনেতা মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার ৯৮%
১৯৭৭ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক পরিচালক ৬৭%
১৯৮০ রেজিং বুল পরিচালক মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
৯৭%
১৯৮৩ দ্য কিং অব কমেডি পরিচালক মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার ৮৯%
১৯৮৫ আফটার আউয়ার্স পরিচালক বিজয়ী: কান চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার ৮৯%
১৯৮৬ দ্য কালার অব মানি পরিচালক ৯০%
১৯৮৮ দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট পরিচালক মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার ৮২%
১৯৯০ গুডফেলাস পরিচালক/প্রযোজক/লেখক বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
বিজয়ী: শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার
মনোনীত:
শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা চিত্রনাট্য)
৯৬%
১৯৯১ কেপ ফেয়ার পরিচালক ৭৬%
১৯৯৩ দি এজ অব ইনোসেন্স পরিচালক/লেখক মনোনীত: শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
৮০%
১৯৯৫ ক্যাসিনো পরিচালক/লেখক মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র) ৮০%
১৯৯৭ কুনদুন পরিচালক ৭৬%
১৯৯৯ ব্রিংগিং আউট দ্য ডেড পরিচালক ৭১%
২০০২ গ্যাংস অফ নিউ ইয়র্ক পরিচালক বিজয়ী: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
৭৫%
২০০৪ দি অ্যাভিয়েটর পরিচালক মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
৮৭%
২০০৬ দ্য ডিপার্টেড পরিচালক বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
বিজয়ী: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
৯১%
২০১০ শাটার আইল্যান্ড পরিচালক/প্রযোজক ৬৮%
২০১১ হুগো পরিচালক/প্রযোজক বিজয়ী: গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
৯৪%
২০১৩ দ্য উল্‌ফ অফ ওয়াল স্ট্রিট পরিচালক/প্রযোজক মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
৭৭%
২০১৬ সাইলেন্স পরিচালক/প্রযোজক/লেখক মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
৮৫%
২০১৮ দি আইরিসম্যান পরিচালক/প্রযোজক আসন্ন মুক্তি

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. তার নামের নিজস্ব উচ্চারণ হল স্করসেসি (/skɔːrˈsɛsi/ skor-SESS-ee), কিন্তু যুক্তরাষ্ট্রে জনগণের কাছে তার স্করসেইজি (/skɔːrˈszi/ skor-SAYZ-ee) নামটি ব্যবহৃত হয়। তার নামের সঠিক ইতালীয় উচ্চারণ হল স্কোরসেজি ([skorˈseːze])।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "#83 Royal Descents, Notable Kin, and Printed Sources: A Third Set of Ten Hollywood Figures (or Groups Thereof), with a Coda on Two Directors" (ইংরেজি ভাষায়)। Americanancestors.org। নভেম্বর ২২, ২০১১। মে ২৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  2. হক, জনি (২৫ জুলাই ২০১৭)। "যেসব তারকার নামের উচ্চারণ ভুল করেন অনেকে!"বাংলা ট্রিবিউন। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  3. "Martin Scorsese" (ইংরেজি ভাষায়)। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  4. "Martin Scorsese: Telling Stories through Film" (ইংরেজি ভাষায়)। দ্য ওয়াশিংটন টাইমস। নভেম্বর ৩০, ২০০৭। 
  5. Adams, Veronika। Martin Scorseseগুগলবুকস (ইংরেজি ভাষায়)। Ebook.GD Publishing। আইএসবিএন 1-61323-010-9। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  6. Wernblad, Annette (২০১০)। The Passion of Martin Scorsese: A Critical Study of the Filmsগুগলবুকস (ইংরেজি ভাষায়)। McFarland। পৃষ্ঠা 14। আইএসবিএন 0-7864-4946-2। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  7. "Martin Scorsese Biography" (ইংরেজি ভাষায়)। National Endowment for the Humanities। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  8. "Martin Scorsese Biography (1942–2011)" (ইংরেজি ভাষায়)। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  9. "Romero – master of the macabre" (ইংরেজি ভাষায়)। Eye for Film। ২০১৫-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  10. Malkin, Marc (এপ্রিল ১৬, ২০০৭)। "Scorsese's Family Business" (ইংরেজি ভাষায়)। ই!। এপ্রিল ২০, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৭ 
  11. Halpern, Dan (এপ্রিল ৩০, ২০০৬)। "Interview: Isabella Rossellini – Daddy's girl" (ইংরেজি ভাষায়)। দ্য গার্ডিয়ান। এপ্রিল ১৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৭ 
  12. After Image: The Incredible Catholic Imagination of Six Catholic American Filmmakers, Robert A. Blake, Loyola Press, 2000, p. 25
  13. "Filmmaker Introduces Veterans to Meditation"দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ইংরেজি ভাষায়)। নভেম্বর ২৬, ২০১০। ফেব্রুয়ারি ২২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৭ 
  14. Hoffman, Claire (ফেব্রুয়ারি ২২, ২০১৩)। "David Lynch Is Back … as a Guru of Transcendental Meditation"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ডিসেম্বর ১৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৭ 
  15. "Martin Scorsese's Picks for 2012 Sight and Sound Polls"Bfi.org.uk (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৭ 
  16. "Martin Scorsese - Rotten Tomatoes"রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৬, ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]