মাপিমি সাইলেন্ট জোন

স্থানাঙ্ক: Maps ২৬°৪১′২৯″ উত্তর ১০৩°৪৪′৪৪″ পশ্চিম / ২৬.৬৯১৩৯° উত্তর ১০৩.৭৪৫৫৬° পশ্চিম / 26.69139; -103.74556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইলেন্ট জোন
লা জোনা দেল সাইলেন্সিও
বর্ননা
অন্যনামত্রয়ী শীর্ষবিন্দু
দেশ মেক্সিকো
শহরমাপিমি বাইয়োসপেরি রিজার্ভ
স্থানাঙ্কMaps ২৬°৪১′২৯″ উত্তর ১০৩°৪৪′৪৪″ পশ্চিম / ২৬.৬৯১৩৯° উত্তর ১০৩.৭৪৫৫৬° পশ্চিম / 26.69139; -103.74556
ভূখণ্ডপর্বতময় গুল্মকৃষি
মালিকানামাপিমি পৌরসভা

মাপিমি সাইলেন্ট জোন বা নীরব ভূমি (স্পেনীয়: লা জোনা দেল সাইলেন্সিও) হলো মেক্সিকোতে অবস্থিত একটি জনপ্রিয় মরুভূমি অঞ্চল। এটি মেক্সিকোর বোলসন দে মাপিমির কাছাকাছি মাপিমি বাইয়োসপেরি রিজার্ভে অবস্থিত। এই স্থানটি নিয়ে বিদেশী অনেক কল্পকাহিনী প্রচলিত রয়েছে। কল্পকাহিনীমতে, এ অঞ্চলে বেতার তরঙ্গ কাজ করে না এবং কোন চলন্ত গাড়ির ইঞ্জিন হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৭০ সালের জুলাইয়ে গ্রীন নদীর কাছে ইউএস মিলিটারি বেস থেকে অ্যাথেনা নামক একটি মিসাইল পরীক্ষার জন্য হুয়াইট সেন্ডস মিসাইল রেঞ্জের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় কিন্তু মিসাইলটি নিয়ন্ত্রণ হারায় এবং মাপিমি মরুভূমি এলাকায় ভূপতিত হয়। রকেটটি কোবলেট আইসোটোপ বহনের জন্য দুটি ছোট কনন্টেইনার বহন করছিল। ইতোমধ্যে, বিশেজ্ঞদের একটি দল রকেটটির পতিত হওয়ার স্থানটি পরিদর্শনে আসে এবং অনুসন্ধান চলে তিন সপ্তাহ পর্যন্ত। অবশেষে রকেটটি পাওয়া যায় এবং ধ্বংসাবশেষ বহনের জন্য ছোট একটি রাস্তা তৈরি করা হয়। মার্কিন সেনাদের উদ্ধার তৎপরতার সময়ই মূলত বেতার তরঙ্গ ও অন্যান্য কাহিনীগুলো জনপ্রিয়তা অর্জন করে।[১][২]

গবেষকদের মতে কোন অজানা শক্তি মিসাইলটি ধ্বংস করেছে অথবা ইউএস মিলিটারির আন্ডারগ্রাউন্ড থেকে নিয়ন্ত্রণ করে মিসাইলটি এখানে পতিত করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Eckles, Jim। "The Athena That Got Away"। White Sands Missile Range। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Kaus, Andrea। "The Zone Of Silence of northern Mexico - scientific marvel or just fiction?"। MexConnect। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১১