মগনলাল মেঘরাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মগনলাল মেঘরাজ বাংলা সাহিত্যে নেগেটিভ চরিত্রগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ চরিত্র। [১] ফেলুদার অন্যতম আইকনিক চরিত্র। [২] ফেলুদার ভাষায় তার সবচেয়ে শ্রেষ্ঠ শত্রু। ফেলুদা মোট তিনটি কাহিনীতে তার মোকাবিলা করেন। জয় বাবা ফেলুনাথ, যত কাণ্ড কাঠমান্ডুতে ছাড়া গোলাপী মুক্তা রহস্য কাহিনীতে এসেছেন মগনলাল প্রধান অপরাধীর ভূমিকায়। সত্যজিৎ রায়ের পরিচালনায় জয় বাবা ফেলুনাথ চলচ্চিত্রে মগনলাল মেঘরাজের ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত। টেলিসিরিয়ালে মোহন আগাসে এই ভূমিকায় অভিনয় করেন যত কাণ্ড কাঠমান্ডুতে ও গোলাপী মুক্তা রহস্য উপন্যাসে। এই টেলিছবির পরিচালক ছিলেন সন্দীপ রায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বঙ্কুবাবু থেকে ফেলুদা, সত্যজিতের সৃষ্ট কিছু কালজয়ী চরিত্র"ETV Bharat News। ২০২২-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ 
  2. "সৃজিতের ফেলুদা সিরিজে 'মগনলাল মেঘরাজ' খরাজ"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২