ব্স্তান-পা'ই-ন্যি-মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: bstan pa'i nyi ma) (১৮৫৭-১৯২৫) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় স্কু-শোগ্স-দ্গে-মাং-রিন-পো-ছে (ওয়াইলি: sku shogs dge mang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্স্তান-পা'ই-ন্যি-মা ১৮৫৭ খ্রিষ্টাব্দে তিব্বতের লাসা শহরে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে (ওয়াইলি: mi 'gyur nam mkha'i rdo rje) নামক চতুর্থ র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা তাকে র্গ্যাল-স্রাস-গ্ঝান-ফান-ম্থা'-য়াস-'ওদ-জের (ওয়াইলি: rgyal sras gzhan phan mtha' yas 'od zer) নামক প্রথম স্কু-শোগ্স-দ্গে-মাং-রিন-পো-ছে (ওয়াইলি: sku shogs dge mang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। তিনি দ্পাল-স্প্রুল-ও-র্গ্যান-'জিগ্স-মেদ-ছোস-ক্যি-দ্বাং-পো (ওয়াইলি: dpal sprul o rgyan 'jigs med chos kyi dbang po), পদ্মবজ্র প্রভৃতি বিখ্যাত লামাদের নিকট শিক্ষালাভ করেন। কুড়ি বছর বয়সে পদ্মবজ্র তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (মে ২০১২)। "The Second Gemang, Tenpai Nyima"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২২ 
পূর্বসূরী
র্গ্যাল-স্রাস-গ্ঝান-ফান-ম্থা'-য়াস-'ওদ-জের
ব্স্তান-পা'ই-ন্যি-মা
দ্বিতীয় স্কু-শোগ্স-দ্গে-মাং-রিন-পো-ছে
উত্তরসূরী
গার-দ্বাং-লাস-রাব-গ্লিং-পা