ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস-রাব-র্গ্যাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস-রাব-র্গ্যাস (ওয়াইলি: blo bzang bkra shis rab rgyas) (১৮১৪-১৮৭৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় ব্সে-ত্শাং রিন-পো-ছে (ওয়াইলি: bse tshang rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস-রাব-র্গ্যাস ১৮১৪ খ্রিষ্টাব্দে তিব্বতের রেব-গোং (ওয়াইলি: reb gong) নামক স্থানে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি রোং-বো এবং ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে শিক্ষালাভ করেন। ১৮৪২ খ্রিষ্টাব্দে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমস্নগ মহাবিদ্যালয়ে ভর্তি হন। এই সময় তিনি অষ্টম পাঞ্চেন লামা এবং ব্লো-ব্জাং-ল্হুন-গ্রুব (ওয়াইলি: blo bzang lhun grub) নামক চুয়াত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা তাকে শিক্ষাপ্রদান করেন। ১৮৪৩ খ্রিষ্টাব্দে তাকে নমেনহান উপাধি প্রদান করা হয়। ১৮৭৯ খ্রিষ্টাব্দে মঙ্গোলিয়ার আলাশান নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dorje, Sonam (2013-01)। "The Third Setsang, Lobzang Tashi Rabgye"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-07-17  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্ব্যাংস-ব্ক্রা-শিস
ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস-রাব-র্গ্যাস
তৃতীয় ব্সে-ত্শাং রিন-পো-ছে
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ব্ক্রা-শিস-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান