ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-নাম-ম্খা'

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-নাম-ম্খা' (ওয়াইলি: blo bzang 'jigs med nam mkha) (১৭৬৮-১৮২২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় জাম-ত্শা-গ্সের-খ্রি (ওয়াইলি: zam tsha gser khri) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-নাম-ম্খা' ১৭৬৮ খ্রিষ্টাব্দে তিব্বতের দক্ষিণ আমদো অঞ্চলের 'বা'-স্কার-ছেন-থাং (ওয়াইলি: 'ba' skar chen thang) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঙ্গাগ-দ্বাং-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: ngag dbang bstan 'dzin) এবং মাতার নাম ছিল মা-মা (ওয়াইলি: ma ma)। নয় বছর বয়সে দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো (ওয়াইলি: dkon mchog 'jigs med dbang po) নামক দ্বিতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam-dbyangs bzhad-pa) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। তিনি ১৭৮০ খ্রিষ্টাব্দে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে ভর্তি হয়ে ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ওয়াইলি: bsod nams grags pa) নামক এই বিহারের সপ্তদশ প্রধানের নিকট শিক্ষালাভ করেন। এই সময় তিনি র্মোগ-রি (ওয়াইলি: rmog ri) নামক স্থানে দ্গা'-ল্দান-ব্যাম্স-'ফেল-গ্লিং (ওয়াইলি: dgon dga' ldan byams 'phel gling) বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। ১৭৮৭ খ্রিষ্টাব্দে দ্কোন-ম্ছোগ-'জিগ্স-মেদ-দ্বাং-পো তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৯০ খ্রিষ্টাব্দে তিনি ত্শা-গান-বে-শিং (ওয়াইলি: tsha gan be shing) নামক স্থানে একটি বৌদ্ধবিহার স্থাপন করেন এবং আট বছর এই বিহারের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র্ঙ্গা-বা-স্গো-মাং (ওয়াইলি: rnga ba sgo mang) এবং দ্মু-দ্গে-ব্ক্রা-শিস-'খোর-লো (ওয়াইলি: dmu dge bkra shis 'khor lo) নামক দুইটি বিহারেরও প্রধান ছিলেন। ১৭৯৮ খ্রিষ্টাব্দে তিনি এই সমস্ত বিহারের প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করে চীন যাত্রা করেন। ১৮০৯ খ্রিষ্টাব্দে তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারে র্গ্যাল-বা-সেং-গে'ই-ঙ্গা-রো (ওয়াইলি: rgyal ba seng ge'i nga ro) মন্দির নির্মাণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Second Zamtsa Sertri, Lobzang Jigme Namkha"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৪ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো
ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-নাম-ম্খা'
দ্বিতীয় জাম-ত্শা-গ্সের-খ্রি
উত্তরসূরী
ব্লো-ব্জাং-'ফ্রিন-লাস-র্গ্যা-ম্ত্শো