ব্রায়ান ম্যাকক্লেয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রায়ান ম্যাকক্লেয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ব্রায়ান জন ম্যাকক্লেয়ার
মাঠে অবস্থান ফরোয়ার্ড (অবসরপ্রাপ্ত)
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড (যুব অ্যাকাডেমি পরিচালক)
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮১-১৯৮৩
১৯৮৩-১৯৮৭
১৯৮৭-১৯৯৮
১৯৯৮
মাদারওয়েল
সেল্টিক
ম্যানচেস্টার ইউনাইটেড
মাদারওয়েল
0৪০ (১৫)
১৪৫ (৯৯)
৩৫৫ (৮৮)
0১১ 0(০)
জাতীয় দল
১৯৮৪-১৯৯৯ স্কটল্যান্ড ৩০ (২)
পরিচালিত দল
১৯৯৮-১৯৯৯
২০০৬-
ব্ল্যাকবার্ন রোভার্স (সহকারী)
ম্যানচেস্টার ইউনাইটেড (যুব অ্যাকাডেমি পরিচালক)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ব্রায়ান জন ম্যকক্লেয়ার (জন্ম ডিসেম্বর ৮ ১৯৬৩, বেলশিল, স্কটল্যান্ড) একজন সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, যিনি স্ট্রাইকার হিসেবে প্রায় এগার-বছর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে খেলেছেন। এছাড়া বিখ্যাত স্কটিশ দল সেল্টিক ও মাদারওয়েলের হয়েও তিনি মাঠ কাপিয়েছেন। তার ডাকনাম চক্কি কারণ তার নামের শেষাংশ ম্যাকক্লেয়ারের সাথে চকোলেট এক্লেয়ার্সের ছন্দময় মিল রয়েছে।

ব্রায়ান বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব অ্যাকাডেমির পরিচালক। এছাড়া রিজার্ভ দলের কোচ চলে যাওয়ার পর তিনি এ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বহিঃসংযোগ[সম্পাদনা]