ব্যবহারকারী আলাপ:Rafaell Russell

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ সৃষ্টিকরণ[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী, উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ সৃষ্টিকরণ/সৈয়দপুর ইউনিয়ন পাতাটিকে মূল নামস্থানে সড়িয়ে নিয়েছিলেন কিন্তু নিবন্ধটি এক লাইনের (তথ্যছক, বহিসংযোগ, হেডার ইত্যাদি কাউন্ট করা হয় না)। বাংলা উইকিতে আমরা এরকম ছোট নিবন্ধ তৈরিতে অনুৎসাহিত করে থাকি। তাই আমি অনুরোধ করব নিবন্ধে যথেষ্ঠ পরিমান তথ্য যুক্ত করার পরই মূল নামস্থানে সড়িয়ে নেওয়ার জন্য তার পূর্বে নয় (তানাহলে ছোট নিবন্ধ হিসেবে অপসারণ করা হতে পারে)। অনুগ্রহ করে দমে যাবেন না, সম্পাদনা চালিয়ে যান। আসলে বাংলা উইকিতে ব্যবহারকারী অনেক কম তাই কেউ নিবন্ধ শুরু করলে তাকেই মূলত স্টার্টিংটা করে দিতে হয় যথেষ্ঠ কন্টেন্ট দিয়ে। এমনিতেই আপনি দেখবেন অনেক ইউনিয়নের নিবন্ধ রয়েছে ছোট ছোট, তাই নতুন করে আর খালি নিবন্ধের সংখ্যা বাড়িয়ে কি লাভ বলেন। কোন সাহায্যের প্রয়োজন হলে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১২:৩৫, ২৩ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সরাসরি নিবন্ধ তৈরি করুন![সম্পাদনা]

প্রিয় রাসেল, আপনি উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ সৃষ্টিকরণ/[পাতার নাম] অথবা /খেলাঘর‎ ব্যাবহার করে পাতা তৈরি না করে, সরাসরি নিবন্ধ তৈরি করুন। উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ সৃষ্টিকরণ/ প্রকল্প পাতা মূলত নতুন ব্যবহারকারীদের জন্যে, যেখানে পাতা তৈরি করে জমা দেয়া হয়, এরপর অন্য উইকিপিডিয়ান তা পর্যালোচনা করেন। নতুন নিবন্ধ যদি একবারে শেষ করতে না পারেন তাহলে, নিবন্ধে কাজ চলাকালীন সময়ে {{কাজ চলছে}} টেমপ্লেট নিবন্ধের শুরুতে যোগ করুন, এতে বোঝা যাবে নিবন্ধটি পরিবর্ধন অবস্থায় রয়েছে। নিবন্ধ লেখা শেষ হলে {{কাজ চলছে}} লেখা সরিয়ে নিন। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্যে ধন্যবাদ। চালিয়ে যান, কাজ ভালো হচ্ছে। --মহীন রীয়াদ (আলাপ) ২০:২৩, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় মহীন, অনেকেই খেলাঘরেও নিবন্ধ শুরু করে পরে সরাসরি নিবন্ধ তৈরী করেন। আমার মনে হয়, এতে অসুবিধার কিছু নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:৪৪, ৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নিজের খেলাঘরে নিবন্ধ তৈরি করতে নিষেধ !!!!! -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১২, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় বোধিসত্ত্ব এবং নাহিদ, অবশ্যই এতে অসুবিধার কিছু নেই। আমি ঠিক খেলাঘরে নিবন্ধ তৈরির বিরোধী নই। বলতে চেয়েছি, তিনি চাইলেই সরাসরি নিবন্ধ তৈরি করতে পারেন {{কাজ চলছে}} টেমপ্লেট যুক্ত করে। এতে অন্যান্য সম্পাদকরাও অংশগ্রহণ করতে পারেন। তাছাড়া তাঁর কাজও ভালো হচ্ছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৫:১৮, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা[সম্পাদনা]

আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৯:১৪, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ ১৪২১[সম্পাদনা]

আপনাকে আমার পক্ষ থেকে নববর্ষের রঙিন শুভেচ্ছা! নতুন বছর ভরে উঠুক জীবনানন্দে, হয়ে উঠুক মনের মতো। শুভ নববর্ষ!

--মহীন রীয়াদ (আলাপ) ২১:০৭, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:১৯, ২১ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]

হ্যালো Rafaell Russell, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অসাধারণ নবাগত পদক![সম্পাদনা]

অসাধারণ নবাগত পদক
এই ব্যবহারকারী নবাগত হয়েও বিভিন্ন বিষয়ের নিবন্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই কাজের স্বীকৃতি সরূপ তাকে অসাধারণ নবাগত পদক দেওয়া হলো। --মহীন রীয়াদ (আলাপ) ১১:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কাজ চলছে!‌‌[সম্পাদনা]

প্রিয় রাসেল, কেমন আছেন? উইকিসম্মিলনে আসছেন তো? আর একটা কথা, পল নিউম্যান নিবন্ধে অনেকদিন হলো কাজ চলছে ট্যাগ লাগানো রয়েছে। তাই একটু মনে করিয়ে দেয়া। শুভকামনা রইলো। --মহীন রীয়াদ (আলাপ) ০৬:৪১, ১০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

গত ২৬দিন আগে থেকে কাজ চলছে ট্যাগ লাগানো রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন এবং ট্যাগটি সরিয়ে নিন। --নাসির খান সৈকতআলাপ ১৭:০২, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বর্তমানে নিবন্ধটির সকল কিছু ইংরেজিতে লেখা, একটি বাংলা শব্দও নেই! এই পদ্ধতিতে কোনো নিবন্ধ শুরু না করার পরামর্শ দিচ্ছি। অতিদ্রুত নিবন্ধটির নূন্যতম ২টি অনুচ্ছেদ অনুবাদ করুন এবং ইংরেজিতে লেখা অন্যাান্য তথ্যগুলো সরিয়ে ফেলুন। --নাসির খান সৈকতআলাপ ১৭:১৮, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি[সম্পাদনা]

ট্যাগ অপসারণ[সম্পাদনা]

প্রিয় রাসেল, আপনার তৈরি পল নিউম্যান নিবন্ধের পরিবর্ধন বা বড় কোনো পুণর্গঠনের কাজ হয়ে গেলে; অনুগ্রহ করে, '''{{কাজ চলছে}}''' ট্যাগটি সরিয়ে ফেলুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:৪৫, ২১ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক অধিকার[সম্পাদনা]

আপনার আবেদনের ভিত্তিতে আপনাকে রোলব্যাক অধিকার প্রদান করা হয়েছে। আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে অব্যাহতভাবে গঠনমূলক উন্নয়ন, অবদান রাখার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। রোলব্যাকার হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:২২, ২৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Rafaell Russell। উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সিভিল ইঞ্জিনিয়ারিং পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৭:২৩, ৭ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৩, ৭ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

this is test--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৪, ১৩ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাধুবাদ[সম্পাদনা]

হে উইকিপিডিয়ান, আপনার পদচারণায় (আক্ষরিক অর্থে অঙ্গুলীচারণায়) বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠুক এই আমার প্রত্যাশা। চমৎকার সব নিবন্ধ তৈরী করায় আপনাকে সাধুবাদ জানাচ্ছি। ফেদৌ (টক শো) ১১:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যবেক্ষক[সম্পাদনা]

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "পরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের সীমাবদ্ধতাসহ সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

আব্দুল কাদের মোল্লা প্রবন্ধে আমার সরবরাহকৃত সাক্ষর অপসারন প্রসঙ্গে![সম্পাদনা]

আব্দুল কাদের মোল্লা পেইজে আমি যে সাক্ষরটি সরবরাহ করেছিলাম সেটি কেন সরিয়ে দিয়েছেন এব্যাপারে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ।

আব্দুল কাদের মোল্লার পাতায় যে স্বাক্ষর যোগ করেছেন তার আসলে কোন তথ্যসূত্র দেননি, তাই অপসারণ করা হল। --রাফায়েল রাসেল (আলাপ) ০৬:৩৭, ১৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে![সম্পাদনা]

প্রিয় Rafaell Russell, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info@wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

A tag has been placed on চিত্র:মধুবালা.jpg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F2 of the criteria for speedy deletion, because it is an image page for a missing or corrupt image or an empty image description page for a Commons-hosted image.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ১২:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

কমন্সে File:Madhubala in the 1949 film Dulari.jpg নামে এই ছবিটি থাকায় উইকিপিডিয়ায় রাখার প্রয়োজন পড়ে না। --মহীন রীয়াদ (আলাপ) ১২:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সহযোগিতাই কাম্য[সম্পাদনা]

প্রথমেই ভুলটা সংশোধনের জন্য অন্তরিকভাবে ধন্যবাদ ।অনেকেই আছে প্রতিহিংসামূলক কাজ করে ।যেমন ভুল সংশোধন না করে পাতা অপসারণ করে । উইকিপিডিয়া তো মানুষই সম্পাদন করে তাই একটু ভুল হলে শুধরে দিবেন ভাই । ধন্যবাদ । (Pritom (আলাপ) ০৭:১৭, ১৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি))[উত্তর দিন]

প্রথম আলো সম্পাদকের ক্ষমা চাওয়ার তথ্যসূত্র কেন অপসারন করলেন[সম্পাদনা]

প্রিয় রাসেল, প্রথম আলোর সম্পাদক ইসলামের নবী সংক্রান্ত বিতর্কে যে ক্ষমা চেয়েছিলেন সেই তথ্য সূত্র আপনি বাতিল করেছেন। এছাড়াও ঐ সম্পাদেরক রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অ্যাাফিলিয়েশন আপনি অপসারন করেছেন। অনুগ্রহ করে জানাবেন এর কারন। একই সাথে আপনি নয়াদিগন্ত পত্রিকায় আবার জামায়াতে ইসলামীকে রাজনৈতিক অ্যাাফিলিয়েশন হিসাবে যোগ করেছেন। আপনার এই এডিট দুটি আপনার রাজনৈতিক মত দ্বারা প্রভাবিত এবং পক্ষপাতদুষ্ট।

জনাব, বাংলাউইকিপিডিয়ায় আপনার সচেতনতার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার আগ্রহের বিষয় এই দুটি জায়গাতে বলেই আমার মনে হয়েছে। প্রথম আলো নিবন্ধের অই তথ্যসূত্র অপ্রাসঙ্গিক যা এই বক্তব্যের সাথে যায় না। আপনি তথ্যসূত্র রয়েছে এমন সম্পাদনা বাদ দিয়েছেন, যা উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে সম্পাদনায় সতর্ক হবেন আশা করি। উল্লেখ্যঃ "আপনার এই এডিট দুটি আপনার রাজনৈতিক মত দ্বারা প্রভাবিত এবং পক্ষপাতদুষ্ট।" আর এই বাক্যবন্দে আপনার বক্তব্য উইকিপিডিয়ার এই নীতির বিরুদ্ধ।--রাফায়েল রাসেল (আলাপ) ০৭:০৬, ১৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক[সম্পাদনা]

সুপ্রিয় মুঘল-ই-আজম নিবন্ধের তথ্যসূত্র উদ্দৃতি ঠিক ছিলনা, যার ফলে আমি ট্যাগ লাগিয়েছিলাম। আপনি সেটিকে রিভার্ট করলেন। উইকিপিডিয়ার নীতিমালা ভঙ্গ করে কেন এমন কাজটি করলেন জানতে পারি কি? অনুগ্রহপূর্বক রোলব্যাক টুলটির অপব্যাবহার করবেননা।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:২৭, ২৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর[সম্পাদনা]

সুপ্রিয়, মুঘল-ই-আজম নিবন্ধটি ইংরেজিতে ভাল নিবন্ধ, আমি বাংলায় এটি পরিপূর্ণ করার চেষ্টা করছি সময় পেলেই, এটা নিবন্ধের ইতিহাস পর্যালোচনা করলেই বোঝা যায়, যেহেতু এটির অন্যতম উন্নয়নকারী আমি; তাই ট্যাগের অর্থ যে, তথ্যসূত্র উদ্দৃতি সম্পর্কে সচেতন করা তা বুঝতে পেরে আপনাকে ধন্যবাদ জানালাম। আপনার মতো অভিজ্ঞ ব্যবহারকারী এটাকে অন্যভাবে নেবেন তা বুঝি নাই। আর আমার কাজ সম্পর্কে আপনার সচেতনতার জন্য ধন্যবাদ আবারো।--রাফায়েল রাসেল (আলাপ) ১৮:০৯, ২৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৮, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পেঁয়াজ গম্বুজ নিবন্ধে সিদ্ধান্ত প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় Russell; আপনি উইকিপিডিয়া ১৫ ভালো নিবন্ধ অনুবাদ প্রতিযোগিতাতে আমার একটি নিবন্ধ পেঁয়াজ গম্বুজ পর্যালোচনা করেছেন এবং কোন সিদ্ধান্ত প্রদান করেননি। আপনার সিদ্ধান্ত কাম্য - --রাজু (আলাপ) ০৯:২৪, ৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় @ রাজু, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেব।

এশীয় মাস পদক[সম্পাদনা]

এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৫, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র[সম্পাদনা]

https://bn.wikipedia.org/wiki/%E0%A6%8F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE#cite_note-13 উইকি বলছে এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। কিন্তু আমি তথ্যসূত্র যোগ করেছি, সমস্যাটা কোথায় ?

ধন্যবাদ, আমি তো দেখলাম তথ্যসূত্র ঠিক আছ, একজন ব্যবহাকারী তা ঠিক করে দিয়েছেন কি সমস্যা ছিল তা জানতে [এখানে ক্লিক করুন]

Image:উইলিয়াম ওয়াইলার.jpg-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

Image Copyright problem
Image Copyright problem

Image:উইলিয়াম ওয়াইলার.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ২১:৩৫, ৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

লাইসেন্স ঠিক করা হয়েছে--রাফায়েল রাসেল (আলাপ) ০৪:১৯, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ও জানতে চাই??[সম্পাদনা]

ধন্যবাদ আপনাকে আমার গোস্ট_স্টোরিস_(ম্যাগাজিন) অনুবাদকৃত নিবন্ধে কিছু সংশোধনী আনার জন্য।

নিবন্ধ অনুবাদ করতে গিয়ে যে সমস্যাগুলো সমাধান করতে পারছি না তার মধ্যে কিছু-

  • কিছু ফূটনোটে লাল রঙের এরর দেখায় কিন্তু সংশোধন করার মত কোন কনটেন্ট থাকে না যেমন- স্ট্রেঞ্জ_ষ্টোরিস এ ৫ নং দেখুন
  • টেবিল এ কিছু লিখতে গেলে ফরম্যাট নষ্ট হয়ে যায়।
  • বিষয় শ্রেণী সমূহ যোগ হয় না।

উল্লেখ্য আমি অনুবাদের সময় উইজার্ড ব্যবহার করি।

উইজার্ড ব্যবহার করা সমস্যা না, যদি লক্ষ্য করে থাকেন তবে দেখবেন আপনার সমস্যা অন্য একজন ব্যবহারকারী ঠিক করে দিচ্ছেন, যেমন- স্ট্রেঞ্জ_ষ্টোরিস এ ৫ নং দেখুন, ঠিক হয়ে গেছে কিন্তু। সম্পাদনার ইতিহাস লক্ষ্য করলেই আপনি ব্যাপারটা বুঝবেন। আর টেবিল ফরম্যাট কপি করার সময় সম্পূর্ণ কপি করলেই চলবে আর ভালো হয় যদি আপনি সংরক্ষণের আগে প্রাকদর্শন দেখলে এতে সমস্যা কিছুটা মিটবে। সবচেয়ে বড় কথা কাজ চালিয়ে যান সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার সম্পাদনা আনন্দময় হোক।--রাফায়েল রাসেল (আলাপ) ১২:৩২, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনায় দ্বৈততা[সম্পাদনা]

রাসেল ভাই, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি উইকিপিডিয়া ১৫-এর নিবন্ধ পর্যালোচনা টেবিলে স্ট্রেঞ্জ স্টোরিস নিবন্ধকে আপনি পর্যালোচনা করবেন বলে স্বাক্ষর করে রেখেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আমি সেটা খেয়াল করিনি এবং পর্যালোচনা করে ফেলেছি। পরে পর্যালোচনা টেবিলে সিদ্ধান্ত দিতে গিয়ে দেখি আপনার স্বাক্ষর! আমি একান্তই দুঃখিত। আশা করি কিছু মনে করেননি (আর নিবন্ধটি গৃহীত হবে, তবে আমি সিদ্ধান্ত যুক্ত করিনি)। --অংকন (আলাপ) ০৯:০৬, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অংকন , তোমাকেও শুভকামনা; ভালই হলো কাজটা শেষ হলো! সিদ্ধান্ত আমি যুক্ত করছি না, তুমি স্বাক্ষর করে যুক্ত করে দাও। না হলে কিন্তু কিছু মনে করে ফেলতেও পারি। ;)--রাফায়েল রাসেল (আলাপ) ১১:৪৮, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
না না! আমি যুক্ত করে দিচ্ছি ভাইয়া! :P --অংকন (আলাপ) ০৮:২৯, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Rafaell Russell,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বিজয় দিবসের শুভেচ্ছা[সম্পাদনা]

প্রিয়, Rafaell Russell

বিজয় দিবসের শুভেচ্চগা
বিজয় দিবসের শুভেচ্চগা

বিজয় দিবসের শুভেচ্ছা!
আজকে ১৬ ডিসেম্বর। আজকের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই আমাদের জন্য এই দিন গুরুত্বপূর্ণ। তাই সকলের জন্য এই দিনের জন্য প্রাণ ভরা শুভেচ্ছা।

-- Sethtalk০৬:০৪, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

আমার নিবন্ধগুলো কি গৃহীত হবে না?[সম্পাদনা]

গৃহীত হচ্ছে না দেখে, নতুন অনুবাদের আগ্রহ পাচ্ছি না।

আপনি সম্পাদনা চালিয়ে যান, নিবন্ধ অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে ফলাফল পাওয়া যাবে।--রাফায়েল রাসেল (আলাপ) ০৩:৫২, ২৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অনেকদিন যাবত আমার তৈরি কয়েকটি অনুবাদিত পাতা পর্যালোচনা টেবিলে নেয়া হলেও একটিও গৃহীত অথবা বাতিল কোনটিই করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে, আমার পরে জমাদানকৃত অনেক অনেক পাতা পর্যালোচিত হয়েছে। এতে আমি নতুন কোনো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছি। আমার অনুবাদিত পাতাগুলি কি পর্যালোচনা করা হবে না? অনুগ্রহপূর্বক আমার অনুবাদিত পাতাগুলি পর্যালোচিত হলে খুশি হব। আমার প্রশ্নের যথাযথ উত্তর পাব আশা রেখে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি। -- Mesbah013 (আলাপ) ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

সুপ্রিয়, হতাশ হওয়ার কোন কারণ নেই, আপনার সব নিবন্ধ অবশ্যই পর্যালোচিত হবে, এটা একটি প্রতিযোগিতা তাই একটু সময় লাগছে; আশাকরি আপনার আগামী দিনের সম্পাদনা আরও সমৃদ্ধ হবে, ভালো থাকবেন।--রাফায়েল রাসেল (আলাপ) ০৬:২৭, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সহায়তা প্রয়োজন[সম্পাদনা]

ভেস্টগ্রেনসা (স্টেশন) পাতাটিতে "পাদটীকা"তে ইংরেজি পাতার "Footnotes" এর (Reflist|group=note) কমান্ডের কোনো বাংলা কমান্ড আছে কি? থাকলে আমাকে দয়া করে জানালে উপকৃত হব।

এই কমান্ডগুলি ইংরেজি যেমন আছে তেমনই থাকবে, বাংলা করার প্রয়োজন নেই। ধন্যবাদ। --রাফায়েল রাসেল (আলাপ) ০৭:০২, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

জিজ্ঞাসা[সম্পাদনা]

আপনি আমার শ্রী টেমাসেক নিবন্ধটি পর্যালোচনা করেছেন। দয়া করে নিবন্ধটি গৃহীত হয়েছে কিনা জানাবেন।ধন্যবাদ। অজয় দাশ (আলাপ) ১৫:০৯, ১০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার অনুবাদ বেশ ভালো হয়েছে, বিষয়ও চমৎকার; আগামীর সম্পাদনা আনন্দময় হোক, ধন্যবাদ।--রাফায়েল রাসেল (আলাপ) ০৬:০২, ১১ জানুয়ারি ২০১৬

আমি লক্ষ্য করেছি যে, আমার এক বন্ধুর অনুবাদিত নিবন্ধ গৃহীত হবার পর তাকে একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছে। কিন্তু আমার অনুবাদিত নিবন্ধগুলো বেশ কয়েকদিন পূর্বে গৃহীত হলেও আমি কোনো ফর্ম পূরণ করার জন্য বার্তা পাইনি। এখন আমি কি করতে পারি?--Mesbah013 (আলাপ) ১২:৩৭, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@Mesbah: ধন্যবাদ; আপনি ফর্মটি পেয়ে যাবেন দ্রুত।--রাফায়েল রাসেল (আলাপ) ১৩:৫২, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পদক প্রাপ্তি[সম্পাদনা]

সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:২৭, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া ১৫ অনুবাদ প্রতিযোগিতা[সম্পাদনা]

Rafaell Russell, উইকিপিডিয়ার ১৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুবাদ প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য স্বাগতম ! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে আপনার ব্যবহারকারী পাতায়

এই ব্যবহারকারী উইকিপিডিয়ার ১৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুবাদ প্রতিযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ায় বিশেষ অবদান রেখেছেন!
টেমপ্লেট লাগাতে পারেন। এ জন্য আপনার ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া ১৫ অনুবাদক}} টেমেপ্লেট লাগাতে পারেন।  যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর  করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে।  আশা করি একজন উইকিপিডিয়ান হিসাবে উইকিপিডিয়া উপভোগ করবেন!

ধন্যবাদান্তে-- শাহাদাত সায়েম (আলাপ) ০৭:০৯, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

আপনার জন্য এক গ্লাস বিয়ার![সম্পাদনা]

প্রিয়, উইকিপিডিয়া বাস্তব জগতের অধিক নয়; তবুও আপনার ব্যস্ততম সময়ের মাঝে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে ও উইকিমিডিয়া আন্দোলনে আপনার দৃষ্টিপাত আরও সহায়ক হয়ে উঠবে আশা রাখি। বিয়ার পান করে একটু চিয়ার করে নিন! ~ মহীন (আলাপ) ১০:৩৫, ১৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ জানানো ও সাহায্য প্রসঙ্গ[সম্পাদনা]

প্রিয় রাসেল ভাই, ১৯৫০-এর বরিশাল দাঙ্গা সঙ্কলনটি মোটামুটি শেষ হয়েছে।কিন্তু কোন ভাবেই রেলওয়ে গণহত্যা টেম্পলেটটি যুক্ত করতে পারছিলাম না।সে কাজটি আপনি করে দিয়েছেন দেখে খুব ভাল লেগেছে।আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি জানতে চাই ওটা কি ভাবে করতে হয়।আপনার হাতে সময় থাকলে কোন এক সময়ে একটু দেখিয়ে দিলে খুব খুশি হব।আবারও ধন্যবাদ।Ovijatrik (আলাপ) ০৩:১৭, ২৫ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Montazur Rahman Akbar[সম্পাদনা]

বাংলা ও ইংলিশ দুইটি উইকি একটু গোছায়ে দিবেন https://en.wikipedia.org/wiki/Montazur_Rahman_Akbar

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]

সুপ্রিয় Rafaell Russell,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার শুরু করা নিবন্ধটি বর্তমানে ভালো নিবন্ধ হিসেবে নির্বাচিত এবং এর সারাংশ উইকিপিডিয়ার প্রধান পাতার ভালো নিবন্ধ অংশে প্রদর্শিত হবে। আপনার উইকি সম্পাদনা আনন্দের হোক। অন দ্য ইন্টারনেট, নোবডি নোস ইউ আর অ্যা ডগ হল একটি প্রবচন যা পিটার স্টেইনারের একটি ব্যঙ্গচিত্রের ক্যাপশন হিসেবে প্রথম প্রকাশিত হয়েছিল জুলাই ৫, ১৯৯৩ সালে দ্য নিউ ইয়র্কার সাময়িকীতে। ব্যঙ্গচিত্রটিতে দেখা যায় একটি কুকুর কম্পিউটারের সামনে চেয়ারে বসে, ক্যাপশনে লেখা প্রবচনটি বলছে মেঝেতে বসে থাকা অন্য একটি কুকুরকে উদ্দেশ্য করে। ২০১১ সালে স্টেইনারের এই ব্যঙ্গচিত্র নিউ ইয়র্কার পেনেলের হিসেব মতে অজস্রবার পুনঃমুদ্রিত হয়েছিল, যার ফলে স্টেইনারের আয় ইউএস$৫০,০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। এক সময় ইন্টারনেট ছিল শুধুমাত্র সরকারি আমলা, প্রকৌশলী আর জ্ঞানতাত্ত্বিকদের কাজের ক্ষেত্র, বর্তমানে এটি যে জনসাধারণের অন্যতম আগ্রহের বিষয় তা দ্য নিউ ইয়র্কার সাময়িকীর আলোচনা থেকে অণুমেয়। লোটাস সফটওয়ারের প্রতিষ্ঠাতা ও অগ্রগণ্য ইন্টারনেট কর্মী মিচ কাপুরের উদ্ধৃতি দিয়ে ১৯৯৩ সালে টাইম সাময়িকী একটি নিবন্ধে বর্ণনা করে যে, দুইটি কুকুরের কথোপকথনের এই ব্যঙ্গচিত্রটি নিউ ইয়র্কারে প্রকাশের পর একটি বিষয় আরও স্পষ্ট হল যে, জনপ্রিয়তা ছাড়িয়ে এই ইস্যু এখন গণমানুষের আগ্রহের বিষয় হিসেবে স্থান করে নিয়েছে। (বাকি অংশ পড়ুন...) ~ মহীন (আলাপ) ১৭:০০, ১১ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিআড্ডা চট্টগ্রাম, মার্চ ২০১৯[সম্পাদনা]

সুপ্রিয় Rafaell Russell,
আগ্রামী ২৯ মার্চ ২০১৯, চট্টগ্রামের উইকিপিডিয়ানদের দশম উইকিমিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় আয়োজিত উইকিপিডিয়ানদের এই আড্ডা সকলের জন্য উন্মুক্ত। বিস্তারিত দেখুন আড্ডার পাতায়
আপনাকে আড্ডায় আমন্ত্রণ এবং এখানে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হচ্ছে।
ধন্যবাদ। ‍‍‍‍~মহীন (আলাপ) ১৮:৩১, ২৭ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


সুপ্রিয় Rafaell Russell,
শুভেচ্ছা নিবেন, এই রমজান মাসে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের জন্য উইকিপিডিয়া অনলাইন এডিটাথন রমজান-এর আয়োজন করা হয়েছে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍~SHEKH (বার্তা) ১৮:০০, ৮ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


ঈদ শুভেচ্ছা[সম্পাদনা]

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Rafaell Russell,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Rafaell Russell,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে আজ, ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
রাজীব

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল কলের পর প্রতিক্রিয়া[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করে ছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের সবাইকে পরবর্তী আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। আমাদের আলোচনার উপর ভিক্তি করে আপনাদেরকে এই ফর্মটি পূরণ করার মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রতিক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা অংশগ্রহণ করেননি, এমনকি নিয়মিত, অ-নিয়মিত এবং নতুন ব্যবহারকারীদেরও জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ!

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

জনি (আলাপ) বৃহস্পতিবার ১৮:১১, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন)[সম্পাদনা]

বৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)[সম্পাদনা]

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ[সম্পাদনা]

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Rafaell Russell,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Rafaell Russell,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]