ব্ক্রা-শিস-দ্পাল-ব্র্ত্সেগ্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্ক্রা-শিস-দ্পাল-ব্র্ত্সেগ্স

ব্ক্রা-শিস-দ্পাল-ব্র্ত্সেগ্স (ওয়াইলি: bkra shis dpal brtsegs) (১৩৫৯-১৪২৪) স্তাগ-লুং-থাং বৌদ্ধবিহারের নবম প্রধান ছিলেন।

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

ব্ক্রা-শিস-দ্পাল-ব্র্ত্সেগ্স ১৩৫৯ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কুন-দ্গা'-ব্শেস-গ্ন্যেন (ওয়াইলি: kun dga' bshes gnyen) এবং মাতার নাম ছিল 'জাম-দ্পাল-স্ক্যিদ (ওয়াইলি: 'jam dpal skyid)। এগারো বছর বয়সে তিনি রিন-ছেন-দ্পাল-বা (ওয়াইলি: rin chen dpal ba) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট চক্রসম্বর, কালচক্রহেবজ্র তন্ত্র সম্বন্ধে অধ্যয়ন করেন। সতেরো বছর বয়সে তিনি নাম-ম্খা'-দ্পাল-ব্জাং (ওয়াইলি: nam mkha' dpal bzang) নামক স্তাগ-লুং-থাং বৌদ্ধবিহারের অষ্টম প্রধানের নিকট দীক্ষা নেন এবং ছেদ সাধনামার্গফল সম্বন্ধে অধ্যয়ন করেন। পরের বছর তিনি ঐ বিহারের পরবর্তী প্রধান নির্বাচিত হন। দুই বছর পরে তিনি লাসা শহরে ব্যাং-ছুব-র্ত্সে-মো (ওয়াইলি: byang chub rtse mo) নামক ভিক্ষুর নিকট ভিক্ষুর শপথ এবং কালচক্রচক্রসম্বর তন্ত্র সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। এই সময় তিনি গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: grags pa rgyal mtshan) নামক তিব্বতী অনুবাদকের নিকট কালচক্রগুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে শিক্ষাদান করেন। পরবর্তীকালে র্বা-স্গ্রেংস বৌদ্ধবিহারে থেগ-ছেন-ছোস-র্জে-কুন-দ্গা'-ব্ক্রা-শিস (ওয়াইলি: theg chen chos rje kun dga' bkra shis) নামক সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পন্ডিতের নিকট হতে তিনি নৈরাত্মা ও নিগুমার ছয় যোগ সম্বন্ধে জ্ঞানলাভ করেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের ধর্মীয় শাসকদের সঙ্গে নবপ্রতিষ্ঠিত ফাগ-মো-গ্রু-পা রাজবংশের বিরোধে ব্ক্রা-শিস-দ্পাল-ব্র্ত্সেগ্স মধ্যস্থতা করার চেষ্টা করেন। এছাড়া মেন-ঝাং (ওয়াইলি: men zhang) নামক স্থানের অধিবাসীদের নরবলি বা মে-খোর (ওয়াইলি: me 'khor) প্রথা নিষিদ্ধ করতে তিনি সক্ষম হন। তার জীবনের অন্তিম বছরে মঙ্গোল সম্রাট তাকে গুওশি (國史) উপাধি দান করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (2009-11)। "The Ninth Taklung Tripa, Tashi Peltsek"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-29  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন[সম্পাদনা]

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 638.
  • van der Kuijp, Leonard W. J. 2000. “On the Fifteenth Century Lho rong chos 'byung by Rta tshag Tshe dbang rgyal and Its Importance for Tibetan Political and Religious History.” In Aspects of Tibetan History edited by R. Vitali and T. Tsering. Special issue, Lungta 14: 57-76, p. 66.
পূর্বসূরী
নাম-ম্খা'-দ্পাল-ব্জাং
ব্ক্রা-শিস-দ্পাল-ব্র্ত্সেগ্স
স্তাগ-লুং-থাং বৌদ্ধবিহারের নবম প্রধান
উত্তরসূরী
স্তাগ-লুং-ঝ্বা-দ্মার-ব্যাং-ছুব-র্গ্যা-ম্ত্শো