বেনডো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেনডো
অন্য যে নামে পরিচিতBando thaing
উৎপত্তির দেশ মায়ানমার
বিখ্যাত অনুশীলনকারীPye Thein, Maung Gyi
অলিম্পিক খেলাno

বেনডো (বর্মী: ဗန်တို, উচ্চারিত: [bàɴdò]) প্রতিরক্ষামূলক খেলা যা গড়ে উঠেছে বিভিন্ন জীবজন্তুর কৌশলের মাধ্যমে। এই শব্দের প্রারম্ভিক অর্থ ছিল নিজস্ব নিয়মানুবর্তিতা, নিজস্ব বিকাশ এবং নিজস্ব উন্নয়ন।[তথ্যসূত্র প্রয়োজন] পরে এটির অর্থ দাড়িয়েছে নিজস্ব রক্ষা এবং প্রতিরক্ষা। বেনডোকে ভুলবশত সব বার্মিজ মার্শাল আর্টের জাতিগত অর্থ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এটি প্রকৃতপক্ষে একটি বিধিবিধান ছাড়া কিছু নয়।

অনুশীলন[সম্পাদনা]

ঈগল স্টাইল

অন্যান্য এশিয়ান মার্শাল আর্টের মতো, বেনডো স্কুল তাদের শিক্ষা শুরু করে মৌলিক দাঁড়ানো এবং পায়ের কাজে জোর দিয়ে। প্রাথমিক ধাপের অনুশীলন কয়েক মাস ধরে চলে কোন কোন সময় তা বছরে গিয়ে দারায়, যা নির্ভর করে শিক্ষক অথবা পদ্ধতির উপর। দ্বিতীয় ধাপের অনুশীলনে ঠেকানো শিখান হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  • Ba Than (Gyi), Manual of the Bando discipline, National Bando Association, Burma, 1946–68
  • Maung Gyi, Bando, philosophy, principles et practice, IST edition, 2000
  • Maung Gyi, Burmese bando boxing, Ed. R.Maxwell, Baltimore, 1978

বহিঃসংযোগ[সম্পাদনা]