বিষয়শ্রেণী আলোচনা:বাংলাদেশের বিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিদ্যালয় vs উচ্চ বিদ্যালয়[সম্পাদনা]

@আফতাবুজ্জামান, @Yahya, @Al Riaz Uddin Ripon ভাই। এই বিষয়শ্রেণী ও বিষয়শ্রেণী:বাংলাদেশের উচ্চ বিদ্যালয় বিষয়শ্রেণীর পার্থক্য কি?? আমার মনে হয় উচ্চ বিদ্যালয়ের বিষয়শ্রেণীকে এখানে পুনর্নির্দেশ করা উচিত। আর বিষয়শ্রেণী:বাংলাদেশের স্কুল এন্ড কলেজ নামে একটি বিষয়শ্রেণী তৈরি করা দরকার। Deloar Akram (আলাপঅবদানলগ) ২১:৩৭, ১৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বিষয়শ্রেণীর দরকার নেই। বিদ্যালয়কে বিদ্যালয়ের বিষয়শ্রেণী আর কলেজকে কলেজের বিষয়শ্রেণীতে যোগ করলে হল। কোনও প্রতিষ্ঠান একইসাথে বিদ্যালয় ও কলেজ হলে উক্ত নিবন্ধে উভয় বিষয়শ্রেণী যোগ করলে হল। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৫, ১৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান জ্বি ভাই দুঃখিত!! আমার বোঝার ভুল হয়েছে। দুইটার জন্য আলাদা আলাদা বিষয়শ্রেণী প্রয়োজন। আমার ধারণা হচ্ছে, বিদ্যালয় অর্থ মাধ্যমিক বিদ্যালয় (৬-১০) আর উচ্চ বিদ্যালয় অর্থ কলেজ লেভেল (১১-১২ বা ৬-১২) আমি এটাই বুঝি।
কিন্তু উইকিপিডিয়ার যত আর্টিকেল দেখতেছি, কোথাও শুধু মাধ্যমিক পাচ্ছিনা। প্রায় সবখানেই উচ্চ বিদ্যালয়। ৬-১০ লেভেলের প্রতিষ্ঠানের জন্যও মেবি উচ্চ বিদ্যালয় ব্যবহার করেছে। দয়া করে এটা দেখুন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। বিষয়টা আসলেই পরিস্কার হওয়া দরকার। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৫:৪৯, ২৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]