বিষদাঁত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ViperaBerusFang

বিষধর সাপেদের সাধাণতঃ একজোড়া বিশেষ দাঁত থাক যার সাহায্য এরা দংশন ও বিষ প্রয়োগ করে। বিষদাঁতের গোড়াতে বিষগ্রন্থী থেকে বিষ নির্গত হয়। বিষদাঁত ফাঁপা হতে পারে -যেমন বোড়াদের সঞ্চালক(Solenoglyphpus) বিষদাঁত ও সম্মুখদন্তী কেউটের বিষদাঁত। কিমবা বিষদাঁতের সামনে খাঁজ থাকতে পারে যেমন পশ্চাত্দন্তী কিছু সাপ।

বিষদাঁতের প্রকার অনুসারে সাপেদের চারভাগে ভাগ করা যায়:

  1. বিষদাঁতহীন (Aglyphous)
  2. পশ্চাত্দন্তী (Opisthoglyphous)
  3. সম্মুখদন্তী(Proteroglyphous)
  4. সঞ্চালকদন্তী (Solenoglyphous)