বাহরাইনোনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
نشيد البحرين الوطني
বাহরাইনোনা
বাংলা: আমাদের বাহরাইন

 বাহরাইন-এর জাতীয় সঙ্গীত
কথামোহামেদ সুদকি আয়য়াশ
সুরঅজানা;
আহমেদ আল-জুমাইরি কর্তৃক পুনর্বিন্যাস হয়েছে
গ্রহণের তারিখ১৯৭১
সঙ্গীতের নমুনা
noicon

বাহরাইনোনা (আরবি: نشيد البحرين الوطني, জাপানি: বাহরাইনোনা) বাহরাইননের জাতীয় সঙ্গীত। এই গানের কথা দিয়েছেন "মোহামেদ সুদকি আয়য়াশ" এবং সুর দিয়েছেন "আহমেদ আল-জুমাইরি""মোহামেদ সুদকি আয়য়াশ" কর্তৃক মূল গানটি ২০০২ সালে পরিবর্তন হয়েছে, যখন দেশটি একটি রাজ্য হয়ে ওঠে এবং শাসক একজন আমীর না হয়ে রাজা হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

দুটি বিভিন্ন সংস্করণ একই সুর কিন্তু ভিন্ন শব্দ দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমটি বাহরাইনের স্বাধীনতা ১৯৭১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ব্যবহার করা হয়। দ্বিতীয়টি সাংবিধানিক সংশোধনী গণভোটের মাধ্যমে যখন হামাদ বিন ঈসা আল খলিফা-কে দেশের রাজা এবং দেশটিকে একটি রাজত্ব হিসেবে ঘোষণা করে।

জাতীয় সঙ্গীত[সম্পাদনা]

গানের কথা আরবি ভাষায় উচ্চারণ বাংলা অনুবাদ[১]
প্রথম স্তবক

بحرينُنـا ، مَليكُنـا ، رمـزٌ الوئـام
دستـورٌهـا عـالـي المكـانةِ والمقـامْ
ميثـاقُهـا نهـجُ الشريعةِ والعروبةِ والقيمْ
عاشتْ مملكَة البحريـن

Baḥrainunā
Malīkunā
Ramz al-wi’ām
Dustūruhā ‘alī al-makanah wal-maqām
Mīthāquhā nahj ash-shari’ah wal-‘urūbah wal-qiyam
Ashat mamlakah al-Baḥrain

আমাদের বাহরাইন
আমাদের রাজা
সাদৃশ্য প্রতীক
তাঁর সংবিধান স্থানে ও অবস্থানে উচ্চ
তাঁর দলিল শরীয়তের, আরবির, ও মানগুলোর পথে
বাহরাইন রাজ্য চিরজীবী হোক

দ্বিতীয় স্তবক

بلـدُ الكِـرامْ ، مهد السـلامْ
دستورُها عـالـي المكانـةِ والمقـامْ
ميثـاقُهـا نهـجُ الشريعـةِ والعروبـةِ والقيـمْ
عـاشـتْ مملكـَةُ البحريـن

Balad al-kirām
Mahd as-salām
Dustūruhā ‘alī al-makanah wal-maqām
Mīthāquhā nahj ash-shari’ah wal-‘urūbah wal-qiyam
Ashat mamlakah al-Baḥrain

অভিজাতের দেশ
শান্তির দোলা
তার সংবিধান স্থানে ও অবস্থানে উচ্চ
তার দলিল শরীয়তের, আরবির, ও মানগুলোর পথে
বাহরাইন রাজ্য জিন্দাবাদ

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]