বন্ধ জানালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বন্ধ জানালা
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখএপ্রিল ১৩, ২০০৯
শব্দধারণের সময়২০০৯ জি-সিরিজ
অগ্নিবীণা
দৈর্ঘ্য৪৪:৫০'"`UNIQ--ref-০০০০০০০০-QINU`"'
শিরোনামহীন কালক্রম
ইচ্ছে ঘুড়ি
(২০০৬)
বন্ধ জানালা
(২০০৯)
শিরোনামহীন রবীন্দ্রনাথ
(২০১০)

বন্ধ জানালা বাংলাদেশের স্বাধীন, সাইকেডেলিক রক ব্যান্ড দল শিরোনামহীনের তৃতীয় অ্যালবাম যা এপ্রিল ১২, ২০০৯ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়।

পটভূমি[সম্পাদনা]

শিরোনামহীনে জন্য বন্ধ জানালা কিছুটা চ্যালেঞ্জিং ছিল কারণ তারা সাধারণত সরোদ শব্দ রচনাগুলি খুব বেশি ব্যবহার করত। এই অ্যালবামে তাদের এসরাজ, রুপার বাঁশি, তূর্য ইত্যাদিসহ আরও অনেক শব্দ যন্ত্র নিয়ে কাজ করতে হয়েছিল। অ্যালবামটি প্রাণবন্ত সুরসংযোজনে সমৃদ্ধ ছিল। গানের কথার দিক দিয়ে শিরোনামহীন তাদের প্রতিষ্ঠিত ধারা শহুরে জীবন ও তার কিছু বড় দৃষ্টিকোণ নিয়ে, সেই সাথে এবং ঐতিহাসিক ঘটনা বা আন্দোলন নিয়ে কাজ করতে চেয়েছে।

গানের তালিকা[সম্পাদনা]

বন্ধ জানালা অ্যালবামে মোট দশটি গান রয়েছে, যার মধ্যে চারটি গান লিখেছেন জিয়াউর রহমান জিয়া এবং দুটি লিখেছেন তানজির তুহিন, এছাড়া বাকী গান গুলো লিখেছেন তুষার ও কাঠুরিয়াসহ ব্যান্ডের অন্যান্য সদস্য।[২][৩][৪]

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."বন্ধ জানালা"জিয়াউর রহমান জিয়াজিয়াতানজির তুহিন৪:০৩
২."ভালোবাসা মেঘ"জিয়া, কাঠুরিয়াজিয়াতুহিন৪:২৫
৩."বুলেট কিংবা কবিতা"জিয়াজিয়াতুহিন৪:৩৩
৪."বাস স্টপেজ"জিয়াজিয়াতুহিন৪:২২
৫."সুপ্রভাত"জিয়াইয়াসির তুষারতুহিন৫:০৮
৬."সূর্য"তুহিনতুষারতুহিন৪:৪০
৭."একা"তুষারতুষারতুহিন৪:৫৮
৮."সহসা দ্বীপ"তুষারতুষারতুহিন৪:২৮
৯."পরিচয়"তুহিনতুহিনতুহিন৩:৫১
১০."বাংলাদেশ"জিয়া, কাজী শাফিন আহমদশাফিন, জিয়াতুহিন৪:২২

সদস্যবৃন্দ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bondho Janala — Running time"Last.fm। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬ 
  2. "Bondho Janala"শিরোনামহীন। ২০০৯-০৪-১৩। ২০১৩-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৭ 
  3. "Bondho Janala"Last.fm। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬ 
  4. "Bondho Janala — Shironamhin album"শিরোনামহীন। ২০০৯-০৪-১৩। ২০১৩-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]