ফেদেরিকো ফেল্লিনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফেদেরিকো ফেলিন্নি থেকে পুনর্নির্দেশিত)
ফেদেরিকো ফেল্লিনি

জন্ম(১৯২০-০১-২০)২০ জানুয়ারি ১৯২০
রিমিনি, ইতালি
মৃত্যু৩১ অক্টোবর ১৯৯৩(1993-10-31) (বয়স ৭৩)
রোম, ইতালি
পেশাচলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৪৫-৯২
উল্লেখযোগ্য কর্ম
দাম্পত্য সঙ্গীজুলিয়েত্তা মাসিনা
(১৯৪৩-৯৩)

ফেদেরিকো ফেল্লিনি ওএমআরআই (ইতালীয়: [fedeˈriːko felˈliːni]; ২০ জানুয়ারি ২০ ১৯২০ - ৩১ অক্টোবর ১৯৯৩) ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগের সবচেয়ে অনন্য ও বিখ্যাত চলচ্চিত্রকারদের একজন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ইতালীয় নব্য-বাস্তবতাবাদী চলচ্চিত্র আন্দোলন শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু পরে নিজের একটি অনন্য স্টাইল তৈরি করেন। তার সিনেমাগুলো অনেকাংশেই আত্মজীবনীমূলক এবং তিনি বাস্তবতার সাথে অবাস্তব, হ্যালুসিনেশন-মূলক দৃশ্য জুড়ে দিতেন। তার সিনেমায় মানুষের সবচেয়ে উদ্ভট দিকটা সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফেল্লিনির শৈশব-কৈশোরের জীবন খুব একটা ঘটনাবহুল ছিল না, কিন্তু এ সময় কার্টুন আঁকার দক্ষতা অর্জন করেছিলেন। উনিশ বছর বয়সে রোমে আসার পর প্রথমে Marc'Aurelio সাময়িকীতে কার্টুন ও কৌতুক ছাপিয়ে জীবিকা নির্বাহ করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি Cico e Pallina নামের একটি রেডিও প্রোগ্রামের জন্য সংলাপ লিখতেন, এবং এই প্রোগ্রামের অভিনেত্রী জুলিয়েত্তা মাসিনা-কেই ১৯৪৩ সালে বিয়ে করেছিলেন। ১৯৪৪ সালে তার সাথে পরিচালক রোবের্তো রোজেলিনি'র দেখা হয় যিনি তাকে রোমা, চিত্তা আপের্তা সিনেমার চিত্রনাট্য লেখার দলে যুক্ত করেন। এই সিনেমা ইতালীয় নব্য-বাস্তবতা আন্দোলন প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করেছিল এবং এর চিত্রনাট্য লেখায় অংশ নেয়ার জন্য ফেল্লিনি একটি অস্কার মনোনয়নও পেয়েছিলেন।

ফেল্লিনি বেশ দ্রুত ইতালির সবচেয়ে বিখ্যাত চিত্রনাট্যকারদের একজনে পরিণত হন। পিয়েত্রো জের্মি, আলবের্তো লাত্তুয়াদা, ও লুইজি কোমেঞ্চিনি'র মতো পরিচালকদের জন্য চিত্রনাট্য লিখলেও রোজেলিনির সিনেমার চিত্রনাট্যগুলোর জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন। রোজেলিনির পাইজা (১৯৪৬), ইল মিরাকোলো (১৯৪৮), ও এউরোপা '৫১ (১৯৫২) এর চিত্রনাট্য লিখেছিলেন। এর মধ্যে পাইজা সম্ভবত নব্য-বাস্তবতাবাদের সবচেয়ে বিশুদ্ধ উদাহরণ, এবং এউরোপা '৫১ এ প্রথমবারের মতো যুদ্ধপরবর্তী প্রামাণ্যধর্মী নব্য-বাস্তবতা থেকে সরে এসে মনস্তাত্ত্বিক ও অস্তিত্ববিদ্যক বিষয় দেখানো শুরু হয়েছিল।

পরিচালক হিসেবে ফেল্লিনি'র প্রথম সিনেমা লাত্তুয়াদা'র সাথে যৌথভাবে করা লুচি দেল ভারিয়েতা (১৯৫১) যাতে প্রাদেশিক, মফস্বল জীবন দেখানো হয়েছিল। একই থিমে পরবর্তীতে আরো দুটি সিনেমা করেন যার মধ্যে শেষটি, ই ভিতেল্লোনি (১৯৫৩), প্রথমবারের মতো তাকে বাণিজ্যিক ও শৈল্পিক সফলতা দিয়েছিল। সিনেমাটি ছিল মফস্বলের "mamma's boy" ধরনের মানুষদের নিয়ে এবং অনেকে এখনও একে ফেল্লিনির অন্যতম মাস্টারপিস মনে করেন।[১]

চলচ্চিত্রসমূহ[সম্পাদনা]

বছর শিরোনাম পরিচালক লেখক টীকা
১৯৪২ Knights of the Desert না হ্যাঁ
১৯৪২ Before the Postman না হ্যাঁ
১৯৪৩ The Peddler and the Lady না হ্যাঁ
১৯৪৩ L'ultima carrozzella না হ্যাঁ
১৯৪৫ Tutta la città canta না হ্যাঁ
১৯৪৫ রোমা, চিত্তা আপের্তা না হ্যাঁ
১৯৪৬ Paisà না হ্যাঁ
১৯৪৭ Il delitto di Giovanni Episcopo না হ্যাঁ
১৯৪৮ Senza pietà না হ্যাঁ
১৯৪৮ Il miracolo না হ্যাঁ
১৯৪৯ Il mulino del Po না হ্যাঁ
১৯৫০ Francesco, giullare di Dio না হ্যাঁ
১৯৫০ Il Cammino della speranza না হ্যাঁ
১৯৫০ Variety Lights হ্যাঁ হ্যাঁ Co-credited with Alberto Lattuada
১৯৫১ La città si difende না হ্যাঁ
১৯৫১ Persiane chiuse না হ্যাঁ
১৯৫২ The White Sheik হ্যাঁ হ্যাঁ
১৯৫২ Il brigante di Tacca del Lupo না হ্যাঁ
১৯৫৩ I vitelloni হ্যাঁ হ্যাঁ
১৯৫৩ Love in the City হ্যাঁ হ্যাঁ Segment: "Un'agenzia matrimoniale"
১৯৫৪ La strada হ্যাঁ হ্যাঁ
১৯৫৫ Il bidone হ্যাঁ হ্যাঁ
১৯৫৭ লে নত্তি দি কাবিরিয়া হ্যাঁ হ্যাঁ
১৯৫৮ Fortunella না হ্যাঁ
১৯৬০ লা দোলচে ভিতা হ্যাঁ হ্যাঁ
১৯৬২ Boccaccio '70 হ্যাঁ হ্যাঁ Segment: "Le tentazioni del Dottor Antonio"
১৯৬৩ + হ্যাঁ হ্যাঁ
১৯৬৫ Juliet of the Spirits হ্যাঁ হ্যাঁ
১৯৬৮ Spirits of the Dead হ্যাঁ হ্যাঁ Segment: "Toby Dammit"
১৯৬৯ Fellini: A Director's Notebook হ্যাঁ হ্যাঁ TV Documentary
১৯৬৯ Fellini Satyricon হ্যাঁ হ্যাঁ
১৯৭০ I Clowns হ্যাঁ হ্যাঁ
১৯৭১ Roma হ্যাঁ হ্যাঁ
১৯৭৩ আমারকোর্দ হ্যাঁ হ্যাঁ
১৯৭৬ Fellini's Casanova হ্যাঁ হ্যাঁ
১৯৭৮ Orchestra Rehearsal হ্যাঁ হ্যাঁ
১৯৮০ City of Women হ্যাঁ হ্যাঁ
১৯৮৩ And the Ship Sails On হ্যাঁ হ্যাঁ
১৯৮৬ Ginger and Fred হ্যাঁ হ্যাঁ
১৯৮৭ Intervista হ্যাঁ হ্যাঁ
১৯৯০ The Voice of the Moon হ্যাঁ হ্যাঁ

Television commercials

  • TV commercial for Campari Soda (1984)
  • TV commercial for Barilla pasta (1984)
  • Three TV commercials for Banca di Roma (1992)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Federico Fellini" — ব্রিটানিকা সম্পাদকবৃন্দ, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনলাইন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইনকর্পোরেটেড, ২৯ মার্চ ২০২৪।

বহিঃসংযোগ[সম্পাদনা]