ফিজির ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিজি ভাষা
সরকারী ভাষা(সমূহ) ফিজীয়, ইংরেজি, ও ফিজীয় হিন্দুস্তানি
প্রধান বিদেশী ভাষা(সমূহ) চীনা
ফিজীয় ভাষা শুনুন

ফিজির ১৯৯৭ সালের সংবিধান অনুযায়ী ফিজির জাতীয় ও সরকারি ভাষা ফিজীয় ভাষা, ইংরেজি ভাষা এবং ফিজীয় হিন্দুস্তানি ভাষা[১] ফিজীয় প্রধান বা দ্বিতীয় ভাষা হিসেবে সর্বাধিক ৫৪% জনগণ ব্যবহার করে থাকে। ভারতীয় বংশোদ্ভূত ফিজীয়রা ৩৭% হিন্দি ভাষায় কথা বলে, যা ফিজীয় হিন্দুস্তানি নামে পরিচিত। বাকি ব্রিটিশ উপনিবেশিক রাজত্বকালীন দ্বীপপুঞ্জে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়। এছাড়াও ফিজিতে অন্যান্য অনেক ভারতীয় ভাষা প্রচলিত। স্বল্প পরিমাণে চীনা ভাষাও প্রচলিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fiji Language and Basic Phrases"My Fiji (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]