প্রবেশদ্বার:পাখি/আপনি জানেন কি/সংগ্রহশালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এইখানের ‘’’আপনি জানেন কি'’’’ গুলি প্রধান পাতায় দেখা যাবে , অবস্থান অনুযায়ী নম্বরযুক্ত ভাবে দেওয়া হল :

নং আপনি জানেন কি'র সারসংক্ষেপ
মস্তকহীন মাইক
মস্তকহীন মাইক
একটি পুরুষ ও স্ত্রী কালো তিতির
একটি পুরুষ ও স্ত্রী কালো তিতির
  • ... মাইক নামের এক মোরগ মস্তকহীন অবস্থায় ১৮ মাস বেঁচে ছিল?
  • ... অদ্ভুত ও ছন্দময় ডাকের জন্য তেঁতুলিয়ার কৃষক, রাখালরা কালো তিতিরকে (চিত্রে) পান-বিড়ি-সিগ্রেট নাম দিয়েছে?
  • ... হাড়গিলা মৃত জীবজন্তুর হাড়গোড় পর্যন্ত হজম করে ফেলে?
  • ...বিংশ শতাব্দীর শুরুতে বাংলাদেশের সিলেটে মানুষের পেটে কাপড় বেঁধে তাতে জলার তিতিরের ডিম রেখে বিশেষ প্রক্রিয়ায় তা দিয়ে ফুটানো হত?
  • ...অধুনা বিলুপ্ত দানব পাখি মোয়ার একমাত্র শিকারী ছিল বৃহদাকৃতির হাস্ট ঈগল?
  • ...দেহের তুলনায় কিউইর ডিম পৃথিবীর যেকোন প্রজাতির পাখির থেকে সবচেয়ে বড়?
  • ... দাগি রাজহাঁস প্রায় ৮,০০০ মিটারেরেও বেশি উচ্চতা দিয়ে উড়তে সক্ষম?
  • ...১৯৩২ সালের প্রায় ৭৫ বছর পর ২০০৬ সালে আবার কালো গুন্দ্রী পাখিটি দেখতে পাওয়া গিয়েছে?
  • ...অন্যান্য পাখির মত দেশি গাঙচষার দুই ঠোঁট সমান নয় বরং নিচের ঠোঁট উপরেরটার তুলনায় প্রায় এক ইঞ্চি বড়?
  • ... কিছু কিছু পাখি দিনে ২০০০ এর চেয়ে বেশি গান গায়ে?
  • ... জানালার সঙ্গে ধাক্কা লেগে বছরে সারা বিশ্বে এক হাজারেরও বেশি পাখি মারা যায়ে?
  • ... পাখিদের মধ্যে আলবাট্রস স্রেফ ডানা মেলে রাখলেই দিনভর আকাশে ভেসে থাকতে পারে, ডানা নাড়ার প্রয়োজন পড়ে নাে?
  • ... একটি পূর্ণাঙ্গ উটপাখি এদের পাকস্থলীতে ১ কেজি পাথর খেয়ে ঘুরে বেড়াতে পারে?