পেটকাটি কালীমন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পেটকাটি কালীমন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দোমহনী কাঁঠালবাড়ি গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির

বিবরণ[সম্পাদনা]

দশভূজা দেবী বিগ্রহ প্রস্ফুটিত পদ্মের ওপর উপবিষ্টা। বামদিকের দুইটি হাত ভাঙ্গা ও বাকি তিনটি হাতে হাতি, নরকঙ্কাল ও বাদ্যযন্ত্র ধরা আছে। ডানদিকের একটি হাত ভাঙ্গা ও বাকি চারটি হাতে হাতি, নরমুন্ড, মনুষ্যমূর্তি ও ঘণ্টা ধরা আছে। ত্রিনয়না দেবীবিগ্রহ সর্পালঙ্করা। বিগ্রহের নাক ভাঙ্গা। দুইপাশে শেয়াল ও ময়ূরের মূর্তি রয়েছে।[১]:১১৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১