পালাউর ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজিপালাউয়ান ভাষা পালাউয়ের সরকারি ভাষা। এছাড়া দ্বীপের প্রায় ১৫ হাজার অধিবাসীর প্রায় সবাই পালাউয়ান নামের একটি অস্ট্রোনেশীয় ভাষাতে কথা বলে। সনসরল ও হাতোহোবেই দ্বীপগুলিতে স্থানীয় ভাষাগুলি পালাউয়ের সাথে সহ-সরকারী মর্যাদা লাভ করেছে। এছাড়া প্রবীণ জনগণের অনেকে জাপানি ভাষার কথা বলতে পারেন এবং আঙ্গাউর দ্বীপে জাপানি ভাষাটির সরকারি মর্যাদা আছে। তাগালোগ ভাষা পালাউয়ের চতুর্থ সর্বোচ্চ প্রচলিত ভাষা; তবে এটির কোন সরকারি মর্যাদা নেই।

বহিঃসংযোগ[সম্পাদনা]