অগ্র পিটুইটারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পার্স ডিস্টালিস থেকে পুনর্নির্দেশিত)
অগ্র পিটুইটারি গ্রন্থি
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনlobus anterior hypophysis
মে-এসএইচD010903
নিউরোনেমস407
নিউরোলেক্স আইডিbirnlex_1581
টিএ৯৮A11.1.00.002
টিএ২3855
এফএমএFMA:74627
শারীরস্থান পরিভাষা

অগ্র পিটুইটারি পিটুইটারি গ্রন্থির সম্মুখ খণ্ডাংশ। হাইপোথ্যালামাসের প্রভাবে অগ্র পিটুইটারি থেকে একাধিক পেপটাইড হরমোন নিঃসৃত হয় যা উত্তেজনা, বৃদ্ধি এবং প্রজনন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।

কার্যাবলী[সম্পাদনা]

অগ্র পিটুইটারি গ্রন্থিতে পাঁচ ধরনের এন্ডোক্রিন সেল রয়েছে এবং তাদের নিঃসৃত হরমোনের নামে নামকরণ করা হয়েছে: সোমাটোট্রোপ (গ্রোথ হরমোন); প্রোল্যাকটিন (লিউটোট্রফিক বা প্রোল্যাকটিন হরমোন); গোনাডোট্রোপ (গোনাডোট্রফিক ও লিউটিনাইজিং হরমোন); কর্টিকোট্রোপ (অ্যাডরিনো কর্টিকোট্রফিক হরমোন); এবং থাইরোট্রোপ (থাইরয়েড স্টিমুলেটিং হরমোন)।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Le Tissier, P.R; Hodson, D.J; Lafont C; Fontanaud P; Schaeffer, M; Mollard, P. (2012)।Anterior pituitary cell networks। Frontiers in Neuroendocrinology, Aug; 33(3):252-66।