পান-ছেন-নাম-ম্খা'-দ্পাল-ব্জাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পান-ছেন-নাম-ম্খা'-দ্পাল-ব্জাং (ওয়াইলি: pan chen nam mkha' dpal bzang) (১৪৬৪-১৫২৯) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের এক বিখ্যাত পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

পান-ছেন-নাম-ম্খা'-দ্পাল-ব্জাং ১৪৬৪ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের ব্জাং-য়ুল (ওয়াইলি: bzang yul) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি নাম-ম্খা'-ছোস-স্ক্যোং (ওয়াইলি: nam mkha' chos skyong) নামক জো-নাং বৌদ্ধবহারের অষ্টাদশ প্রধানের নিকট কালচক্র সম্বন্ধে অধ্যয়ন করেন। এছাড়া তিনি শাংস-পা-কুন-দ্গা'-দ্পাল-ল্দান (ওয়াইলি: shangs pa kun dga' dpal ldan) ও শেস-রাব-'ওদ-জের (ওয়াইলি: shes rab 'od zer) নামক দুই ভিক্ষুর নিকট কালচক্র সম্বন্ধে অধ্যয়ন করেন। নাম-ম্খা'-লেগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান-দ্পাল-ব্জাং-পো (ওয়াইলি: nam mkha' legs pa rgyal mtshan dpal bzang po) নামক ব্যাং (ওয়াইলি: byang) অঞ্চলের শাসনকর্তা ও তার পরিবার তার শিষ্যত্ব গ্রহণ করেন। পান-ছেন-নাম-ম্খা'-দ্পাল-ব্জাং তিব্বতের বিভিন্ন বৌদ্ধবিহারে কালচক্রবিমলপ্রভা টিকাভাষ্য, হেবজ্র, চক্রসম্বর, বজ্রভৈরব, গুহ্যসমাজতন্ত্র, নিগুমার ছয় যোগ, ছেদ সাধনাব্লো-স্ব্যোং সম্বন্ধে শিক্ষাদান করেন। তার প্রধান শিষ্য ছিলেন রত্নভদ্র[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Paṇchen Namkha Pelzang"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৬