পানি দিহিং বন্যপ্রাণী অভয়ারণ্য

স্থানাঙ্ক: ২৭°৭′১৯″ উত্তর ৯৪°৩৫′৪৭″ পূর্ব / ২৭.১২১৯৪° উত্তর ৯৪.৫৯৬৩৯° পূর্ব / 27.12194; 94.59639
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পানী দিহিং বন্যপ্রাণ অভয়ারণ্য থেকে পুনর্নির্দেশিত)
পানী দিহিং অভয়ারণ্য (Pani Dihing Wildlife Sanctuary)
মানচিত্র পানী দিহিং অভয়ারণ্য (Pani Dihing Wildlife Sanctuary) অবস্থান দেখাচ্ছে
মানচিত্র পানী দিহিং অভয়ারণ্য (Pani Dihing Wildlife Sanctuary) অবস্থান দেখাচ্ছে
অসমে পানী দিহিং অভয়ারণ্যের অবস্থান
অবস্থানশিবসাগর জেলা, আসাম, ভারত
নিকটবর্তী শহরশিবসাগর
স্থানাঙ্ক২৭°৭′১৯″ উত্তর ৯৪°৩৫′৪৭″ পূর্ব / ২৭.১২১৯৪° উত্তর ৯৪.৫৯৬৩৯° পূর্ব / 27.12194; 94.59639[১]
আয়তন৩৩.৯৩ কিমি (১৩.১০ মা)
স্থাপিত১৯৯৬
কর্তৃপক্ষDepartment of Environment & Forests, Assam

পানী দিহিং অভয়ারণ্য (অসমীয়া: পানী দিহিং অভয়ারণ্য) আসামের শিবসাগর জেলায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণে অবস্থিত বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটি শিবসাগর থেকে ২২কি:মি: দূরত্বে অবস্থিত[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৬ সনে অসম সরকার পানী দিহিং অভয়ারণ্যকে বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১৯৯৯ সনের আগস্ট মাসে পক্ষী উদ্যান হিসেবে স্বীকৃতি প্রদান করে[৩]

ভৌগোলিক বিবরণ[সম্পাদনা]

পানী দিহিং অভয়ারন্য শিবসাগর জেলার ৬০-৭০ বর্গ কি:মি: অঞ্চল জুড়ে বিস্তৃত। এর ৩৩.৯৩ বর্গকি:মি: বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে গণ্য করা হয়েছে[৪]। এই বনাঞ্চলের উত্তর-পশ্চিম দিকে ব্রহ্মপুত্র নদ ও দক্ষিণে দিচাং নদী প্রবাহিত হয়েছে[৩]

জলবায়ু[সম্পাদনা]

পানী দিহিং অভয়ারণ্যে বাৎসরিক তাপমাত্রা সর্বনিম্ন ৮ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৫ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হয়[৪]। বাৎসরিক বৃষ্টিপাত ৩২০০ মি:মি: ও আপেক্ষিক আর্দ্রতা ৬৫-৮৫ পর্যন্ত থাকে।

উদ্ভিদকুল[সম্পাদনা]

এই বনাঞ্চল সাধারনত জলজ উদ্ভিদ ও ঘাঁস জাতীয় দ্বারা পরিপূর্ণ।

স্তন্যপায়ী প্রাণী[সম্পাদনা]

আসামি বানর, মুখপোড়া হনুমান, বারশিঙ্গা, বাদুড়, লাল বান্দর, মায়া হরিণ, পাতিশিয়াল, বনরুই, সম্বর হরিণ, উল্লুক, ইত্যাদি।

সংকট[সম্পাদনা]

জৈববৈচিত্রে সমৃদ্ধ এই বন্যপ্রাণীর অভয়ারণ্যের প্রধান সংকট হচ্ছে চোরাং শিকার ও অভয়ারণ্যের ভিতর বেআইনিভাবে গরু চলানো ও মৎস ধরা কার্য ইত্যাদি।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pani Dihing Wildlife Wildlife Sanctuary"। Wikimapia.org। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৯ 
  2. "Department of Environment & Forests (Government of Assam)"। online.assam.gov.in। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Panidihing–A Paradise of Birds North east diary"Yojana। ২০১৩। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৩  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৫