পাংশা উপজেলা

স্থানাঙ্ক: ২৩°৪৭′১৬″ উত্তর ৮৯°২৫′৩″ পূর্ব / ২৩.৭৮৭৭৮° উত্তর ৮৯.৪১৭৫০° পূর্ব / 23.78778; 89.41750
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাংশা
উপজেলা
মানচিত্রে পাংশা উপজেলা
মানচিত্রে পাংশা উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৪৭′১৬″ উত্তর ৮৯°২৫′৩″ পূর্ব / ২৩.৭৮৭৭৮° উত্তর ৮৯.৪১৭৫০° পূর্ব / 23.78778; 89.41750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলারাজবাড়ী জেলা
আয়তন
 • মোট২৫১.৩৭ বর্গকিমি (৯৭.০৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২,৪১,০৬৭
 • জনঘনত্ব৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪০.০১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৭২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৮২ ৭৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

পাংশা বাংলাদেশের রাজবাড়ী জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

এই উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলাসুজানগর উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা, মাগুরা জেলার শ্রীপুর উপজেলা, পূর্বে কালুখালী উপজেলা, পশ্চিমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাকুমারখালী উপজেলা

এক নজরে পাংশা উপজেলা[সম্পাদনা]

এক নজরে পাংশা উপজেলা

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

পাংশা উপজেলায় পৌরসভা ১টি। যথা:

  1. পাংশা পৌরসভা

পাংশা উপজেলায় ১০ টি ইউনিয়ন। এগুলো হলো:

  1. হাবাসপুর ইউনিয়ন
  2. বাহাদুরপুর ইউনিয়ন
  3. যশাই ইউনিয়ন
  4. বাবুপাড়া ইউনিয়ন
  5. মাছপাড়া ইউনিয়ন
  6. কলিমহর ইউনিয়ন
  7. সরিষা ইউনিয়ন, পাংশা
  8. কসবামাজাইল ইউনিয়ন
  9. মৌরাট ইউনিয়ন
  10. পাট্টা ইউনিয়ন

ইতিহাস[সম্পাদনা]

প্রধান নদ-নদীসমুহ[সম্পাদনা]

পাংশা উপজেলাতে চন্দনা নদী

এখানকার প্রধান নদ-নদীগুলো হলোঃ

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

  • মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, (১৮৮৮ - ১৫ ডিসেম্বর ১৯৪০) - প্রখ্যাত সাহিত্যিক।
  • দাদাভাই রুকনুজ্জামান,সাহিত্যিক।
  • কাজী মোতাহার হোসেন (৩০ জুলাই ১৮৯৭ - ৯ অক্টোবর ১৯৮১) একজন বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
  • প্রফেসর ড. আজিজুর রহমান (বাদশা), বাংলাদেশী অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ, তথ্য বিজ্ঞানী, সামাজিক গবেষক এবং পাবলিক পলিসি বিশ্লেষক ও শিক্ষাবিদ।
  • মোহাম্মদ আবু হেনা,সাবেক নির্বাচন কমিশনার।
  • এস এম মতিউর রহমান,পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত।
  • ড.গোলাম রব্বানী,বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক অনুজীব বিজ্ঞান।
  • কাঙালিনী সুফিয়া,বাউল শিল্পী।
  • কাজী আনোয়ার হোসেন,সাহিত্যিক।
  • খোঃ মোঃ রওশন আলী,শিক্ষক।
  • ড. আব্দুল মাজেদ, সাবেক মহাপরিচালক, BRRI।
  • ড. কে এম মহসীন, সাবেক ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • ড. মো. চুন্নু মিয়া, প্রফেসর, সাবা ইউনিভার্সিটি মালেশিয়া।
  • ডা: ইকবাল আর্সেনাল, সভাপতি, স্বাচিপ।
  • ড. মো. সানাউল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরমাণু শক্তিকমিশন।
  • সানজিদা খাতুন,সাহিত্যিক।
  • আলমগীর হোসেন,মেজর,বাংলাদেশ সেনাবাহিনী।
  • রুপন্তী আকিদ,অভিনেত্রী।
  • প্রিয়মনি,অভিনেত্রী।
  • আকিদুল ইসলাম,নাট্যকার।
  • সোহেল রানা,অভিনেতা।
  • জনাব জিল্লুল হাকীম,সাংসদ,রাজবাড়ি-২।
  • জনাব নাসিরুল হক সাবু,সাবেক সাংসদ,রাজবাড়ি-২।
  • অধ্যক্ষ আরুজ মন্ডল,চেয়ারম্যান, রাজবাড়ি জেলা পরিষদ।
  • শেখ সোহেল রানা টিপু,রাজনীতিবিদ।
  • ওদুদ মন্ডল,রাজনীতিবিদ।

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পাংশা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]