পলিদেক্তেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিক পুরাণে, পলিদেক্তেস ছিল সেরিফস দ্বীপের রাজা ও দিক্তিসের ভাই এবং মাগ্নেসথায়ইয়ার পুত্র। পলিদিক্তিস পের্সেউসের মা দানাইকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু পের্সেউস এতে বাঁধা হয়ে দাড়ায়। এই জন্যে পলিদিক্তিস পের্সেউসকে হত্যা করার জন্য এক ষড়যন্ত্র করে। সে কৌশলে পের্সেউসকে রাক্ষসী মেদুসাকে বধ করতে পাঠায় এবং ভাবে এভাবে পের্সেউস মারা যাবে। কিন্তু পের্সেউস মেদুসাকে বধ করে ফিরে এসে মেদুসার মাথা দেখিয়ে পলিদেক্তেস ও তার সঙ্গী-সাথীদের পাথরে পরিণত করে এবং দিক্তিসকে দ্বীপের রাজা ঘোষণা করে।