নূতন (বাংলাদেশী অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রত্না চক্রবর্তী রমা /ধরমান্তিত নাম ফারহানা আমিন রত্না, চলচ্চিত্র নাম নূতন
জন্ম
রত্না চক্রবর্তী রমা

১৯৫৬
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাচলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৬৯-বর্তমান
পরিচিতির কারণওরা ১১ জন
স্ত্রীর পাওনা
হিরো: দ্যা সুপারস্টার
দাম্পত্য সঙ্গীরুহুল আমিন বাবুল (১৯৭৮-বর্তমান)
পিতা-মাতামাতা : বীনা দেবী , পিতা : কৃষ্ণমূর্তি আইয়ার (দক্ষিণ ভারতীয়)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১বার)

রত্না চক্রবর্তী রমা (ধরমান্তিত নাম ফারহানা আমিন রত্না, মঞ্চ নাম নূতন হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[১] ১৯৬৯ সালে মুস্তফা মেহমুদ পরিচালিত নতুন প্রভাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে।[২] তিনি ১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত স্ত্রীর পাওনা চলচ্চিত্রের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র সহশিল্পী পরিচালক টীকা
১৯৭০ নতুন প্রভাত নূতন আনসার মুস্তফা মেহমুদ প্রথম চলচ্চিত্র
১৯৭২ ওরা ১১ জন খসরু, শাবানা চাষী নজরুল ইসলাম
১৯৭৩ ফকির মজনু শাহ
রাজদুলারী
১৯৭৪ সংগ্রাম রাজ্জাক আব্দুস সামাদ
১৯৭৭ বসুন্ধরা ববিতা, ইলিয়াস কাঞ্চন সুভাষ দত্ত
১৯৮০ যদি জানতেম
১৯৮৮ রাঙা ভাবী আলমগীর, শাবানা
অলংকার
১৯৯১ স্ত্রীর পাওনা আলমগীর, শাবানা সুভাষ দত্ত বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী
মহেশখালীর বাঁকে উজ্জ্বল, শাবানা
শাহজাদা
কার পাপে
কন্যা বদল
চেনা মুখ
প্রেম বন্ধন
রাজমহল
সোনার চেয়ে দামী
বদনাম রাজ্জাক
সময় কথা বলে
আমার মা
প্রেম বিরহ
শিরি ফরহাদ
ব্যবধান
আওয়াজ
১৯৮৩ প্রান সজনী
গাদ্দার
গুলবাহার
তাজ ও তলোয়ার
সুরুজ
পাতাল বিজয়
অধিকার
অশান্ত
গৃহবিবাদ
সওদাগর
কাবিন রাজ্জাক
সৎ ভাই রাজ্জাক
মিঃ মাওলা রাজ্জাক
মালা মতি মালা রাজ্জাক
রুপের রানী গানের রাজা জসিম
নাচে নাগিন জসিম দেলোয়ার জাহান ঝন্টু
সাহস জসিম
পাগলা রাজা রাজ্জাক [৩]
১৯৯৭ আমি সেই মেয়ে আলমগীর, প্রসেনজিত ইন্দো-বাংলা প্রযোজনা[৪]
২০১০ নাম্বার ওয়ান শাকিব খান শাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ বদিউল আলম খোকন [৫]
ক্রাইম সিটি বস ওমর সানি, পূর্ণিমা, মিশা সওদাগর বাবুল রেজা ভিলেন রুপে[৬]
বলো না তুমি আমার
পুত্র এখন পয়সাওয়ালা ববিতা নার্গিস আক্তার
২০১৩ কি প্রেম দেখাইলা বাপ্পি চৌধুরী, আঁচল, ববিতা শাহ মুহম্মদ সংগ্রাম
অন্যরকম ভালোবাসা মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী শাহিন সুমন ১৫ ফেব্রুয়ারি, ২০১৩ তে মুক্তিপ্রাপ্ত[৭]
মাই নেইম ইজ খান শাকিব খান, অপু বিশ্বাস বদিউল আলম খোকন [৮][৯]
২০১৪ হিরো: দ্য সুপারস্টার সালমা খান শাকিব খান, অপু বিশ্বাস, ববি, আহমেদ শরীফ, মিশা সওদাগর, অমিত হাসান বদিউল আলম খোকন ২৯ জুলাই, ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত[১০]


১। নতুন প্রভাত (আনসার) - মোস্তফা মেহমুদ - ২৩.১০.১৯৭০

২। ওরা ১১ জন (খসরু) - চাষী নজরুল ইসলাম - ১১.০৮.১৯৭২

৩। সংগ্রাম (খসরু) - চাষী নজরুল ইসলাম - ১৮.০১.১৯৭৪

৪। বাদশা (খসরু) - আকবর কবির পিন্টু - ২৯.০৮.১৯৭৫

৫। রাজার হলো সাজা (খসরু) - মোহসীন - ২৩.০৪.১৯৭৬

৬। বসুন্ধরা (অতিথি শিল্পী) - সুভাষ দত্ত - ৩০.১২.১৯৭৭

৭। রাজদুলারী (ওয়াসীম) - শফি বিক্রমপুরী - ২০.০১.১৯৭৮ ৮। পাগলা রাজা (রাজ্জাক) - আজহারুল ইসলাম খান - ০৫.০৫.১৯৭৮ ৯। অলংকার (রাজ্জাক) - নারায়ণ ঘোষ মিতা - ০৫.০৯.১৯৭৮ - ঈদুল ফিতর ১০। শাহজাদা (অতিথি শিল্পী) - ইবনে মিজান - ০৫.০৯.১৯৭৮ - ঈদুল ফিতর ১১। মহেশখালীর বাঁকে (উজ্জল) - শামসুদ্দিন টগর - ১২.১১.১৯৭৮ - ঈদুল আযহা ১২। ফকির মজনু শাহ (চঞ্চল মাহমুদ) - দারাশিকো - ১৫.১২.১৯৭৮

১৩। কার পাপে (চঞ্চল মাহমুদ) - ফখরুল হাসান বৈরাগী - ০৫.০১.১৯৭৯ ১৪। আয়না (আহসান) - মোহসীন - ২৩.০২.১৯৭৯ ১৫। কন্যাবদল (চঞ্চল মাহমুদ) - আবুল বাশার - ০২.০৩.১৯৭৯ ১৬। রাজমহল (ওয়াসিম) - এফ কবীর চৌধুরী - ০৯.০৩.১৯৭৯ ১৭। নাগ-নাগিনী (রাজ্জাক) - ইবনে মিজান - ১৮.০৫.১৯৭৯ ১৮। বারুদ (অতিথি শিল্পী) - দেওয়ান নজরুল - ০১.০৬.১৯৭৯ ১৯। ঘর সংসার (বুলবুল আহমেদ) - সাইফুল আজম কাশেম - ১৫.০৬.১৯৭৯ ২০। সোনার চেয়ে দামী (আলমগীর) - আলমগীর কুমকুম - ২৯.০৬.১৯৭৯ ২১। বদলা (সোহেল রানা) - আজিম - ১৩.০৭.১৯৭৯ ২২। রাজবন্দী (চঞ্চল মাহমুদ) - আলমগীর কুমকুম - ০১.১১.১৯৭৯ - ঈদুল আযহা ২৩। রূপালী সৈকতে (মেহফুজ) - আলমগীর কবির - ২৩.১১.১৯৭৯

২৪। যদি জানতেম (বুলবুল আহমেদ) - শামসুল হক সিরাজি - ২৮.০৩.১৯৮০ ২৫। তাজ ও তলোয়ার (জাভেদ) - ইবনে মিজান - ০৪.০৪.১৯৮০ ২৬। নাগিন (রাজ্জাক) - শেখ নজরুল ইসলাম - ০৫.১২.১৯৮০

২৭। শাহজাদী গুলবাহার (ওয়াসীম) - শহিদুল আমিন - ২৩.০১.১৯৮১ ২৮। রাজার রাজা (আলমগীর) - আলমগীর কুমকুম - ৩০.০১.১৯৮১ ২৯। আলাদীন আলীবাবা সিন্দাবাদ (জাভেদ) - শফি বিক্রমপূরী - ০৮.০৫.১৯৮১ ৩০। সেলিম জাভেদ (জনি) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৪.০৮.১৯৮১ ৩১। ঘরনী (প্রবীর মিত্র) - হাফিজ উদ্দিন - ২১.০৮.১৯৮১ ৩২। দেনা পাওনা (চঞ্চল মাহমুদ) - নুরুল হক বাচ্চু - ২৫.০৯.১৯৮১ ৩৩। ভাঙা গড়া (আলমগীর) - কামাল আহমেদ - ০৯.১০.১৯৮১ - ঈদুল আযহা ৩৪। রাজনর্তকী (রাজ্জাক) - ইবনে মিজান - ২৩.১০.১৯৮১ ৩৫। আকাশপরী (জাভেদ) - আজিজ মেহের - ২০.১১.১৯৮১

৩৬। আলতাবানু (ওয়াসীম) - ফয়েজ চৌধুরী - ২২.০১.১৯৮২ ৩৭। সানাই (বুলবুল আহমেদ) - সাইফুল আজম কাশেম - ১২.০২.১৯৮২ ৩৮। মানসী (ওয়াসীম) - ফখরুল হাসান বৈরাগী - ২১.০৫.১৯৮২ ৩৯। নাগিনী কন্যা (জাভেদ) - মতিউর রহমান বাদল - ০৪.০৬.১৯৮২ ৪০। কেউ কারো নয় (আলমগীর) - জহিরুল হক - ০৬.০৮.১৯৮২ ৪১। মানে না মানা (আলমগীর) - আব্দুল্লাহ আল মামুন - ২৭.০৮.১৯৮২ ৪২। চাঁদ সুরুজ (ইলিয়াস কাঞ্চন) - বাবুল - ২৯.০৯.১৯৮২ - ঈদুল আযহা ৪৩। আল হেলাল (সোহেল রানা) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.১০.১৯৮২ ৪৪। নাতবৌ (প্রবীর মিত্র) - ছটকু আহমেদ - ১১.১১.১৯৮২ ৪৫। কাজললতা (প্রবীর মিত্র) - মোস্তফা আনোয়ার - ০২.১২.১৯৮২ ৪৬। দুই পয়সার আলতা (রাজ্জাক) - আমজাদ হোসেন - ৩১.১২.১৯৮২ ৪৭। ভালোবাসা (আলমগীর) - আলমগীর কুমকুম - ৩১.১২.১৯৮২

৪৮। বদনাম (রাজ্জাক) - রাজ্জাক - ১৪.০১.১৯৮৩ ৪৯। প্রাণসজনী (ওয়াসীম) - জহিরুল হক - ১৮.০৩.১৯৮৩ ৫০। লাইলী মজনু (আলমগীর) - ইবনে মিজান - ০১.০৪.১৯৮৩ ৫১। চেনামুখ (ফারুক) - জহিরুল হক - ২০.০৫.১৯৮৩ ৫২। প্রেমবন্ধন (বিশেষ শিল্পী) - জহিরুল হক - ১৮.০৯.১৯৮৩ - ঈদুল আযহা ৫৩। আঁখি মিলন (প্রবীর মিত্র) - মোস্তফা আনোয়ার - ২৮.১০.১৯৮৩ ৫৪। জনি (সোহেল রানা) - দেওয়ান নজরুল - ২৮.১০.১৯৮৩ ৫৫। সময় কথা বলে (এহসান) - ই আর খান মামা - ০২.১২.১৯৮৩ ৫৬। গাদ্দার (রাজ্জাক) - আজিম - ০৯.১২.১৯৮৩

৫৭। সিআইডি (সোহেল রানা) - আল মাসুদ - ১৬.০৩.১৯৮৪ ৫৮। পুনঃর্মিলন (ফারুক) - ইবনে মিজান - ১৩.০৪.১৯৮৪

৫৯। সোনা বৌ (রাজ্জাক) - দিলীপ সোম - ১৮.০১.১৯৮৫ ৬০। রাজকুমারী (জাভেদ) - ইবনে মিজান - ০৮.০৩.১৯৮৫ ৬১। প্রেমিক (জাফর ইকবাল) - মঈনুল হোসেন - ০৩.০৫.১৯৮৫ ৬২। সৎ ভাই (রাজ্জাক) - রাজ্জাক - ২৭.০৮.১৯৮৫ - ঈদুল আযহা ৬৩। সতী নাগকন্যা (ওয়াসীম) - ইবনে মিজান - ২৭.০৮.১৯৮৫ - ঈদুল আযহা ৬৪। ন্যায় বিচার (আলমগীর) - হাসমত - ২৭.০৯.১৯৮৫ ৬৫। কাবিন (রাজ্জাক) - আলমগীর কুমকুম - ১১.১০.১৯৮৫ ৬৬। পাতাল বিজয় (সাত্তার) - ইবনে মিজান - ১১.১০.১৯৮৫ ৬৭। অবিচার (মিঠুন চক্রবর্তী) - শক্তি সামন্ত ও সৈয়দ হাসান ইমাম - ২৯.১১.১৯৮৫

৬৮। মোহাম্মদ আলী (জসিম) - মোতালেব হোসেন - ১০.০১.১৯৮৬ ৬৯। ধর্ম আমার মা (সোহেল রানা) - দেওয়ান নজরুল - ২৪.০১.১৯৮৬ ৭০। শিরি ফরহাদ (প্রবীর মিত্র) - আবদুস সামাদ - ২৮.০২.১৯৮৬ ৭১। অশান্তি (জসিম) - এ জে মিন্টু - ১৪.০৩.১৯৮৬ ৭২। তালুকদার (ইলিয়াস কাঞ্চন) - দিলীপ সোম - ১৪.০৩.১৯৮৬ ৭৩। গৃহ বিবাদ (মাহমুদ কলি) - ছটকু আহমেদ - ০৭.১১.১৯৮৬ ৭৪। শত্রু (মাহমুদ কলি) - শাহজাহান চৌধুরী - ১৪.১১.১৯৮৬

৭৫। আওয়াজ (ইলিয়াস কাঞ্চন) - আকবর কবির পিন্টু - ০২.০১.১৯৮৭ ৭৬। ব্যবধান (নাদিম) - ই. আর. খান ও নজরুল ইসলাম - ১৬.০১.১৯৮৭ ৭৭। প্রেম বিরহ (প্রবীর মিত্র) - মইনুল হোসেন - ২৩.০১.১৯৮৭ ৭৮। রাজলক্ষ্মী শ্রীকান্ত (প্রবীর মিত্র) - বুলবুল আহমেদ - ১৩.০২.১৯৮৭ ৭৯। অত্যাচার (প্রবীর মিত্র) - ছটকু আহমেদ - ০৩.০৪.১৯৮৭ ৮০। জুলুম (সোহেল রানা) - ইলতুৎমিশ - ২৪.০৭.১৯৮৭

৮১। আদিল (ইলিয়াস কাঞ্চন) - মোতালেব হোসেন - ০৮.০১.১৯৮৮ ৮২। নীতিবান (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ০৫.০২.১৯৮৮ ৮৩। বিশ্বাসঘাতক (জসিম) - এ জে মিন্টু - ১৮.০৫.১৯৮৮ - ঈদুল ফিতর ৮৪। প্রহরী (সোহেল রানা) - আল মাসুদ - ২৪.০৬.১৯৮৮ ৮৫। অর্পণ (রাজ্জাক) - সুজাতা - ২৫.০৭.১৯৮৮ - ঈদুল আযহা ৮৬। বলবান (জাহিদ হাসান) - আবদুল লতিফ বাচ্চু - ১৪.১০.১৯৮৮ ৮৭। সাহস (জসিম) - মতিউর রহমান পানু - ২৮.১০.১৯৮৮ ৮৮। বিরোধ (প্রেম চোপড়া) - প্রমোদ চক্রবর্তী ও তমিজ উদ্দিন - ০৪.১১.১৯৮৮ ৮৯। জামানা (জসিম) - জাকারিয়া হাবীব - ২৩.১২.১৯৮৮

৯০। জেল হাজত (আলমগীর) - শওকত জামিল - ০৬.০১.১৯৮৯ ৯১। অপরাধী (আলমগীর) - বশিরুল হক - ০৩.০৩.১৯৮৯ ৯২। সত্য মিথ্যা (আলমগীর) - এ জে মিন্টু - ০৩.০৩.১৯৮৯ ৯৩। রাঙা ভাবী (আলমগীর) - মতিন রহমান - ০৭.০৫.১৯৮৯ - ঈদুল ফিতর ৯৪। এক দুই তিন (ইলিয়াস কাঞ্চন) - এফ কবীর চৌধুরী - ১৪.০৭.১৯৮৯ - ঈদুল আযহা ৯৫। প্রতারক (ইলিয়াস কাঞ্চন/ফয়সাল) - আবদুল লতিফ বাচ্চু - ২০.১০.১৯৮৯ ৯৬। কসম (মিঠুন) - শেখ নজরুল ইসলাম - ০৩.১১.১৯৮৯ ৯৭। পাহাড়ী ফুল (মাহমুদ কলি) - জালাল উদ্দীন রুমী - ২৯.১২.১৯৮৯

৯৮। আসমান জমিন (জাভেদ) - দেওয়ান নজরুল - ০৮.০৬.১৯৯০ ৯৯। আপন ঘর (মাহমুদ কলি) - মোস্তফা আনোয়ার - ১০.০৮.১৯৯০ ১০০। মালামতি (রাজ্জাক) - শফিকুর রহমান - ২৮.০৯.১৯৯০

১০১। গর্জন (জসিম) - জহিরুল হক - ১৫.০২.১৯৯১ ১০২। পিতা মাতা সন্তান (আসাদ) - এ জে মিন্টু - ১৭.০৪.১৯৯১ - ঈদুল ফিতর ১০৩। নাচে নাগিন (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ৩১.০৫.১৯৯১ ১০৪। সম্মান (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ০৭.০৬.১৯৯১ ১০৫। কাজের বেটি রহিমা (জসিম) - রায়হান মুজিব - ২৪.০৬.১৯৯১ - ঈদুল আযহা ১০৬। ন্যায় অন্যায় (জসিম) - এ জে মিন্টু - ১৬.০৮.১৯৯১ ১০৭। স্ত্রীর পাওনা (আলমগীর) - শেখ নজরুল ইসলাম - ০১.১১.১৯৯১ ১০৮। দয়ামায়া (মাহমুদ কলি) - শওকত জামিল - ২৭.১২.১৯৯১

১০৯। ক্ষমতাবান (রানা হামিদ) - ফজল আহমেদ বেনজীর - ২৪.০১.১৯৯২ ১১০। অন্ধ বিশ্বাস (রাজ্জাক/আলমগীর) - মতিন রহমান - ৩১.০১.১৯৯২ ১১১। রূপসী নাগিন (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৫.০৪.১৯৯২ - ঈদুল ফিতর ১১২। নাগিন সাপিনী (মান্না) - মোস্তফা আনোয়ার - ০১.০৫.১৯৯২ ১১৩। জ্বলন্ত বারুদ (উজ্জল) - আবুল হোসেন খোকন - ২২.০৫.১৯৯২ ১১৪। গরিবের বন্ধু (আলমগীর) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৭.০৭.১৯৯২ ১১৫। রক্তের বদলা (জসিম) - জহিরুল হক - ৩১.০৭.১৯৯২ ১১৬। দংশন (ইলিয়াস কাঞ্চন) - শিবলি সাদিক - ০২.১০.১৯৯২ ১১৭। দুই গোলাপ (রবীন) - রফিকুল ইসলাম বুলবুল - ১৩.১১.১৯৯২ ১১৮। শান্তি অশান্তি (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৫.১২.১৯৯২

১১৯। ভাইয়ের আদর (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৮.০১.১৯৯৩ ১২০। অন্ধপ্রেম (মান্না) - মোস্তফা আনোয়ার - ২২.০১.১৯৯৩ ১২১। রূপের রাণী গানের রাজা (ইলিয়াস কাঞ্চন) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.০১.১৯৯৩ ১২২। নাগ নাগিনীর প্রেম (জসিম) - শাহজাহান আখন্দ - ২৫.০৩.১৯৯৩ - ঈদুল ফিতর ১২৩। দাগী সন্তান (জসিম) - এস আলম সাকী - ০৭.০৫.১৯৯৩ ১২৪। সত্যবাদী (আলমগীর) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৭.০৫.১৯৯৩ ১২৫। ননদ ভাবী (আলমগীর) - জামশেদুল রহমান - ০২.০৬.১৯৯৩ - ঈদুল আযহা ১২৬। শত্রুতা (জসিম) - মোতালেব হোসেন - ০৬.০৮.১৯৯৩ ১২৭। মিস্টার মওলা (রাজ্জাক) - আব্দুল লতিফ - ০৩.০৯.১৯৯৩ ১২৮। নাচ নাগিনা নাচ (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৩.০৯.১৯৯৩ ১২৯। জালিমের দুশমন (ড্যানি সিডাক) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৫.১০.১৯৯৩

১৩০। শক্তি পরীক্ষা (উজ্জল) - উজ্জ্বল - ১৪.০৩.১৯৯৪ - ঈদুল ফিতর ১৩১। মাটির দুর্গ (ওয়াসীম) - দেওয়ান নজরুল - ০৮.০৪.১৯৯৪ ১৩২। ডাকাত (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২২.০৭.১৯৯৪

১৩৩। বনের রাজা টারজান (ড্যানি সিডাক) - ইফতেখার জাহান - ০৩.০৩.১৯৯৫ - ঈদুল ফিতর ১৩৪। বুকের ধন (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা ১৩৫। হাবিলদার (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৮.০৯.১৯৯৫ ১৩৬। বীর বাহাদুর (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.১২.১৯৯৫

১৩৭। বাঁশিওয়ালা (ইলিয়াস কাঞ্চন) - তোজাম্মেল হক বকুল - ২১.০২.১৯৯৬ - ঈদুল ফিতর ১৩৮। বাঘা বাঘিনী (ড্যানি সিডাক) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.০৪.১৯৯৬ - ঈদুল আযহা ১৩৯। সন্ত্রাসী রাজা (জসিম) - এম এ মালেক - ১৭.০৫.১৯৯৬ ১৪০। জানের বাজি (জসিম) - আওকাত হোসেন - ০৫.০৭.১৯৯৬ ১৪১। গোয়েন্দা (সোহেল রানা) - কমল সরকার - ২৩.০৮.১৯৯৬ ১৪২। কালু গুন্ডা (ইলিয়াস কাঞ্চন) - অশোক ঘোষ - ১৫.১১.১৯৯৬ ১৪৩। ফাঁসির আসামী (আলমগীর) - দেলোয়ার জাহান ঝন্টু - ২৯.১১.১৯৯৬

১৪৪। সুপারম্যান (ড্যানি সিডাক) - ইফতেখার জাহান - ০৯.০২.১৯৯৭ - ঈদুল ফিতর ১৪৫। ফাইভ রাইফেলস (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২১.০৩.১৯৯৭ ১৪৬। আব্দুল্লাহ (দিলদার) - তোজাম্মেল হক বকুল - ০৯.০৫.১৯৯৭ ১৪৭। বেঈমানির শাস্তি (বিশেষ শিল্পী) - কমল সরকার - ২২.০৮.১৯৯৭ ১৪৮। জলদস্যু (ড্যানি সিডাক) - দেলোয়ার জাহান ঝন্টু - ০৭.১১.১৯৯৭

১৪৯। আলিফ লায়লা আলাদিনের আশ্চর্য প্রদীপ (ড্যানি সিডাক) - জাহাঙ্গীর - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর ১৫০। শক্তির লড়াই (ড্যানি সিডাক) - ইফতেখার জাহান - ২০.০৩.১৯৯৮ ১৫১। বাঘা আকবর (ইলিয়াস কাঞ্চন) - অশোক ঘোষ - ১২.০৬.১৯৯৮

১৫২। আমি নির্দোষ (জসিম) - দেবাশীষ সরকার - ০৫.০২.১৯৯৯ ১৫৩। শত্রু ধ্বংস (ইলিয়াস কাঞ্চন) - ইস্পাহানি আরিফ জাহান - ২০.০৮.১৯৯৯

১৫৪। এক বুক জ্বালা (আলীরাজ) - শাহিন-সুমন - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা

১৫৫। কোটি টাকার ফকির (রাজ্জাক) - রাজ্জাক - ০২.১০.২০০৮ - ঈদুল ফিতর

১৫৬। বাজাও বিয়ের বাজনা (বিশেষ শিল্পী) - মোহাম্মদ হোসেন জেমী - ১৫.০১.২০১০ ১৫৭। অশান্ত মন (বিশেষ শিল্পী) - কাজী হায়াৎ - ২৬.০২.২০১০ ১৫৮। নাম্বার ওয়ান শাকিব খান (আলীরাজ) - বদিউল আলম খোকন - ১১.০৯.২০১০ - ঈদুল ফিতর ১৫৯। বলো না তুমি আমার (ভিলেন) - এম বি মানিক - ২২.১০.২০১০

১৬০। জান কোরবান (আলীরাজ) - এম বি মানিক - ৩১.০৮.২০১১ - ঈদুল ফিতর ১৬১। এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে (রাজ্জাক) - কমল সরকার - ০৭.১০.২০১১

১৬২। এক টাকার দেনমোহর (বিশেষ শিল্পী) - এম বি মানিক - ২৩.০৩.২০১২ ১৬৩। সন্তানের মতো সন্তান (বিশেষ শিল্পী) - শাহিন সুমন - ০৮.০৬.২০১২

১৬৪। অন্যরকম ভালবাসা (রাজ্জাক) - শাহিন সুমন - ১৫.০২.২০১৩ ১৬৫। মাই নেম ইজ খান (সাদেক বাচ্চু) - বদিউল আলম খোকন - ০৯.০৮.২০১৩ - ঈদুল ফিতর ১৬৬। কি প্রেম দেখাইলা (সাদেক বাচ্চু) - শাহ মুহম্মদ সংগ্রাম - ১৬.১০.২০১৩ - ঈদুল আযহা

১৬৭। হিরো-দ্য সুপারস্টার (বিশেষ শিল্পী) - বদিউল আলম খোকন - ২৯.০৭.২০১৪ - ঈদুল ফিতর ১৬৮। আই ডোন্ট কেয়ার (আলীরাজ) - মোহাম্মদ হোসেন - ২৯.০৭.২০১৪ - ঈদুল ফিতর

১৬৯। পুত্র এখন পয়সাওয়ালা (আলীরাজ) - নারগিস আক্তার - ১৬.০১.২০১৫

১৭০। রংবাজ (বিশেষ শিল্পী) - আবদুল মান্নান - ০২.০৯.২০১৭ - ঈদুল আযহা ১৭১। অহঙ্কার (ভিলেন) - শাহাদাৎ হোসেন লিটন - ০২.০৯.২০১৭ - ঈদুল আযহা

টেলিভিশন[সম্পাদনা]

বছর প্রোগ্রাম উপস্থাপক চ্যানেল
২০১৫ আমার ছবি শাফিউজ্জামান খান লোদী চ্যানেল আই[১১]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তিনি ১৯৮৭ সালে বাচসাস এবং ১৯৯১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
১৯৮৭ বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
১৯৯১ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী স্ত্রীর পাওনা বিজয়ী
২০১৫ বাংলাসিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা বিজয়ী[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নূতন ও রাজ্জাক তনয় সম্রাট"আমার দেশ অনলাইন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "The celebrity name game"The Daily Star। সেপ্টেম্বর ২৮, ২০০৯। অক্টোবর ১৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৯ 
  3. "স্বর্ণযুগের তারকা"আজকের পত্রিকা। ২৮ নভেম্বর ২০১৪। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. জয়ন্ত সাহা (২৫ সেপ্টেম্বর ২০১৫)। "যৌথ প্রযোজনার চলচ্চিত্র: সাংস্কৃতিক বিনিময় না কেবলই ব্যবসা?"বিডি নিউজ। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. "সেন্সরে নাম্বার ওয়ান শাকিব খান"দৈনিক ডেসটিনি। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  6. "এবার ভিলেন!"দৈনিক কালের কণ্ঠ। ২৩ মার্চ ২০১০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  7. "পর্দায় আসছেন চিরসবুজ অভিনেত্রী নূতন"। আমাদের মেহেরপুর। ৫ ফেব্রুয়ারি ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  8. "ভবিষ্যতে সিনিয়রদের পাবে না চলচ্চিত্র"। আলকিত বাংলাদেশ। জুন ২৩, ২০১৩। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫ 
  9. "ঢালিউড কাঁপানো নূতন এখন"। এনটিভি অনলাইন। ১৪ এপ্রিল ২০১৪। ১৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  10. "শাকিবের প্রযোজনায় ববিতা-নূতন"Daily Manab Zamin। ডিসেম্বর ২৩, ২০১৩। মে ৯, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  11. "'আমার ছবি'র অতিথি অভিনেত্রী নূতন"। সাতদিন। ১৯ মে ২০১৫। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  12. "জমকালো আয়োজনে 'বাংলাসিনে অ্যাওয়ার্ড'-এর মনোনয়ন ঘোষণা"দৈনিক মানব জমিন। ৪ সেপ্টেম্বর ২০১৫। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]