নিক পাওয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিক পাওয়েল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নিকলাস এডওয়ার্ড পাওয়েল [১]
জন্ম (1994-03-23) ২৩ মার্চ ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান ক্রুয়ে, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[২]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
১৯৯৯–২০১০ ক্রুয়ে আলেক্সান্দ্রা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১২ ক্রুয়ে আলেক্সান্দ্রা ৫৫ (১৪)
২০১২– ম্যানচেস্টার ইউনাইটেড (১)
২০১৩–২০১৪উইগান অ্যাথলেটিক (ধারে) ৩২ (৭)
জাতীয় দল
২০০৯–২০১০ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৬ (১)
২০১০-২০১১ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭ ১৭ (৫)
২০১২ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৮ (০)
২০১২-২০১৩ ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ (১)
২০১২– ইংল্যান্ড অনূর্ধ্ব ২৩ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নিকলাস এডওয়ার্ড "নিক" পাওয়েল (জন্ম ২৩ মার্চ ১৯৯৪) একজন ইংরেজ ফুটবলার যিনি একজন মিডফিল্ডার হিসেবে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকেন। এছাড়াও তিনি বিভিন্ন বয়সভিত্তিক স্তরে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ক্রুয়ে আলেক্সান্দ্রার হয়ে ক্যারিয়ার শুরু করা পাওয়েলের একজন ফরওয়ার্ড হিসেবে তাদের দলে অভিষেক ঘটে। ২০১১-১২ মৌসুমে আলেক্সান্দ্রার হয়ে ভালো নৈপুণ্যর মাধ্যমে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের দৃষ্টি কাড়তে সক্ষম হন, যারা তাকে ২০১২ সালে তাদের দলের হয়ে খেলার জন্য তাকে চুক্তিবদ্ধ করে। এর পরে তিনি উইগান অ্যাথলেটিকে এক মৌসুম ধারে খেললেও পরবর্তী মৌসুমে ইউনাইটেডে ফিরে আসেন এবং এখন পর্যন্ত তাদের হয়েই খেলছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Barclays Premier League Squad Numbers 2013/14"premierleague.com। Premier League। ১৬ আগস্ট ২০১৩। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩ 
  2. "Player Profile: Nick Powell"premierleague.com। Premier League। ২০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]