নামদাং শিলের সেতু

স্থানাঙ্ক: ২৬°৫৭′০১″ উত্তর ৯৪°৩২′৪৩″ পূর্ব / ২৬.৯৫০৩৯° উত্তর ৯৪.৫৪৫১৭° পূর্ব / 26.95039; 94.54517
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নামদাং শিলের সেতু
স্থানাঙ্ক ২৬°৫৭′০১″ উত্তর ৯৪°৩২′৪৩″ পূর্ব / ২৬.৯৫০৩৯° উত্তর ৯৪.৫৪৫১৭° পূর্ব / 26.95039; 94.54517
অতিক্রম করেনামদাং নদী
স্থানশিবসাগর, অসম
রক্ষণাবেক্ষকঅসম সরকার
বৈশিষ্ট্য
নকশাArch bridge
উপাদানশিল
মোট দৈর্ঘ্য৬০ মিটার
প্রস্থ৬.৫ মিটার
উচ্চতা১.৭ মিটার
ইতিহাস
নকশাকারবঙ্গদেশের কারিকর
নির্মাণ শেষ১৭০৩
অবস্থান
মানচিত্র

নামদাং শিলের সেতু (অসমীয়া: নামদাঙর শিলর সাঁকো; ইংরেজি: Namdang Stone Bridge) অসমের একটি ঐতিহাসিক সেতু। এই সেতুটি শিবসাগর জেলায় অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

১৭০৩ সনে আহোম রাজা রুদ্র সিংহের শাসনকালে বঙ্গদেশের কারিকর দ্বারা এই পাথরের সেতুটি নির্মিত হয়েছিল। নির্মাণ হওয়ার পর সেতুটি সেখান থেকে বহন করে এনে বর্তমান স্থানে স্থাপন করা হয়।

অবস্থিতি[সম্পাদনা]

সেতুটি অসমের দিখৌ নদীর শাখা নামদাং নদীর উপর অবস্থিত।

বিশেষত্ব[সম্পাদনা]

সেতুটি ৬০মিটার দৈর্ঘ্য, ৬.৫ মিটার প্রস্থ ও ১.৭ মিটার উচু । সেতুটির প্রধান বিশেষত্ব হচ্ছে এটি মাত্র একটি বিশাল শিলা কেটে বানানো হয়েছে।[১][২] বর্তমানেও এর বহন ক্ষমতা অধিক হওয়ায় ভারতীয় ৩৭নং রাষ্ট্রীয় ঘাইপথ এই সেতুর উপর দিয়ে নির্মিত হয়েছে। আহোম রাজার শাসনকালে নির্মিত বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যের মধ্যে সেতুটি উল্লেখযোগ্য।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Namdang Stone Bridge"। Maps Of India। ৪ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১০ 
  2. Sajnani, Manohar। "Management Resources"। Encyclopaedia of tourism resources in India1। পৃষ্ঠা 20।