নরল্যান্ডসঅপেরান

স্থানাঙ্ক: ৬৩°৪৯′৪১″ উত্তর ২০°১৬′০৮″ পূর্ব / ৬৩.৮২৮০৬° উত্তর ২০.২৬৮৮৯° পূর্ব / 63.82806; 20.26889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরল্যান্ডসঅপেরান
উমিয়ায় নরল্যান্ডসঅপেরান
প্রতিষ্ঠাকাল১৯৭৪
ধরনপাবলিক কোম্পানি
কাউন্টি থিয়েটার
ল্যান্সমুসিকেন
অবস্থান
স্থানাঙ্ক
যে অঞ্চলে কাজ করে
ভ্যাস্টারবটেন প্রদেশ
প্রধান নির্বাহী কর্মকর্তা/শৈল্পিক পরিচালক
কিজেল ইংলান্ড
সভাপতি
জর্জ অ্যান্ডারসন
ওয়েবসাইটwww.norrlandsoperan.se

নরল্যান্ডসঅপেরান (সুইডীয়: Norrlandsoperan; বাংলায়: নরল্যান্ডের অপেরা; এনওপি), হল উমিয়া, নরল্যান্ড, সুইডেনে অবস্থিত একটি অপেরা কোম্পানি। এর মালিকানার অংশীদার হল উমিয়া মিউনিসিপ্যালিটি (৪০%) এবং ভ্যাস্টারবটেন প্রাদেশিক কাউন্সিল (৬০%)।

এনওপি একটি আঞ্চলিক অপেরা আঁসাঁব্ল হিসেবে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এনওপি'র প্রথম শৈল্পিক পরিচালক ছিলেন আর্নল্ড ওস্টম্যান, ১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত। এনওপি এখন এর নিজস্ব অর্কেস্ট্রা ও অপেরার সুযোগ, নাচ, সংগীত ও শৈল্পিক কর্মসূচীর আয়োজন করে। এর প্রধান পথপ্রদর্শক রয় গুডম্যান (১৯৯৫-২০০১); ক্রিস্টিজান জার্ভি (২০০০-২০০৪); অ্যান্ড্রিয়া কুইন (২০০৫-২০০৯) এবং রুমন গ্যাম্বা (২০০৯-বর্তমান)।

ইতিহাস[সম্পাদনা]

সুইডীয় সাংস্কৃতিক পুনর্গঠনের সরাসরি ফলাফল হিসেবে নরল্যান্ডসঅপেরান প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সংগীতনির্ভর থিয়েটার দল স্যাঙ্গেনস মাক্ট নব্যপ্রতিষ্ঠিত অপেরা আঁসাঁব্লর গঠন সম্পন্ন করে। প্রথমদিকে এটি আপাত প্রতিষ্ঠিত স্থানে কাজ করলেও পরবর্তীতে উমিয়া ফোকেটস হাস-এর বাড়িতে (তখন জার্নভাগসালেন/ওস্ট্রা কির্কোগাটান-এ স্থান ছিল) স্থায়ী অবস্থান লাভ করে।[১] নরল্যান্ডসঅপেরান-এর প্রথম পরিচালক ও শৈল্পিক পরিচালক ছিলেন আর্নল্ড ওস্টম্যান, ১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত।

১৯৮৪ সালে নরল্যান্ডসঅপেরান উমিয়ার পুরাতন ফায়ার স্টেশনে স্থানান্তরিত হয় যা ১৯৩৭ সালে ফাংশনালিস্ট শৈলীতে ওয়েজকে ও ওডেন কর্তৃক নির্মিত হয়। ফায়ার স্টেশনে একের পর এক পুনঃনির্মাণ ও সম্প্রসারণ করা হয় যার নকশা করেন ওল্লে কোভার্নস্ট্রম।[২]

২০০২ সালে পুরাতন অপেরা হাউজের সাথে অন্তর্ভুক্ত নব্যনির্মিত থিয়েটার ও কনসার্ট হলের উদ্বোধন করা হয়। নতুন ভবনের ৪৮০টি আসন ছিল। এর সাথে ছিল পার্শ্বীয় মঞ্চ ও অর্কেস্ট্রা পিট এবং ৫০০ আসনসহ একটি কনসার্ট হল।[৩]

২০০৬ সাল হতে প্রতিবছরই মে মাসে নরল্যান্ডসঅপেরান বার্ষিক মেড ফেস্টিভাল এর আয়োজন করে এবং অপেরা বাইরের দিকেও অনুষ্ঠিত হয়।

প্রাক্তন এনওপি'র শৈল্পিক পরিচালকদের মত ম্যাগনাস আসপিগ্রেন রয়েছেন। প্রাক্তন সংগীত পরিচালকদের মধ্যে রয়েছেন রয় গুডম্যান (১৯৯৫-২০০১), ক্রিস্টজান জার্ভি (২০০০-২০০৪) ও অ্যান্ড্রিয়া কুইন (২০০৫-২০০৯)। ২০০৯ সালের আগস্ট থেকে এনওপি'র বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক হলেন কিজেল ইংলান্ড।[৪] ২০০৯-২০১০ সালে এনওপি'র সংগীত পরিচালক ছিলন রুমন গ্যাম্বা এবং তার প্রাথমিক চুক্তি ছিল ৩ বছর।[৫][৬]

উল্লেখযোগ্য সাম্প্রতিক প্রযোজনার এবং সহযোগীতামূলক মধ্যে রয়েছে:

এনওপি অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকেও সহায়তা করে যেমন মেড শিল্প উৎসব এবং উমিয়া জাজ উৎসব-এর আয়োজন করে।

২০১৪ সালের জানুয়ারিতে উমিয়ার ইউরোপীয় সাংস্কৃতিক শহর সূচনার প্রথম সপ্তাহে গ্যাম্বা কোনসার্টসালেন-এ নরল্যান্ডসঅপেরান অর্কেস্ট্রা সম্পূর্ণ বিথোভান অপরাধ চক্রের ধাঁচে তৈরি করেন যেখানে নয়টি সিম্ফোনির প্রতিটির ভূমিকা তৎকালীন নিউ ইয়র্কের এক সুরকার করেন।[৭][৮] সুইডিশ রেডিওতে প্রতিটির সম্প্রচার করা হয়।[৯]

অনুষ্ঠানের আয়োজন[সম্পাদনা]

চার স্থানগুলোর সংশ্লিষ্ট আসনবিন্যাস ক্ষমতা নিম্নরুপ:

  • টিয়েটার্ন (থিয়েটার): ৪৭০টি আসন
  • কোনসার্টসালেন (কনসার্ট হল): ৫৬৯টি আসন
  • ব্ল্যাক বক্স: ২৬০টি আসন পর্যন্ত বর্ধনযোগ্য
  • বি-স্যালেন (বি-হল): ৬৪টি আসন (মূলত শিশুতোষ শো)

ভবনে ভিটা কুবেন (শ্বেত ঘনক) নামক সমসাময়িক প্রদর্শনীকেও ধারণ করে। ১৯৮৪ সালে এনওপি উমিয়ার প্রাক্তন ফায়ার স্টেশনের স্থান নেয় যা মূলত ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। বড় ধরনের সংস্কারের পরে ২০০২ সালে নতুন ভেন্যু উন্মুক্ত হয় সাথে একটি নব্য প্রতিষ্ঠিত থিয়েটার ও কনসার্ট হল। এর সাথেই ছিল পুরাতন অপেরা হাউজ। একটি সমাবেশ হল পরবর্তীকালে উক্ত স্থলে নির্মিত হয়েছিল.

২৭শে জানুয়ারি, ২০০৭ সালে মান্ডো দিয়াও ব্যান্ডের সাথে এক কনসার্টে এর মেঝে ভেঙে পড়ে এবং ৫০জন মানুষ ২.৫ মিটার নিচের বেসমেন্ট তলায় পড়ে যান। ২৯ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।[১০] ২০০৯ সালে প্রাক্তন অপেরা পরিচালক স্থূল অবহেলা (গ্রস নেগলিজেন্স) এর দায়ে জেলা আদালত (টিংসরাট) এর আসামী হন, কিন্তু পরের বছরই আপীল আদালত (হভরাট) এ নিরপরাধ সাব্যাস্ত হন।[১১] এছাড়া একই অপরাধের আসামী অপেরা প্রযুক্তিগত পরিচালক নিরপরাধ সাব্যাস্ত হন।[১২][১৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Petersson, Birgit (১৯৮৬)। Umeå Folkets hus och dess historia। Umeå: Umeå Folkets hus-förening। libris=506928। 
  2. "Norrlandsoperan"Umeå Municipality। ৩০ জুন ২০০৮। ২৭ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯ 
  3. "Mycket opera för pengarna"Nordisk Renting। ১৫ নভেম্বর ২০০৪। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০০৯ 
  4. Marianne Söderberg (২০০৯-০৫-১৫)। "Kjell Englund ny chef på Norrlandsoperan"Norrbottens Kuriren। ২০০৯-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-০৬ 
  5. "Rumon Gamba blir NorrlandsOperans nye chefdirigent" (সংবাদ বিজ্ঞপ্তি)। NorrlandsOperan। অক্টোবর ২০০৮। ২০১১-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-২৬ 
  6. "Rumon Gamba becomes Chief Conductor in Umeå" (সংবাদ বিজ্ঞপ্তি)। NorrlandsOperan। অক্টোবর ২০০৮। ২০১১-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-২৬ 
  7. Möte mellan gammalt och nytt i "Beethoven & Beyond"; report on Beethoven cycle with new works accessed 5 February 2014.
  8. List of Beethoven & Beyond concerts with dates and composers; page at NorrlandsOperan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে accessed 5 February 2014.
  9. sverigesradio P2 Live Beethoven & Beyond page ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে, accessed 5 February 2014.
  10. "Flera balkar var deformerade"Dagens Nyheter। ২৮ জানুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১১ 
  11. "Hovrätten friar operachef"Västerbottens-Kuriren। ৩ মার্চ ২০১০। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "Döms för golvraset på Norrlandsoperan"Västerbottens-Kuriren। ১৮ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২১ মে ২০০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. Wallin, Bertil (১৯ মে ২০০৯)। "Domen låter orimlig"। Västerbottens-Kuriren। পৃষ্ঠা 8। 

বহিঃসংযোগ[সম্পাদনা]