ধীরেন বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধীরেন বসু
জন্ম১৯৩০
বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২৯ ডিসেম্বর ২০০৬
কলকাতা পশ্চিমবঙ্গ ভারত
ধরননজরুলগীতি
পেশাকণ্ঠশিল্পী

ধীরেন বসু (১৯৩০ - ২৯ ডিসেম্বর ২০০৬) ছিলেন বিশিষ্ট বাঙালি সঙ্গীত শিল্পী। [১]

সঙ্গীত জীবন[সম্পাদনা]

ধীরেন বসু বিশ শতকের আটের দশকে নজরুলগীতির অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন। তৎকালীন সময়ে কলেজ পড়ুয়াদের অনুষ্ঠানে তার ছিল এক স্বতন্ত্র নাম। তিনি রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানেও সাবলীল ছিলেন। সমৃদ্ধ করেছেন বাংলা গানের জগত। তবে নজরুলগীতির বিশিষ্ট শিল্পী হিসাবেই দুই বাংলায় জনপ্রিয ছিলেন।

শিল্পী ধীরেন বসুর কণ্ঠে গীত জনপ্রিয় কয়েকটি গান-

নজরুলগীতি-
  • শূন্য এ বুকে পাখি মোর
  • গঙ্গা সিন্ধু নর্মদা
  • যেদিন লব বিদায়
  • মালতী মঞ্জুর ফুটিবে যবে
  • মোরা আর জনমে হংসমিথুন ছিলাম
  • খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
  • ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
  • নয়ন ভরা জল
  • শাওন রাতে যদি স্মরণে
  • তুমি আমার সকালবেলার
  • সই ভালো করে বিনোদবেণী
  • চিরদিন কাহারও সমান নাহি যায়
আধুনিক গান-
  • একটুখানি হাসলে যদি সূর্য হাসে
  • চলনা হারিয়ে যাই রূপকথার দেশে


কাজী নজরুল ইসলামকে স্মরণে রেখে কলকাতায় পঞ্চাশের দশকে রূপমঞ্জরী গঠিত হলে ধীরেন বসু তার সভাপতি হন।[২]

জীবনাবসান[সম্পাদনা]

ধীরেন বসু ২০০৬ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর এক ব্যাপক হৃদরোগে আক্রান্ত হলে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু ২৯ ডিসেম্বর শুক্রবার রাত্রি সাড়ে এগারোটায় ৭৬ বৎসর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ১৭৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. "নজরুলচর্চা ও দু-একটি প্রসঙ্গ"। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৯ 
  3. "Najrul Sangeet singer Dhiren Basu dies at 76"। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৯