দ্পাল-ল্দান-দোন-গ্রুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্পাল-ল্দান-দোন-গ্রুব (ওয়াইলি: dpal ldan don grub) (১৫৬৩-১৬৩৬) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ষোড়শ প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

দ্পাল-ল্দান-দোন-গ্রুব ১৫৬৩ খ্রিষ্টাব্দে তিব্বতের ছু-'দুস-খা-র্ঙ্গা (ওয়াইলি: chu 'dus kha rnga) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্সোদ-নাম্স-শেস-রাব (ওয়াইলি: bsod nams shes rab) এবং মাতার নাম ছিল দ্পাল-ল্দান-বু-'দ্রেন (ওয়াইলি: dpal ldan bu 'dren)। জন্মের পর তার নাম রাখা হয় ব্সাম-'দ্রুব-দার-পো (ওয়াইলি: bsam 'drub dar po)। বারো বছর বয়সে ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারে দ্কোন-ম্ছোগ-দ্পাল-ল্দান নামক দ্বাদশ ঙ্গোর-ছেনের নিকট তিনি শিক্ষার্থীর শপথ এবং উনত্রিশ বছর বয়সে নাম-ম্খা'-দ্পাল-ব্জাং নামক ত্রয়োদশ ঙ্গোর-ছেনের নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ব্যাম্স-পা-কুন-দ্গা'-ব্ক্রা-শিস নামক চতুর্দশ ঙ্গোর-ছেন, কুন-দ্গা'-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব নামক পঞ্চদশ ঙ্গোর-ছেন, দ্বাং-ফ্যুগ-রাব-ব্র্তান (ওয়াইলি: dbang phyug rab brtan) নামক ঝ্বা-লু বৌদ্ধবিহারের অষ্টাদশ প্রধান প্রভৃতি। ১৬১৮ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ষোড়শ প্রধান হিসেবে নির্বাচিত হন এবং এই পদে তিনি পাঁচ বছর থাকেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন শেস-রাব-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: shes rab 'byung gnas) নামক অষ্টাদশ ঙ্গোর-ছেন, 'জাম-ম্গোন-দ্পাল-ম্ছোগ-র্গ্যাল-ম্ত্শান নামক বাইশতম ঙ্গোর-ছেন, রিন-ছেন-ব্সোদ-নাম্স-ম্ছোগ-'গ্রুব (ওয়াইলি: rin chen bsod nams mchog 'grub) নামক ঝ্বা-লু বৌদ্ধবিহারের বাইশতম প্রধান প্রভৃতি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Namgyal, Tsering (2012-07)। "The Sixteenth Ngor Khenchen, Pelden Dondrub"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-03  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
পূর্বসূরী
কুন-দ্গা'-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব
দ্পাল-ল্দান-দোন-গ্রুব
ষোড়শ ঙ্গোর-ছেন
উত্তরসূরী
নাম-ম্খা'-সাংস-র্গ্যাস