দ্গে-'দুন-ব্স্তান-পা-দার-র্গ্যাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্গে-'দুন-ব্স্তান-পা-দার-র্গ্যাস (তিব্বতি: དགེ་འདུན་བསྟན་པ་དར་རྒྱསওয়াইলি: dge 'dun bstan pa dar rgyas) (১৪৯৩-১৫৬৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের দ্বাবিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

দ্গে-'দুন-ব্স্তান-পা-দার-র্গ্যাস ১৪৯৩ খ্রিষ্টাব্দে তিব্বতের ক্লুং-শোদ-দ্বু-স্না (ওয়াইলি: klung shod dbu sna) নামক স্থানে জন্মগ্রহণ করেন। সেরা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের সেরা মে মহাবিদ্যালয় থেকে ধর্মশিক্ষার পর তিনি মাল-গ্রো-ছা-দ্কার (ওয়াইলি: klung shod dbu sna) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে যোগ দেন, কিন্তু ব্রি-কুং ধর্মীয় গোষ্ঠীর ভিক্ষুরা ঐ বৌদ্ধবিহার দখল করে নিলে তিনি ব্রাগ-দ্বার নামক বৌদ্ধবিহারের প্রধান হিসেবে যোগ দিতে বাধ্য হন। এরপর তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫৬৫ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের দ্বাবিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং চার বছর ঐ পদে থাকেন। এই সময় তিনি মৈত্রেয় বুদ্ধের এক স্বর্ণমূর্তি নির্মাণ করান। তিনি মধ্যমকপ্রজ্ঞাপারমিতা বিষয়ক বেশ কিছু গ্রন্থ রচনা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Twenty-Second Ganden Tripa, Gendun Tenpa Dargye"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৩ 
পূর্বসূরী
দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং
দ্গে-'দুন-ব্স্তান-পা-দার-র্গ্যাস
দ্বাবিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ত্শে-ব্র্তান-র্গ্যা-ম্ত্শো