দৌলত উজির বাহরাম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৌলত উজির বাহরাম খান
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণসাহিত্যিক

দৌলত উজির বাহরাম খান (আনুমানিক ১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা কবি। তার প্রকৃত নাম ছিল আসা উদ্দীন। জন্ম চট্টগ্রাম জেলার ফতেয়াবাদ কিংবা জাফরাবাদে। তার পিতা মোবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির (মন্ত্রী)। তার প্রসিদ্ধ সাহিত্যকর্ম হচ্ছে লায়লী-মজনু এবং ইমাম বিজয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তেমন শিক্ষা গ্রহণ করেননি, তবে তিনি স্বশিক্ষিত ছিলেন।

কর্মজীবন[সম্পাদনা]

অল্প বয়সে তার পিতার মৃত্যু হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ তার পিতার উজির পদে তাকে অভিসিক্ত করেন।

সাহিত্য কর্ম[সম্পাদনা]

  • লায়লী-মজনু প্রনয়োকাব্য
  • ইমাম বিজয়
  • জঙ্গনামা মার্সিয়া সাহিত্য

তথ্যসূত্র[সম্পাদনা]

বহি:সংযোগ[সম্পাদনা]