দহন (১৯৯৭-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দহন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঋতুপর্ণ ঘোষ
রচয়িতাঋতুপর্ণ ঘোষ
উৎসসুচিত্রা ভট্টাচার্য কর্তৃক 
দহন
শ্রেষ্ঠাংশে
মুক্তি১৯৯৭
স্থিতিকাল১৪৫ মিনিট
ভাষাবাংলা

দহন ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি ভারতীয় বাংলা ফিচার চলচ্চিত্রসুচিত্রা ভট্টাচার্য রচিত একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি রচনা করেছেন সুচিত্রা ভট্টাচার্য। অভিনয়ে ছিলেন শকুন্তলা বড়ুয়া, অভিষেক চ্যাটার্জী, ইন্দ্রানী হালদার, শুভেন্দু চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুচিত্রা মিত্র প্রমুখ।

অভিনয়[সম্পাদনা]

কাহিনী[সম্পাদনা]

রমিতা (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং পলাশ (অভিষেক চট্টোপাধ্যায়) নামক এক নবদম্পতি রাস্তায় আক্রান্ত হয়। গুন্ডারা রমিতাকে শারীরিকভাবে নিগ্রহ করে কিন্তু কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসে না। এই ঘটনা দেখে স্কুল শিক্ষিকা ঝিনুক (ইন্দ্রানী হালদার) তাদের সাহায্য করার ঘটনাস্থলে দৌড়ে যায়। ঝিনুক পুলিশকে সাহায্য করে আক্রমণকারীদের শাস্তি দেওয়ার জন্য চেষ্টা শুরু করে কিন্তু এক সময়, আক্রান্ত দম্পতি নিজেরাই এই মামলায় জড়াতে না চাওয়ায় ঝিনুক প্রচণ্ড হতাশ হয়।

পুরস্কার[সম্পাদনা]

ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রানী হালদার যৌথভাবে ১৯৯৮ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান। ঋতুপর্ণ ঘোষ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]