ঢাকাই শাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঢাকাই শাড়ি বাংলাদেশের ঢাকা জেলা ও তার আশে পাশের এলাকায় তৈরি করা এক প্রকারের শাড়ি। এটি সুতি কাপড় হতে প্রস্তুত করা হয়। উন্নতমানের জন্য বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে এই শাড়ির কদর রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

বুননের অনন্য হাতে কৌশলকে আগের দিনে জামদানি বলা হত, আর এই বুননকে ঢাকাই বলা হত। সংবেদনশীল তাঁতি এবং কারিগররা তাদের বুননের নকশার অনুপ্রেরণা নিতেন আশেপাশের জীবন থেকে সাধারণ জিনিস যেমন ভাঙা চিরুনি থেকে শুরু করে প্রকৃতির জিনিস যেমন উদ্ভিদ এবং প্রাণীজগত এবং ঐতিহ্যবাহী বাঙালি নকশা আল্পনার নকশাও এদের শাড়িতে উঠে আসত। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dhakais in danger"Lifestyle। The Daily Star। ২০১০-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-২৮