ডেন্টাল ব্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেন্টাল ব্রেসিসের প্রয়োগ

ডেন্টাল ব্রেস (ইংরেজি: Dental braces) যা অর্থোডোন্টিক ব্রেস (orthodontic braces) বা সাধারণভাবে ব্রেস (braces) নামেও পরিচিত। এটি একটি ডিভাইস যা দাঁতের পাটি উপরে নিচে সামঞ্জস্যপূর্ণ করতে ব্যবহৃত হয়। সামঞ্জস্যপূর্ণ দাঁতের পাটি বিন্যাসের ফলে নিখুত ও সুবিধাজনক ভাবে কোনোকিছু কামড়ে ধরতে যাদের সমস্যা হয়, তাদের চিকিৎসার জন্যই মূলত ডেন্টাল ব্রেস ব্যবহৃত হয়। যে ধরনের কামড়গুলোর ব্রেসের মাধ্যমে ঠিক করা হয় সেগুলোকে বলা হয় ম্যালোক্লশন, যেমন: আন্ডারবাইট, ওভারবাইট, ক্রস বাইট, এবং ওপেন বাইট। সাধারণত শিশু-কিশোরদের ক্ষেত্রে ব্রেস ব্যবহার করা হলেও প্রাপ্তবয়স্করাও ডেন্টাল ব্রেস ব্যবহার করতে পারেন। দাঁতের চিকিৎসার জন্যে এটি একটি জনপ্রিয় ও কার্যকরী পদ্ধতি হলেও অনেকেই আছেন যাঁরা এই পদ্ধতি অনুসরণ করতে চান না। কারন অনেক ক্ষেত্রে এটি দাঁতের ও মুখবিবরে বিরক্তি ও ব্যথার কারন হয়ে দাঁড়ায়।