স্পেস শাটল ডিসকভারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডিসকভারি নভোখেয়াযান থেকে পুনর্নির্দেশিত)
স্পেস শাটল ডিসকভারি
এসটিএস-১২১-এর জন্য প্রস্তুতকৃত ডিসকভারি খেয়াযান।
ডিসকভারি
অরবিটার ভেহিক্‌ল ডেসিগনেশন:ওভি-১০৩
রাষ্ট্র:যুক্তরাষ্ট্র
চুক্তিবদ্ধ পুরস্কার:জানুয়ারি ২৯, ১৯৭৯
যার নামে নামঙ্কিত:আরআরএস ডিসকভারি
প্রথম উড্ডয়ন:এসটিএস-৪১-ডি
আগস্ট ৩০, ১৯৮৪ – সেপ্টেম্বর ৫ ১৯৮৪
শেষ উড্ডয়ন:এসটিএস-১১৬
ডিসেম্বর ৯, ২০০৬ - ডিসেম্বর ২২, ২০০৬
অভিযানের সংখ্যা:৩৩
ক্রু:১৯৯
মহাশূণ্যে অবস্থানের সময়:২৬৮.৬২ দিন
কক্ষপথের সংখ্যা:৪,২২৯
অতিক্রান্ত দূরত্ব:–১৭৬,৬৫৭,৬৭২ কিমি
–১০৯,৮১০,৬৭৩ মাইল
নিযুক্ত কৃত্রিম উপগ্রহসমূহ:৩১ (including হাবল নভো দূরবীক্ষণ যন্ত্র)
মির-এর সাথে সংযুক্তি:
আইএসএসের সাথে সংযুক্তি:
মর্যাদা:কক্ষপথে

ডিসকভারি নভোখেয়াযান (অরবিটার ভেহিক্‌ল ডেসিগনেশন: ওভি-১০৩) নাসার নভোখেয়াযান ফ্লিটে বর্তমানে কার্মক্ষম তিনটি নভোযানের একটি। অন্য দুটি হল আটলান্টিস এবং এন্ডিয়েভার। ১৯৮৪ সালে প্রথম উড্ডয়নের সময় ডিসকভারি ছিল তৃতীয় কর্মক্ষম নভোখেয়াযান এবং বর্তমানে এটি প্রাচীনতম নভোখেয়াযানে যা এখনও কাজ করে চলেছে। এই নবোখেয়াযানের মাধ্যমে গবেষণা কাজের পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অভিযানসমুহও পরিচালনা করা হয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]