টেমপ্লেট আলোচনা:Infobox settlement

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যছক নগরে স্থানান্তর[সম্পাদনা]

টেমপ্লেট:Infobox settlement-কে ভাষাগত অনুবাদ করে তথ্যছক নগর শিরোনামে স্থানান্তরের প্রস্তাব রাখছি। -- তাওহীদ (আলাপ) ১৬:০৪, ২৫ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অগ্রিম বিজ্ঞপ্তি[সম্পাদনা]

এই টেমপ্লেট ব্যবহার করছে এমন কোন নিবন্ধে যদি কয়েকশ দেশের "Country data ..." চলে আসে তাহলে টেমপ্লেট:CountryAbbrটেমপ্লেট:CountryAbbr2-এ যেয়ে দেশের নামগুলি বাংলা করতে হবে। --আফতাব (আলাপ) ১৭:১৭, ১৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

"ভৌগলিক কোড" বানান ঠিক করুন[সম্পাদনা]

"Geocode" প্যারামিটারের বাংলা হিসেবে আছে "ভৌগলিক কোড"। এটা "ভৌগোলিক" হবে। কেউ ঠিক করে দিবেন, প্লিজ। -- আদিভাই (আলাপ) ১৬:৫৭, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাব (আলাপ) ১৭:১১, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

স্থানান্তর[সম্পাদনা]

তথ্যছক বসতিতে স্থানান্তরের প্রস্তাব জানাচ্ছি যাতে দৃশ্যমান সম্পাদনায় বাংলায় নামটি আসে। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১১:২১, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন ও স্থানান্তর[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাইয়া, এই তথ্যছকে image_blank_emblem এ বসানো প্রতীকটি বাম পাশে থাকে। এতে তথ্যছকের সৌন্দর্য নষ্ট হয়। (পশ্চিমবঙ্গ দেখুন)। অনুগ্রহ করে প্রতীকটি মাঝে রাখার ব্যবস্থা করে দিন। আর এই বহুল ব্যবহৃত টেমপ্লেটটিকে তথ্যছক মানববসতি বা তথ্যছক বসতি কিংবা আরও যথার্থ কোন বাংলা নামে স্থানান্তর করে দিন। ধন্যবাদ। ≈MS Sakib  «আলাপ» ১৭:৩২, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@MS Sakib: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৩, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ধন্যবাদ। স্থানান্তর করবেন না?≈ MS Sakib  «আলাপ» ১৯:৫১, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib: আলাপ প্রয়োজন। বসতি ঠিক মানানসই মনে হচ্ছে না। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৪, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান:, তথ্যছক মানববসতি বা উপনিবেশ দিলে কেমন হয়? এছাড়া subdivision_name এবং area_blank1_title ;অংশে বাংলাকরণ প্রয়োজন। গোলান মালভূমি দেখুন। সাজিদ আলাপ ১০:২৬, ১৬ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ShazidSharif: আমি নিজেও নিশ্চিত না কি দেওয়া উচিত। এই টেমপ্লেট কোন দেশের শহর, নগর, জেলা, বিভাগ, গ্রাম, ইউনিয়ন, এমনকি তার থেকেও ক্ষুদ্রতম স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হয়ত "স্থান" নাম করা যেতে পারে।
গোলান মালভূমি নিবন্ধের তথ্যছকে বাংলা করতে হবে। ওখানের ইংরেজি লেখা এই টেমপ্লেট থেকে আসতেছে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৯, ১৬ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ১৫ ফেব্রুয়ারি ২০২৩[সম্পাদনা]

"প্রতিষ্ঠা করেন" এর বদলে "প্রতিষ্ঠাতা" লিখুন। মেহেদী আবেদীন ১১:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]