টেমপ্লেট আলোচনা:আধ্বব চাবিসমূহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(টেমপ্লেট আলোচনা:IPA keys থেকে পুনর্নির্দেশিত)

"আধ্বব" তে "প্রতিবর্ণীকরণ" কেন?[সম্পাদনা]

@Yahia.barie:@Zaheen:@আফতাবুজ্জামান: এবং অন্যান্যরা : এখানে "আধ্বব চাবিসমূহ"-এর পরিবর্তে বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দের প্রতিবর্ণীকরণের বিষয়ে লেখা রয়েছে এমন পাতার সংযোগ কেন দেওয়া (যেমন এটা)? আবার কিছু পাতা এমনও আছে যেখানে আধ্বব সম্বন্ধে লেখা থাকলেও শিরোনামে লেখা "প্রতিবর্ণীকরণ" (যেমন এটা)। এখানে কী করণীয় সে বিষয়ে আপনাদের মতামত চাইছি। --- য় (আলাপ) ১০:২৯, ৮ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanay barisha: আধ্বব পাতায় পরিবর্তে প্রতিবর্ণীকরণের বিষয়ে লেখা পাতার সংযোগ দেয়ার কারণ ১ম কারণ বাংলা উইকিতে সাহায্য:আধ্বব/... জাতীয় পাতা নেই। ২য় কারণ আপনি যদি ইংরেজি উইকির আধ্বব পাতা ও বাংলা উইকির প্রতিবর্ণীকরণ পাতাগুলি দেখেন তবে দেখবেন যে পাতার বিষয়বস্তু একই (আধ্বব ও তার উচ্চারণ)।
এটা দেখা যাচ্ছে যে ইংরেজি উইকিতে আধ্বব নামে পাতা তৈরি হলেও সেই একই জিনিস বাংলা উইকিতে প্রতিবর্ণীকরণ নামে তৈরি হয়েছে। এটার কারণ Zaheen বলতে পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৩, ৮ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান:
  • প্রথমত, সাহায্য:আধ্বব আছে, তাই সাহায্য:আধ্বব/ করা যেতে পারে বোধহয়
  • দ্বিতীয়ত, ইংরেজি পাতাগুলোতে বিভিন্ন ভাষার বর্ণমালার বর্ণগুলোর শুধুমাত্র উচ্চারণ দেওয়া আছে, ইংরেজি ভাষায় সেই ভাষার প্রতিবর্ণীকরণ দেওয়া নেই, কিন্তু বাংলায় প্রতিবর্ণীকরণ আর উচ্চারণ দুটোই দেওয়া (অসমীয়ার ক্ষেত্রে শুধুই প্রতিবর্ণীকরণ)
  • তৃতীয়ত, International Phonetic Alphabet keys টেম্প্লেটের বাংলা আধ্বব চাবিসমূহ, কিন্তু তার ভেতরে লেখা বিভিন্ন ওলন্দাজ নাম ও তাদের প্রতিবর্ণীকৃত বাংলা বানান, ইত্যাদি
  • চতুর্থত, বাংলার কোনো কোনো প্রতিবর্ণীকরণ পাতার সঙ্গে ইংরেজির আধ্বব-র পাতার সংযোগ আছে, আবার কোনোটায় তা নেই
অর্থাৎ, বহু অসঙ্গতি রয়েছে। এবার অন্যদের মতামতের অপেক্ষায় রইলাম।
য় (আলাপ) ১৫:৪৫, ৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanay barisha:
  • হ্যাঁ, করা যায়। কিন্তু করবে কে?
  • প্রতিবর্ণীকরণ থাকতে সমস্যা নেই। ইংরেজি উইকিতে সে সব ভাষা লাতিন বর্ণ ব্যবহার করে না শুধু সেগুলিতে প্রতিবর্ণীকরণ দেয়া আছে। বাংলা উইকিতে বাংলা বর্ণ ব্যবহার করে না এমন সব ভাষার জন্য প্রতিবর্ণীকরণ দিতে হবে।
  • হ্যাঁ, এটা বাদ দিতে হবে। এটার দরকার নেই।
  • যেগুলির নেই, সেগুলির সম্ভবত ইংরেজি উইকিতে অন্য নামে রয়েছে।
--আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৬, ৯ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanay barisha এবং আফতাবুজ্জামান: বাংলা প্রতিবর্ণীকরণের নিয়ম সংক্রান্ত পাতাগুলির সাথে ইংরেজি আ-ধ্ব-ব পাতাগুলির কোনও সরাসরি সম্পর্ক নেই। ঐ আন্তঃউইকিগুলি মুছে ফেলতে হবে। তবে বিভিন্ন ভাষার উচ্চারণের সূত্রগুলি পরোক্ষভাবে আইপিএ থেকেই নেওয়া এবং সেখান থেকেই প্রতিবর্ণীকরণ করা হয়েছে।--অর্ণব (আলাপ | অবদান) ০২:১৩, ১১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান এবং Zaheen: একটা ব্যবস্থা করা যেতে পারে। যেগুলো সংযোগ করা আছে, থাক। যেগুলো করা নেই, করে দেওয়া হোক। প্রত্যেকটার শিরোনাম পরিবর্তন করে দেওয়া হোক, এবং মূল টেম্প্লেটে সেই অনুযায়ী পরিবর্তন করা হোক। আর প্রত্যেকটায় আধ্বব সংক্রান্ত তথ্য দেওয়া হোক আর সারণিতে একটা কলাম থাকুক যেখানে বাংলায় প্রতিবর্ণীকরণ পদ্ধতি দেওয়া হোক। এর ফলে আধ্বব এবং প্রতিবর্ণীকরণ একই জায়গায় থাকবে। তবে প্রতিবর্ণীকরণগুলো কিন্তু স্বীকৃত নয়। তাই এটাকে "সম্ভাব্য প্রতিবর্ণীকরণ" বা ওই জাতীয় কিছু লেখা হোক। আপনারা কী মনে করেন? --- য় (আলাপ) ১৫:১১, ১১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]