টেমপ্লেট আলোচনা:সাহিত্যিক-অসম্পূর্ণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেখক না দিয়ে সাহিত্যিক দিয়ে দিন। তাহলে বিষয়শ্রেণীটি সাধারণ হয়।--বেলায়েত ১৯:২৭, ২১ আগস্ট ২০০৬ (UTC)

writer-stub কে করেছি লেখক-অসম্পূর্ণ, পরিবর্তনটা কি খুব জরুরী?--Tanvir ১৯:৩০, ২১ আগস্ট ২০০৬ (UTC)
সাহিত্যিকে পরিবর্তন করলে সাহিত্যিক, ঔপন্যাসিক, কবি, নাট্যকার আরও যারা সাহিত্যিকের মধ্যে পরেন তাদের জন্য আর আলাদা করে টেম্পলেট তৈরি করতে হবে না। এটাকেই ব্যবহার করতে পারবেন।--বেলায়েত ১৯:৩৬, ২১ আগস্ট ২০০৬ (UTC)
write-stub এর মধ্যে কিন্তু লেখক, কবি ও নাট্যকারের উল্লেখ আছে, এটা যথেষ্ট সাধারণ নয়কি?ধন্যবাদ--Tanvir ১৯:৪৩, ২১ আগস্ট ২০০৬ (UTC)
আমিতো আর আপনাকে মজা করে বা কোন কারণ ছাড়াই পরিবর্তন করতে বলি নাই। দেখে নিন বুঝতে পারবেন কেন আপনাকে পরিবর্তন করতে বলেছি। দয়া করে অন্যের উপদেশ ফেলনা মনে করবেন না। ধন্যবাদ।--বেলায়েত ১৯:৫৬, ২১ আগস্ট ২০০৬ (UTC)
আপনি হয়তো আমার একাধিক প্রশ্নকে ভুল্ভাবে নিয়েছেন। আমি লিঙ্কটাতে গিয়ে লেখাগুলি পড়লাম। ওখানে যেমন লেখক ও সাহিত্যিক নিয়ে গোলমাল লাগছে আমিও ওইরকমই confusion দূর করতে চেয়েছিলাম।ধন্যবাদ--Tanvir ২০:১৩, ২১ আগস্ট ২০০৬ (UTC)